জ্বলদর্চি

বিশ্বেশ্বর চক্রবর্তী ও পুষ্পেন্দু বিকাশ বাগ-এর কবিতা

শিশুপাল
বিশ্বেশ্বর চক্রবর্তী 

ইনিয়ে-বিনিয়ে কথা বলা 
     আমার পছন্দ নয় বাসুদেব। 
যা বলার আমি সামনা সামনিই বলি
     তা ভুল হোক্ কি ঠিক! 
আজ যে অর্চনা তোমাকে দেওয়া হচ্ছে 
     তুমি কি মনে কর-
তার সঠিক ও যোগ্য লোক তুমি? 
মহামতি ভীষ্ম এখানে রয়েছেন ;
     করেছো কি তুমি তার মতো ত্যাগ স্বীকার? 
যদি করেই থাকো আর যদি সত্যিই ধর্মের জন্য 
    সত্যের জন্য লড়াই করে থাকো, বলতে পারো-
পাণ্ডবেরা কি সত্যিই মেরুদণ্ডহীন ছিল না-
      পাশাখেেলায় পাঞ্চালীকে বাজী রেখে? 
যাই হোক্, এই যজ্ঞের পুণ্যভূমিতে আমার 
     পাপের ষোলকলা পূর্ণ হল বোধহয়-
শিয়রে মৃত্যু হলেও বলি, মাথা উঁচু করে
     চলার নামই জীবন। - আর এটাই আমার ধর্ম হোক।



জ্বলদর্চি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন। 👇



প্রাচীর 
পুষ্পেন্দু বিকাশ বাগ 

নির্ভেজাল মানবিকতার সিঁড়ি বেয়ে 
স্মৃতির সরণীতে ভিড় করে 
এক আকাশ আবছায়া মুখ। 

তোমার ঠোঁটের থেকে 
বহু যোজন দূরে 
আমার অস্পৃশ্য মনন


সিঁড়ির প্রতিটি ধাপ
এক একটা আস্ত প্রাচীর।
যেন, হতাশাবিদ্ধ কাঁটাতার।

Post a Comment

0 Comments