আমি আমার মতো
পর্ব -১৭
সুকন্যা সাহা
জন্মদিন
জন্ম দিনে ফুল ফুটেছে বেশী?
নিজের হাতে লাগানো টবটাতে?
জন্মদিনে আকাশ আলো আরও?
ফাগুন হাওয়া দখিন দিকের ছাতে?
জন্মদিনের বসন্ত বিকেলে
দোলন চাঁপা গাছের নীচে যাব
ফুল পড়বে ঝরকে ঝরকে
আশীর্বানী মাথায় তারই পাব।
জন্মদিনে দিগন্ত লাল হবে....
কৃষ্ণচূড়া পলাশ আর শিমূলে
কোঁচড় ভরে রাখব স্মৃতিগুলো
আঁচল রঙীন হবে যে লাল ফুলে ।
জন্মদিনে দিদার হাতের পায়েস
ছোটো ছোটো ভালো লাগার সুখ
মায়ের মতো দিদাও আজ ছবি
হারিয়ে গেছে ভালো বাসার মুখ....
তবুও আজ জন্মদিন আসে
বয়স বাকল ঝরে পড়ে রোজ
পুড়ে যেতে যেতে উজ্জ্বল হই আরও ....
চলতে থাকে জীবন সত্যের খোঁজ ....
জ্বলদর্চি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন। 👇
আরো একটা বসন্ত কাটিয়ে দিলাম । জীবন বৃক্ষ থেকে খসে পড়ল আরো একটা পাতা ... মেঘ রোদের খেলায় কেটে গেলো এতগুলো বছর । পিছন ফিরে দেখলে দেখি কত কি হারিয়েছি ... পেয়েছি তার থেকেও বেশী ।কি পাইনি তার হিসাব মিলাতে মন নয় রাজি ... কত টুকরো টুকরো স্বপ্ন ছিল , মিলিয়ে গেছে জলছবির মতো ... আজ মনে হয় চুপ করে থাকি ... কথার চেয়ে ভালো নীরবতা ...মেয়ে বড় হয়ে যাচ্ছে আমি বুড়ো ...তোমায় খুব দেখতে ইচ্ছে করে জানো মা ? কতদিন দেখি নি ... সেই লাল গোল টিপ আর মা মা গন্ধ ... মা হওয়ার তাগিদে ভুলেই গেছি মেয়েবেলার কথা ... এই একটা দিন বড় মেয়ে হতে ইচ্ছে করে , শুধু তোমার মেয়ে ...তোমার হাতের গরম গরম শোল মাছের ঝোল খেতে ইচ্ছে করে ... আর তোমার হাতের সেই মাখা ভাত ! আহ অমৃত ! আবার ছোটো হওয়া যায় না মা ? আবার সমুদ্রে বেড়াতে যাব একসঙ্গে ... গাংচিল হয়ে উড়ে যাব নীল জলের ওপর দিয়ে ...
আজ জন্মদিনে অনেকগুলো স্বপ্ন মুড়ি মুড়কির মতো ছড়িয়ে পড়ছে চারিদিকে , জানি সত্যি হবে না কোনওদিন তবুও ...
স্বপ্ন ১
আবার তোমার মেয়ে হব মা ... ছোটো থেকে আবার একটা গোটা জীবন কাটাব একসঙ্গে । এবার আর আমায় ছেড়ে চলে যাবে না ...
স্বপ্ন ২
প্রতিবার জন্মদিন আসুক ফিরে ফিরে । দিদার হাতের পায়েস খাবো। ধান দুব্বোর আর্শীবাণী নেব । প্রণাম করে বলব বারে বারে তোমার নাতনি হতে চাই ।
স্বপ্ন ৩
তোমার হাত ধরে হাঁটব এই বসন্ত বিকেলে শান্তিনিকেতনের রাস্তায় । কালো পিচ ঢালা রাস্তার দুপাশে ফুটে আছে অজস্র শিমূল পলাশ । দিগন্ত লালে লাল । পায়ের নীচে ঝরা পাতা বিছানো । ফাল্গুনের হাওয়ায় গাছ থেকে পাতা খসছে অবিরত । হাতে হাত দিয়ে হাঁটব দুজনে ... অনেক গল্প জমা আছে যে ...
স্বপ্ন ৪
একবার সুইতজারল্যান্ড যাব তোমার সঙ্গে বেড়াতে ... চাঁদনী সিনেমার রিমেক ... আগে আগে চলে হম পিছে পিছে প্রীত মিতুয়া ...
স্বপ্ন ৫
একবার যদি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ পাই ... সবুজ মখমলি লনে ম্যাপল গাছের নিচে বসে পড়াশুনা করব দুজনে ...
সব স্বপ্ন সত্যি হয় না কি বলো ?
0 Comments