জ্বলদর্চি

প্রার্থনা সংগীতের আগে ও পরে /বিমান মৈত্র

প্রার্থনা সংগীতের আগে ও পরে 
বিমান মৈত্র 

১.

অতল
তোমার বিবস্ত্র মুখের ভেতর থেকে 
তোমার অগ্নিগোলকের অন্তঃসত্ত্বা থেকে 
তোমার খাদের কিনারা থেকে 
প্রথমে উঠে এলো প্রস্তাব 
তারপর তন্ডুল বোধ
তারপর সরঞ্জাম            
তারপর উঠে এলেন 
আমাদের মা
লহমায় এক খিদে থেকে আর এক খিদে
লহমায় আর এক খিদে থেকে আর এক খিদে
লহমায় খিদের আঁতুড়ঘর ভরে গেল 
সমুদ্র, মাটি ও পাহাড়ের অনন্ত দ্বিধায়

🍂

২.
স্মৃতি 
অনেকটা বমি উঠে আসার মতো
অনেকটা প্রেমের প্রসারনশীলতার মতো
অনেকটা পরিত্যক্ত ডাস্টবিনের মতো 
অ্যানিমিক       এবং         অ্যানিমিক 

প্রেমের 
জন্যও সমর্থ পাকস্থলী চাই 
তার আগে অভ্যন্তরে বৃষ্টি 
হলে যেন ভাত হজম হয় 
হলে যেন ভালোবাসা হয়
হলে যেন তীব্র দাম্পত্য হয়         
হলে মায়ের সন্তান যেন থাকে দুধে ভাতে।

Post a Comment

0 Comments