জ্বলদর্চি

ক্যুইজ-৬২/ সাগর মাহাত

ক্যুইজ-৬২/ সাগর মাহাত

১. ইনকাম টেক্স ডে কবে ?
২৪ জুলাই
২৫ জুলাই
২৬ জুলাই
২৭ জুলাই

২. রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম—
কালকূট
কালো ভ্রমর
আন্না কালী
কালপুরুষ


৩. ২০২৩ ক্রিকেট বিশ্বকাপ কোন দেশে আয়োজন করছে—
ইন্ডিয়া
আফ্রিকা
প্যারিস
জাপান


৪. ফেলুদা চরিত্রটি কার সৃষ্টি—
সত্যজিৎ রায়
শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
কামিনী রায়
সমরেশ বসু



৫. করিয়া>করে ধ্বনিপরিবর্তন—
অপিনিহিতি
অভিশ্রুতি
সমীভবন
দীর্ঘিভবন


৬. মাওলিলং গ্রামটি কোন রাজ্যে—
মেঘালয়
আসাম
মণিপুর
পশ্চিমবঙ্গ


৭. গোয়ার রাজধানী —
পানামা
গোয়াহাটি
রাঁচি
চন্ডীগড়

৮. কোন রাজ্যের দুটো জেলা—
গোয়া
মণিপুর
আসাম
মেঘালয়

৯. বেনারস হিন্দু ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা—
মদনমোহন মালব্য
বাল গঙ্গাধর তিলক
আশুতোষ মুখোপাধ্যায়
জহরলাল নেহরু


১০. বাকি ইতিহাস নাটকটি যার লেখা—
বাদল সরকার
মনোজ মিত্র
মোহিত চট্টোপাধ্যায়



১১. পাকিস্থানে অবস্থিত সতীপীঠটির নাম—
হিংলাজ
কামাখ্যা
কালীঘাট
তারাপীঠ


১২. পদ্মা নদীর মাঝি কার লেখা—
মানিক বন্দ্যোপাধ্যায়
মোহিত চট্টোপাধ্যায়
তারাশংকর বন্দ্যোপাধ্যায়
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

১৩. টুসু পরব কখন হয়—
সারা পৌষ মাস জুড়ে
সারা অঘ্রান মাস
সারা কার্তিক মাস
সারা চৈত্র মাস

১৪. সাইনা নেহওয়াল যে খেলার সঙ্গে যুক্ত—
ব্যাডমিন্টন
টেনিস
কোয়াশ
ক্রিকেট


১৫. ২০২৪ অলিম্পিক কোথায় হবে—
প্যারিস
ইন্ডিয়া 
জাপান
আমেরিকা

🍂

ক্যুইজ ৬১-এর উত্তর
১. They
২. মায়ানমার
৩. গুগল
৪. মেঘালয়
৫. ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর
৬. লতা মঙ্গেশকর
৭. চিন
৮. হিন্দি
৯. ভারত
১০. ফেসবুক
১১. আসাম
১২. ১০টি
১৩. নিউইয়র্ক
১৪. যক্ষা
১৫. আরোগ্য সেতু


Post a Comment

0 Comments