জ্বলদর্চি

বিমান মৈত্র ও প্রসূন কাঞ্জিলাল-এর কবিতা

বিমান মৈত্র ও প্রসূন কাঞ্জিলাল-এর কবিতা 

উৎসব ১৪৩০
বিমান মৈত্র 

কলাপাতা শাড়ি আর ব্লাউজের 
খসখসে কাজিয়ায় তুমি ব্যস্ত 
আজ বাদ কাল মহালয়ার মহড়া 

ধর্ষিতাদের কার্নিভাল গর্বে আমাদের 
বুক ফেটে যায় তবু যাই তুমি আছ জেনে 

আমার কোন তাড়া নেই 
কয়েনের দুদিকেই এখন 
ল্যাজা-মুড়ো এক হয়ে গেছে 


সজনে খালি পৌঁছানোর আগেই 
মনিপুরী বাতাসের অক্সিজেন ফুরিয়ে যায়।

🍂

জঙ্গম
প্রসূন কাঞ্জিলাল

রথের চাকাটি তার টেনে তুলে,
রথকে এগিয়ে দিলাম রাজপথে।
দিগ্বিজয় সেরে এসে, সে বলে
   - 'পথ থেকে সরো'।
জানি এখন  পথ ও রথ
সবই তার বশে।
      আমি পথিক,
   নগ্ন পায়ে হেঁটে যাই দূর থেকে দূরে।
আবারো পথ মাঝে
কোনো অসহায় রথের চাকার কাদা
হাতে মাখবো হয়তো ।
ঈশ্বর সেই ইচ্ছেই দিন , 
করুনা চাইনি কোনোদিন।
পিঠে থাকুক চাবুকের দাগ
কিংবা সাবাসের চাপড়।
 নেবো না আজ কিছুই বুকে।
প্রভুত্ব,কতৃত্ব বা কৃতিত্ব নয়, হবো বোহেমিয়ান।
পথই হোক পাথেয়।।

সংগ্রহ করতে পারেন। হোয়াটসঅ্যাপ -৯৭৩২৫৩৪৪৮৪

Post a Comment

0 Comments