জ্বলদর্চি

স্মৃতি সাহা ও সুভাষ জানা-র কবিতা

নির্জনতা 
স্মৃতি সাহা 

প্রেম কাকে বলে জানো!
দুটো বিচ্ছিন্ন কোষের ক্রমাগত সংগ্রাম! 
একটা অখণ্ড কোষ কবে রূপ পাবে তার জন্য 
আমি -- তুমি। তুমি -- আমি।
এক একটা ভিন্ন ভিন্ন পর্যায়
অন্তহীন পথে যাত্রা--
তারপর পূর্ণতা -- পূর্ণ আনন্দ!
এখন আমার মনে
অসংখ্য কথারা, অসংখ্য কবিতা 
সাজাচ্ছি, ভাঙছি, আবার গড়ছি।


জ্বলদর্চি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন। 👇


জ্বলদর্চি তিরিশ পেরিয়ে... 
 মা
সুভাষ জানা

সবারথেকে আলাদাএকমানুষ
ঘরের মধ্যে থাকে রাত্রি দিন, 
একা হাতে নীরবে দেয় যুঝে
ঝড়ঝঞ্ঝা আসুক যতইকঠিন।

এর সাথে ওর মান অভিমান
ঝগড়াঝাটি থমথমে ভাব, 
সেই মানুষটাই মানিয়ে চলে
হোক না যার যেমন স্বভাব। 

সবার খেয়াল রাখে যে জন
তার খেয়াল কে রাখে তেমন, 
নিজের থেকে দেয়না ধরা
তার দিন যে কাটে কেমন। 

দোষ ঢাকতে অন্য কারো
আগে পেতে দেয় নিজেরমাথা,
মা হওয়া কি এতই সোজা
যে জন হাসে লুকিয়ে ব্যথা।



Post a Comment

0 Comments