জ্বলদর্চি

গুচ্ছ কবিতা -২/রূপকুমার কর্মকার

গুচ্ছ কবিতা -২
রূপকুমার কর্মকার

শূন্য 

শূন্যের ভেতর দিয়ে যাই...
ক্রমশ  গলা শুকিয়ে আসতে থাকে আমার
ও তার সমস্ত শক্তি দিয়ে চেপে ধরে আমার তীব্র কন্ঠ
ওর উদগ্র লেলিহান শিখায় আমাকে জ্বালায়.. পোড়ায় ...রিক্ত  করে বারবার....

তখন আমার রক্তিম চোখ যেন জ্বলন্ত অগ্নিশিখা
তখন আমার বুকে শক্ত মেঝের উপর নির্মেদ শীতল পাটির ব্যকুল তৃষ্ণা

শূন্যের ভেতর দিয়ে যাই...
আগুনের ভেতর দিয়ে যাই...
ক্রমশ নামতে থাকি নিচে ... নিচেরও নিচে ....অতলে...
আগ্রাসী আগুন ক্রমশ এগিয়ে আসতে থাকতে থাকে আমার দিকে
আমি বাঁচার জন্য ছিটকে পরি এ মেঝে.... ও মেঝে....
প্রাণপনে লাথি মারতে থাকি বন্ধ দরজার উপর
অসহ্য যন্ত্রণার তীব্র গোঙানিতে কেঁপে ওঠে আকাশ বাতাস .…

তারপর একদিন 
কোনো   শান্ত এক দিনে 
মায়া হয় ওর!
ভাব হয়....ঋণী হই আমি

আমাকে ভরিয়ে দেয় শূন্যের পর শূন্য....
অন্ধকারের অতল থেকে তুলেআনা  এক মন্ত্র   শেখায়....

তারপর আমি 
অবলিলায় ওই  শূন্যের বাঁদিকে একটা মনের মত সংখ্যা বসিয়ে দেই


জন্ম দাগ

ছড়িয়ে যত স্মৃতির ধুলোবালি
তাতেও আমি তোমার কাছে ঋণী
ধুলোর মাঝে আছড়ে পড়া ঢেউ
ঝাপসা চোখে দুরন্ত ফাল্গুনী

চৈতালি দিনে পল্লবী প্রেমগাঁথা
বুকের ভেতর বাজতে থাকা গান
তোমার যা তা সবই ভালো লাগায়
আহা ..শিমুল পলাশ পাপড়ি ঝরা স্নান

ক্লান্ত মাঝির শেষের পারাপার
নদীর ঘাটে বাড়ি ফেরার তাড়া
আমরা তখন নিঃশ্বাসে নিঃশ্বাস
আমরা তখন বাঁধন -আত্মহারা

কি করে ভুলি রঙিন গোধূলি বেলা
পা ডুবিয়ে জ্যোৎস্না নদী জল
নতুন নতুন ছুঁয়ে দেখা উৎসব
দুরু দুরু বুকে ছুঁতে চাওয়া বুনোফল

বুঝিনি কেন এমন মৌন হলে
পাল্টে দিয়ে সমগ্র  ভূ -ভাগ
ওসব স্মৃতি নাহয় বা  ভুলে গেলাম
কি করে ভুলি তোমার জন্ম দাগ?

🍂

পালক

তুমি ডানা ঝাঁপটালে মুক্ত ঝরে পড়ে
তোমার ঠোঁটে গুজে রাখা অদৃশ্য স্বপ্ন
তোমার বুকে নিষিদ্ধ মখমলের সুবাস

ডানায় ভর করে আকাশে উড়তে পারো নিমিশেই
ডানায় ভর করে ভেসে থাকতে পারো নিজের খেয়ালে

একবার আমিও উড়তে চেষ্টা করেছিলাম আমার সমস্ত সত্তা দিয়ে

দেখলাম ইস্পাতের মত ভারী আমার ডানা
... পালক গজায়নি 
তখনও আমার বুকে স্পর্ধার আগুন
তখনও আমার চোখে উত্তাল সমুদ্র ঝড়

যখন তুমি হালকা রুমালের মত ভাসতে ভাসতে নামতে থাকো
তখন তোমার চিবুকের তিল আমার মাথায় এলোমেলো করে দেয়........

আমি জানি 
একদিন আমার পালক জন্ম হবেই
... পাখি জন্মও
পুরো আকাশটা তখন আমার....
আর তখন তুমি মেঘের আড়াল থেকে বলবে 

কবি..... তুমি বড্ড দেরি করে ফেলেছ

Post a Comment

2 Comments

  1. রুপকুমারের কবিতা দারুন লাগলো

    ReplyDelete
  2. ধন্যবাদ

    ReplyDelete