তমাল লাহা ও মলয় সরকার-এর কবিতা
ডোম
তমাল লাহা
দেখেছ ; তবুও যেন নিশ্চিত দেখনি ; এমনই অদ্ভুত চোখ
পাথরের, অকুল পাথারে শূন্য, বাহ্য অবাস্তব !
অবান্তর মৃত তুমি আগেও তুলেছ ; কাঁধে কই
দুর্বলতা ! কখনও নেশার ঘোরে রাস্তা ভুলেছ ?
তাহলে পায়ের দোষ, কিংবা পথের।
হয়তো বা বয়সেরই বিড়ম্বনা হবে ;
অথবা অকালে কোনো পরিতাপ পাপ হয়ে এল বলে
মিথ্যেই তুমি আজ নিজেকে সঁপেই দিলে স্নায়ুর কবলে।
স্নায়ু বুঝি শীতঘুমে ছিল, একদিন সাপ হয়ে
অমৃতের খালি পাত্রে তোমাকে সে বিষ দেবে বলে
নির্ধারিত বিমূর্ত ছোবলে ?
মরে যাবে ; মরে যাও বার বার তুমি ;
তবুও বারংবার মৃত্যু তুমি হাতে করে তুলে নিয়ে,
বয়ে নিয়ে কোথায় লুকোও রোজ ? কেন ?
প্রাসাদে ওদের খুব কৌতূহল, জানো,
অতিশয় ঘোরতর গূঢ় সন্দেহও।
তবু ইতিহাস লেখা হবে তুচ্ছ মতো, দেখো ঠিক,
একদিন, নিশ্চিত, রক্তগাঙ্গেয়।
🍂
কবিতা নাকি বৃষ্টির জল
মলয় সরকার
কবিতা নাকি বৃষ্টির জল! আপনি আসে,
আর কিছু তো হোক বা না হোক, শহর ভাসে।
কবিতা নাকি মরসুমী ফু্ল, আপনি ফোটে-
যখন ফোটে ঠাঁই মেলে না, ভুঁয়েই লোটে।
কবিতা নাকি রাস্তার কল, আপনি ঝরে,
চাও বা না চাও যখন তখন আপনি পড়ে।
বাজার যখন আগুন ঝরা, অনেক দামী,
কবিতার কি মূল্য আছে ভাবছি আমি-
অনেক ভেবে মিলল আমার যে উত্তর-
কবিতা আছে হৃদপিণ্ডে বুকের ভিতর।
বাঁচা বা মরা সব কিছু তো তাকেই ঘিরে,
জেগেই থাকে দিন রাত্তির হাজার ভিড়ে।
0 Comments