জ্বলদর্চি

সুন্দর মন আহা/ভাস্করব্রত পতি

বাংলা প্যারোডি কবিতা, পর্ব -- ৪৪

সুন্দর মন আহা

ভাস্করব্রত পতি

বুকভরা ভালোবাসা, প্রীতি অগণন, 
সুন্দর মন আহা সুন্দর মন। 

রাশি রাশি হাসিমাখা উড্ডীন পাল, 
লোভ ক্ষোভ শোক আর দ্বন্দ্বের ঢাল। 
শিমূলে পলাশে মাখা দেবদারু ছন, 
সুন্দর মন আহা সুন্দর মন। 

রঙ হোক রাগহীন, শাপলার দল
সবায় আপন করে নিয়ে খুশি ঢল। 
বৈরীতা দূরে যাক, থাক শুধু পণ, 
সুন্দর মন আহা সুন্দর মন। 

যাক দূরে সরে যাক দ্বেষের টাওয়ার
পথ দ্যাখো এইবেলা পালিয়ে যাওয়ার। 
প্রীতিময় বুক হোক জীবনের ধন, 
সুন্দর মন আহা সুন্দর মন। 

বুকমাঝে জমা থাক আদরের ঝাঁক, 
ভেঙে হোক খানখান হিংসার চাক।
হৃদয়েতে টান দিক খুশি প্রজনন, 
সুন্দর মন আহা সুন্দর মন। 

আলোময় হয়ে থাক যাতনার গাছ, 
হিয়ামাঝে খেলে যাক সাগরের মাছ। 
এই বুকে সকলের মিঠে আয়োজন, 
সুন্দর মন আহা সুন্দর মন। 

🍂

সুন্দরবন আহা 

সালেম সুলেরী

পাড়া গড়ে বৃক্ষেরা, খাড়া অগণন,
সুন্দরবন আহা সুন্দরবন।

পাখিদের, প্রাণিদের, পশুদের পাল,
জলাভূমি মাছেদের, সাগরের ঢাল।
সবুজের সমারোহ, গোলপাতা ছন,
সুন্দরবন আহা সুন্দরবন।
 
বাঘেদের হাঁক ডাক, হরিণের দল, 
ম্যানগ্রোভে মানুষের ভ্রামণিক ঢল। 
শ্বাসে শ্বাসে শুদ্ধতা, রক্ষার পণ,
সুন্দরবন আহা সুন্দরবন।

মুখরিত মধু চাষ, উচুঁতে টাওয়ার,
নদীপথ গতিপথ আসা ও যাওয়ার।
বিশ্বকে দেখাবার প্রকৃতির ধন, 
সুন্দরবন আহা সুন্দরবন।

রয়েল বেঙ্গল বাঘ, কুমিরের ঝাঁক, 
পৃথিবীর বিখ্যাত মৌমাছি চাক।
রপ্তানি খাত খোঁজে জাত প্রজনন,
সুন্দরবন আহা সুন্দরবন।

ফলজ’র পাশাপাশি ঔষধি গাছ,
কাদায় লুকিয়ে বাঁচে নানাপদী মাছ।
প্রাণ মন ছুঁয়ে থাকা পাকা আয়োজন,
সুন্দরবন আহা সুন্দরবন।

Post a Comment

0 Comments