জ্বলদর্চি

আমাদের পেট /ভাস্করব্রত পতি

বাংলা প্যারোডি কবিতা, পর্ব -- ৩২

আমাদের পেট
ভাস্করব্রত পতি

অল্পেতে খুশি নয় আমাদের চুটকি! 
কাঁড়ি কাঁড়ি টাকাকড়ি, করে নাকি লুঠ কি? 
চাকরিতে চুপি চুপি কোটি কোটি বাগানো, 
ঘাস বালি মাটি আর কয়লাতে মাখানো। 
ভুরি ভুরি জালিয়াতি দুর্নীতি ভেট কি? 
চারিদিকে ইতিউতি দালালের চামচা, 
খদ্দের ধরতেই চাকরিতে খামচা;
লাখ লাখ টাকা ছাড়া পাস হবে টেট কি? 
মনে রেখো জালা পেট, 'খাওয়া' নয় বর্জন;
সভা মাঝে গলা ছেড়ে, চলে খুব গর্জন। 
খোঁজ নিও এরপরে ভরে তবু পেট কি? 

🍂



দামোদর শেঠ
রবীন্দ্রনাথ ঠাকুর

অল্পেতে খুশি হবে দামোদর শেঠ কি?
মুড়কির মোয়া চাই, চাই ভাজা ভেটকি।
আনবে কট্‌কি জুতো, মট্‌কিতে ঘি এনো,
জলপাইগুঁড়ি থেকে এনো কই জিয়োনো;
চাঁদনিতে পাওয়া যাবে বোয়ালের পেট কি?
চিনেবাজারের থেকে এনো তো করমচা,
কাঁকড়ার ডিম চাই, চাই যে গরম চা;
নাহয় খরচা হবে, মাথা হবে হেঁট কি।
মনে রেখো বড়ো মাপে করা চাই আয়োজন;
কলেবর খাটো নয়, তিন মন প্রায় ওজন।
খোঁজ নিয়ো ঝরিয়াতে জিলিপির রেট কী।।

আরও পড়ুন 
বিজ্ঞাপনের বিকল্প বিজ্ঞাপনই || ঋত্বিক ত্রিপাঠী 

Post a Comment

0 Comments