জ্বলদর্চি

ক্যুইজ-৫৮/ সাগর মাহাত

ক্যুইজ-৫৮/ সাগর মাহাত

১. কোন Airlines এর ১০০ শতাংশ শেয়ার বিক্রি করার প্রস্তাব দিয়েছে কেন্দ্রীয় সরকায—
Spicehet
Indigo
Air India
Kingfisher

২. কোন ভারতীয় ক্রীড়াবিদ ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন—
সাইনা নেওয়াল
রুমা দাস
রীতা গড়াই
নিকোলা হাসকি

৩. সেনা দিবসের কুচকাওয়াজে প্রথম কোন নারী পুরুষ বাহিনীর নেতৃত্ব দেন—
ক্যাপ্টেন অর্পিতা গায়ককুন্ড
ক্যাপ্টেন নীলিমা দা
ক্যাপ্টেন তানিয়া শেরগিল
ক্যাপ্টেন জনা দেশাই


৪. কোন সংস্থা বিশ্বের বৃহত্তম সৌরচুক্তি অর্জন করেছে—
Adani Green Energy Limted
Power House
Tata
Relience


৫. যে রাজ্যে ভারতের প্রথম ডলফিন পর্যবেক্ষণ চালু করার পরিকল্পনা রয়েছে—
আসাম
বিহার
কর্ণাটক
নাগাল্যান্ড


৬. যে রাজ্যটি নাগরিকদের বিনামূল্যে খাবার সরবরাহ করে মুখ্যমন্ত্রী 'দিদি কিচেন' এর মাধ্যমে—
ঝাড়খন্ড
পশ্চিমবঙ্গ
ওড়িষ্যা
কর্ণাটক


৭. কোন শহরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পন্ডিত দীনদয়াল উপধ্যায়ের লোহার মূর্তি উন্মোচন করবেন—
বারাণসী
মুম্বাই
কোলকাতা
দিল্লি

৮. ভারতের যে শহরে ''Worst traffic in the world" এর তকমা পায়—
চেন্নাই
দিল্লি
বিহার
ব্যাঙ্গালোর

৯. ইন্টারনেটকে মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করে ভারতের যে রাজ্য—
মধ্যপ্রদেশ
কেরল
গুজরাট
রাজস্থান


১০. মহানদী অবস্থিত—
উড়িষ্যা
রাজস্থান
আসাম
বিহার

১১. অনলাইন লটারি স্কিম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেন যে রাজ্য—
পঞ্জাব
বিহার
পশ্চিমবঙ্গ
ঝাড়খন্ড


১২. যে নদীতে নিমজ্জিত একটি প্রাচীন ৫০০ বছরের পুরোনো মন্দির পাওয়া গেছে—
মহানদী
গঙ্গা
দামোদর
ব্রহ্মপুত্র

১৩. যে রাজ্যের ট্যাবলো প্রথম স্থান দখল করে ৭১তম প্রজাতন্ত্র দিবসে—
আসাম
ঝাড়খন্ড
গোয়া
বিহার


১৪. ভারতের প্রথম মহাত্মা গান্ধী কনভেনশন যে দেশে চালু করা হয়—
নাইজেরিয়া
নেপাল
আমেরিকা
বাংলাদেশ


১৫. সহায়তার ক্ষেত্রে গম সংগ্রহের ক্ষেত্রে দেশের শীর্ষস্থানীয় রাজ্য হল—
গোয়া
কেরালা
অরুণাচল
মহারাষ্ট্র
🍂

ক্যুইজ ৫৭-এর উত্তর
১. আষাঢ়
২. আম্বালা
৩. আসাম
৪. মধ্যপ্রদেশ
৫. ২৯%
৬. জিতেন্দ্র সিং
৭. মুম্বাই
৮. ১০ শতাংশ
৯. গজেন্দ্র সিং শেখাবত
১০. ১০০
১১. ২০২৪
১২. অন্ধ্রপ্রদেশ
১৩. দ্বিতীয়
১৪. WAG12
১৫. মধ্যপ্রদেশ

Post a Comment

0 Comments