জ্বলদর্চি

গুচ্ছ কবিতা /প্রভাস মজুমদার

গুচ্ছ কবিতা
প্রভাস মজুমদার

যোগাযোগ

অনেক কিছুই আমার হাতে নেই
ইচ্ছে করলেই নাগালে আসে না সুখ
ভো কাট্টা ঘুড়ির মত ভেসে যাওয়া
অন্তহীন প্রতীক্ষায় বারান্দার দিন গোনা

মেঘের সাথে কথা হলে
মাটি কান পেতে থাকে
কোথা যে দামাল ঝড় লুকিয়ে থাকে
সাগর আকাশ নিরন্তর ছক কষে

পুণ্য পুকুর ব্রত করা মেয়েটার আজ বিয়ে
বিদেশে যোগাযোগ, পাত্র ভোলানাথ
আমাদের চাওয়া পাওয়া গুলো আর মেলানো গেল না
প্রত্যাশা রাখলেই জ্বালা বাড়ে.. সুর তাল লয় কেটে যায়!


জাতক

নষ্ট চাঁদ চতুর ছদ্মবেশে
উঁকি দেয় গেরস্থের বারান্দায়
অনলাপ মাপজোপে ঘরে তোলে আঁধার
বিভ্রম সুখে সে ধনী সেজে থাকে

প্রতিদিন চন্দ্র কলা পাপ
অদৃশ্য ছায়া পথে লম্বা হতে থাকে
লাভা লাভে বাণিজ্য জীবন
ক্রীতদাস খোঁজে ক্ষমতার লোভে...

এখন পাপ পুণ্য বিচার, মানুষ
জামা বদলায়, বিচারের রায় দান
অশুভ আত্মার পক্ষে যায়
শুধু সময়ই জানে কর্ম ফল জন্মান্তর  !

নিঃস্বতার সাধনায় বসে তিনটি আবর্তন শেষে
অমৃত বিশ্বে স্থায়ী ঘর পায়
ভাগ্যবান কোন জাতক!


জন্ম যাপন

ঘষা কাঁচের দেয়ালে আটকে আছে চোখ
অজানা ভবিষ্যতের পথে কল্পনার সোরগোল
চাহিদা জানে না কতটুকু পাবে সে   ;

চেনা হয়ে গেলে মুখের রেখায়
বোঝা যায় মন, আলো আঁধারি মানুষ
ইচ্ছারা উপেক্ষার  অপমান পেলে
যত ঢেউ সব এসে বুক ভাঙে!

লোকে বলে কত কিছু, বিশ্বাস চলে গেলে, ঘর টাও কেঁপে ওঠে ;
ধরা অধরার মাঝে কূহক আলো
জন্ম জীবন ছোটায়  নিত্যকাল  !

🍂

আলো ছায়া

তুমি মোনালিসার মত একই মুখে
কান্না হাসির ভাষায়
সে রাতে কি বলে গেলে
আমি নক্ষত্র সমাবেশে খুঁজেছি
তার আলো অন্ধকার... দুটোই ;

কতদিন জমে থাকা বিরোধের মধ্য থেকে
কতবার বিরক্তি ছুটে এল
আমি প্রসন্নতার অভিনয়ে আলো রেখেছি মুখে
তবু সত্য টা গোপন থাকেনি কোনদিন
তোমাকে চিনতে  চিনতে ভালো মন্দে
একটা জীবন খুবই কম মনে হল...

চারটে দেয়াল একটা ছাদের নীচে খাস কামরা
এত গোপন অহংকার রক্ষণশীল অন্ধকার
আলোটা দাঁড়িয়ে থাকে চৌকাঠের ওপারে....!


বহুরূপে

আজকাল রাত জেগে থাকে  নক্ষত্রেরা মহাকাশে
জেগেজেগে বিমূর্ত কবিতার কথা শোনে
ঠিক স্বপ্ন নয়, তন্দ্রার ভিতর
দু একটি অক্ষর এসে দাঁড়ায়
কখনো মধ্য রাতে কখনো সকালে
শূন্য ক্ষেতে মেধা চাষ করি  ; 

মাঝে মাঝে থেকে থেকে মেঘ ঝড় ওঠে
আমি অনিকেত নিঃস্বতায়
বিদ্ধ হই যন্ত্রনায়... তারপর প্রখর সূর্য ওঠে
এই মেধা চাষ জন্ম নিয়েই
ঝরে গেল শুকনো পাতার দিন
পরোয়া করিনা, ঘুম চলে যাক..
অক্ষর আসুক বহুরূপে  !

Post a Comment

0 Comments