জ্বলদর্চি

অরিজিৎ ভট্টাচার্য্য ও অনিন্দিতা শাসমল-র কবিতা

অরিজিৎ ভট্টাচার্য্য ও অনিন্দিতা শাসমল-র কবিতা 

তবুও হেঁটে বেড়ানো
অরিজিৎ ভট্টাচার্য্য 

এই যে ব‍্যস্ত সকাল
       বিষাক্ত লোভী জীবন
রহস‍্য মোড়া 
    সকাল-দুপুর গড়িয়ে সন্ধ্যে
শোকতপ্ত মুখ চর্তুদিক
    তবুও হেঁটে বেড়ানো 
               ব‍্যস্ত যানচলাচল।

🍂


শরৎ মানেই
অনিন্দিতা শাসমল 

বর্ষাশেষের সবুজ বনে
সোনা রোদকেই পাগল‌‌ ডাকি
শরৎ ছোঁয়া নীল আকাশের 
মিষ্টি একটা ছবি আঁকি

ছোট্টোবেলার পিছু ডাকে
মিষ্টি আদর বাবা-মা'র
সঞ্চয়িতা-সঞ্চিতা-সুকান্ত
জন্মদিনের উপহার...

শরৎ এলেই শিউলি-সুবাস
নদীর ধারের মৃদু হাওয়া
ঢেউ খেলানো কাশের মাথায়
অবাক দৃষ্টি থমকে যাওয়া

ঘুমজড়ানো ভোরের বেলায়
রেডিওতে আগমনী সুর
শরৎ মানেই আনন্দগান
উথালপাথাল হৃদয়পুর।
সংগ্রহ করতে পারেন। হোয়াটসঅ্যাপ -৯৭৩২৫৩৪৪৮৪


Post a Comment

0 Comments