জ্বলদর্চি

উত্তর /ভাস্করব্রত পতি

বাংলা প্যারোডি কবিতা, পর্ব -- ৩৪
উত্তর
ভাস্করব্রত পতি

পাকিস্তান তুমি শত শত খুনি, পাঠায়েছ বারে বারে ভারতের সংসারে, 
'তাঁরা' ক'রে গেল 'নর নিধন যাগ', বললোনা 'ভালোবাসো'--
শুধু এ দেশের বুকে ভারতীয়দের নাশো।
'লস্কর' তাঁরা, 'তস্কর' তাঁরা, তবুও মোদের দ্বারে
ফাঁসির দড়িতে ঝুলানু আজিকে, একটি নমস্কারে।
আমি যে দেখেছি তোমাদের দেশে হিংসা দ্বন্দ্ব ছায়ে, 
ভরেছে নিঃসহায়ে, 
আমি যে দেখেছি -- খাদ্য চাওয়া জঠরের অপরাধে, 
শাসকের রোষে নির্বিচারে কাঁদে। 
আমি যে দেখিনু তরুণ যুবক বন্দুক নিয়ে ছুটে
পাগলের মতো ভারতে ঢুকে, জান প্রাণ সব কুটে।
তব দেশ জুড়ে জঙ্গি আজিকে, মানবিকতা হারা;
অন্তরাত্মায় কারা! 
রুদ্ধ করেছে জনতার ভাষা, সন্ত্রাসবাদের তলে, 
তাই তো মানুষ ভাসছে অশ্রুজলে --
যাহারা তোমার ভাঙিয়াছে শির, মুছিয়াছে সব আলো
তুমি তো তাঁদের 'খাতির' করিয়াছো, তুমি তো বেসেছো ভালো।

🍂

প্রশ্ন
রবীন্দ্রনাথ ঠাকুর

ভগবান, তুমি যুগে যুগে দূত, পাঠায়েছ বারে বারে
দয়াহীন সংসারে,
তারা বলে গেল, 'ক্ষমা করো সবে’, বলে গেল 'ভালোবাসো'–
'অন্তর হতে বিদ্বেষবিষ নাশো’।
বরণীয় তারা, স্মরণীয় তারা, তবুও বাহির দ্বারে
আজি দুর্দিনে ফিরানু তাদের ব্যর্থ নমস্কারে।
আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রিছায়ে
হেনেছে নিঃসহায়ে,
আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে
বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে
আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে
কী যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে।
কণ্ঠ আমার রুদ্ধ আজিকে, বাঁশি সংগীতহারা,
অমাবস্যার কারা! 
লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে,
তাই তো তোমায় শুধাই অশ্রুজলে–
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো।

Post a Comment

0 Comments