বাংলা প্যারোডি কবিতা, পর্ব -- ২৩
বল বল বল
ভাস্করব্রত পতি
বল বল বল,
বল বল বল...
উদরে নেমেছে খিদের ঢল
চোখেতে ভরেছে অশ্রুজল
কাজের খোঁজেতে শ্রমিক দল
বল রে বল রে বল।
হারিয়েছে মোদের মাথার ছাত
পেটেতে জোটেনা দুবেলা ভাত
আমরা লড়াবো এ দুটি হাত
টুটে তোমাদের ছল।
স্বভূমে শুধু দুঃখের গান
চারিদিকে শুধু দয়ার দান
চাকরি বাজার ফাঁকা শ্মশান
খুঁজিয়া পাইনা তল।
বলরে বল সটান
চাইরে মুক্ত ঘ্রাণ
বেকার জীবন, দুয়ারে দুয়ারে
বাঁচবার আহ্বান।
ছাড় রে ছাড় লাঙ্গল
বল রে বল রে বল
বল বল বল...
কারখানা গুলো বন্ধ আজ
মানুষের মাথে পড়েছে বাজ
শূন্য জঠরে কুচ কাওয়াজ
ক্ষুধা দেয় টহল।
চারিদিকে রব ত্রাহি ত্রাহি
আমরা কিছু ভালো চাহি
আন্দোলনের গান গাহি
বুকেতে রেখেই বল।
কাজের খোঁজেতে হারিয়ে হুঁশ
ভিন রাজ্যতে আমরা খুশ
মিটিয়ে নিয়েছি ঘরের আলস্য
মনেতে জ্বলছে তুঁষ।
হবে না দিন বদল
ভাগ্যটা খুবই খল
আমরা মরিব অকালে ঝরিয়া
গড়িয়া শিসমহল।
বল বল বল,
বল বল বল....
কাজী নজরুল ইসলাম
চল চল চল,
চল চল চল...
ঊর্ধ্ব গগনে বাজে মাদল
নিম্নে উতলা ধরণী তল
অরুণ প্রাতের তরুণ দল
চল রে চল রে চল।
ঊষার দুয়ারে হানি আঘাত
আমরা আনিব রাঙা প্রভাত
আমরা টুটাব তিমির রাত
বাধার বিন্ধ্যাচল।
নব নবীনের গাহিয়া গান
সজীব করিব মহাশ্মশান
আমরা দানিব নতুন প্রাণ
বাহুতে নবীন বল।
চল রে নও জোয়ান
শোন রে পাতিয়া কান
মৃত্যু তোরণ, দুয়ারে দুয়ারে
জীবনের আহ্বান।
ভাঙ রে ভাঙ আগল
চল রে চল রে চল
চল চল চল....
ঊর্ধ্ব আদেশ হানিছে বাজ
শহীদী ঈদের সেনারা সাজ
দিকে দিকে চলে কুচ কাওয়াজ
খোল রে নিদ মহল।
কবে সে খেয়ালী বাদশাহী
সেই সে অতীতে আজো চাহি
যাস মুসাফির গান গাহি
ফেলিস অশ্রুজল।
যাক রে তখত তাউস
জাগ রে জাগ বেহুঁশ
ডুবিল রে দেখ কত পারস্য
কত রোম গ্রিক রুশ।
জাগিল তারা সকল
জেগে ওঠ হীনবল
আমরা গড়িব নতুন করিয়া
ধুলায় তাজমহল।
চল চল চল,
চল চল চল...
0 Comments