জ্বলদর্চি

ক্যুইজ-৭০/ সাগর মাহাত

ক্যুইজ-৭০/ সাগর মাহাত

১. যে উদ্ভিদে 'রেসারপিন' পাওয়া যায়—
সর্পগন্ধা
তামাক
চা
সিঙ্কোনা

২. যে আবরণ দ্বারা বৃক্ক আবদ্ধ থাকে—
ক্যাপসুল
ব্যায়ম
কশেরুকা
কোনোটাই নয়

৩. ডাটুরিন নামক উপক্ষার মেলে যে গাছে—
চা
আম
ধুতরো
আফিং


৪. মরফিন যে কাজে ব্যবহার হয়—
ম্যালেরিয়া রোগের উপশমে
হাঁপানি রোগের উপশমে
যন্ত্রণা উপশমে
মানসিক অবসাদ দূর করতে

৫. সিঙ্কোনা গাছের ছাল থেকে যা মেলে—
থিইন
মরফিন
রেসারপিন
কুইনাইন

৬. গাঁদ যে কাজে ব্যবহার হয়—
আঠা হিসেবে
দেয়াল রং করতে
বই বাঁধাই
সবগুলো

৭. রজন ব্যবহার হয়—
বার্নিশ শিল্পে
প্রসাধন শিল্পে
ওষুধ শিল্পে
সবগুলো

৮. পত্রমোচনের দ্বারা রেচন পদার্থ ত্যাগ করে এমন একটি উদ্ভিদ হল—
আমড়া
পেয়ারা
লেবু
পাইন

৯. বল্কল দ্বারা রেচন পদার্থ ত্যাগ করে এমন একটি উদ্ভিদ হল—
আম
পেয়ারা
বাঁশ
লেবু

১০. উদ্ভিদের চলন যত প্রকার—
৪ প্রকার
৩ প্রকার
৫ প্রকার
২ প্রকার

১১. সিটা যে প্রাণীর গমন অঙ্গ—
মানুষ
কেঁচো
জোঁক
মশা

১২. ক্ষণপদ যে প্রাণীর গমন অঙ্গ—
জোঁক
এমিবা
কেঁচো
ফিতাকৃমি

১৩. কেঁচোর গমনকে বলা হয়—
ক্রিপিং
ক্ষণপদীগমন
দ্বিপদীগমন
কোনোটাই নয়

১৪. শামুকের গমন অঙ্গ—
মাংসলপদ
নালিপদ
কর্ষিকা
ফ্লিপার


১৫. নালিপদ যে প্রাণীর গমন অঙ্গ—
তারামাছ
বাদুড়
তিমি
ইউগ্লিনা
🍂

ক্যুইজ ৬৯-এর উত্তর
১. করম
২. সুন্দরবন
৩. পুরুলিয়া
৪. বিয়োজক
৫. সিংহ
৬. ভ্যারিঅলা
৭. এহরেন বার্গ
৮. অক্সেইন
৯. ত্বক
১০. পার্শ্বরেখা
১১. লঘুমস্তিষ্ক
১২. ক ও খ
১৩. ৩১ জোড়া
১৪. ৩টি
১৫. ভারত

Post a Comment

0 Comments