পরিবেশ বিষয়ক অনুবাদ কবিতা
আবীর ভট্টাচার্য্য চক্রবর্তী
NATURE" IS WHAT WE SEE
- EMILY DICINSON.
"Nature" is what we see-
The Hill-the Afternoon-
Squirrel-Eclipse- the Bumble bee-
Nay Nature is Heaven- Nature is what we hear- The Bobolink-the Sea- Thunder-the Cricket- Nay-Nature is Harmony—
Nature is what we know—
Yet have no art to say-
So impotent Our Wisdom is To her Simplicity.
প্রকৃতি তো সেই আরাধ্যা দেবী- দর্শনসুখ ধন্যা
যে সুধা মিলায় শৈলশিরায় কিংবা গোধুলী বেলা
কাঠবিড়ালিটি, আঁধারের ক্ষণ, অলি গুনগুন খেলা
…প্রকৃতি তো সেই স্বর্গের ধন শ্রবণানন্দ সুখ
পাখির কূজন, সাগর বা ঝড়, ঝিঁঝিঁ সুরে ভরে বুক
প্রকৃতি তো সেই সুর; জ্যোতিময় সেই সোনা
অব্যক্ত, অলক্ষ্য ধনে সুপ্রকাশ অনন্ত প্রেরণা
সারল্যে-সৌন্দর্যে নত,তার পায়ে আবোধি সাধনা।
NOTHING GOLD CAN STAY
-ROBERT FROST.
Nature's first green is gold,
Her hardest hue to hold.
Her early leaf's a flower,
But only so an hour.
Then leaf subsides to leaf.
So Eden sank to grief,
So dawn goes down to day.
Nothing gold can stay.
মাটি-মায়ের প্রথম স্নেহ সুধা শ্যামলদলে
সুবর্ণধন বর্ণে-বর্ণে নিত্য ধরে রাখে
উথলে পড়ে সেই আনন্দ নতুন পাতা, ফুলে
ক্রমান্বয়ে কালচক্র আপন অক্ষে ঘোরে,
শ্যামপল্লব তখন কেবল শুধুমাত্রই পাতা!
স্বর্গ যেন সুখ ভুলেছে, বিবশে বশে নতা,
যেমন করে ভোর-আলোটি দিনের দাহে মরে
সোনা হারায় আপন ভুলে আপন উজ্জ্বলতা…
EMILY DICKINSON
There is another sky,
Ever serene and fair,
And there is another sunshine,
Though it be darkness there;
Never mind faded forests,
Austin, Never mind silent fields -
Here is a little forest, Whose leaf is ever green; Here is a brighter garden,
Where not a frost has been;
In its unfading flowers I hear the bright bee hum:
Prithee, my brother, Into my garden come!
আরও একটা আকাশ আছে,
অমল স্বচ্ছ-কায়ায়
অন্য কোন সূর্যালোক মায়ায়
হয়তো বা তা লুকিয়ে আছে অন্য অন্ধছায়ায়।
মন পেতো না শীর্ণতর বনে
দূর বিহারী নীরব সেই ক্ষেত্র বিচরণে
আছেই তো এই চির শ্যামল কানন উজ্জ্বল
মেদুরমোহে শ্যামলস্নেহে ঘন পল্লবদল
যেখানে নেই তুষারপাতের ক্ষত,
অলির গানে পুষ্পপ্রেম মগ্ন সমাহত
মায়ামদির অরূপ সমারোহে
প্রিয় আমার,ভাই আমার,আবার এসো গেহে।
2 Comments
বেশ অনূদিত কবিতাগুলো ভালো লাগলো। 🌹
ReplyDeleteঅসাধারণ সংযোজন
ReplyDelete