ক্যুইজ-৭৬/ সাগর মাহাত
১. সেলুলার জেল অবস্থিত—
মুম্বাই
কলকাতা
আন্দামান নিকোবর
দিল্লি
২. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানিরা যে অঞ্চলটি দখল করেছিল—
আন্দামান নিকোবর
আগ্রা
কলকাতা
মনিপুর
৩. সরিস্কা বন্যপ্রাণী অরণ্য অবস্থিত—
আসাম
মনিপুর
গোয়া
রাজস্থান
৪. গান্ধীনগর যে নদীর তীরে অবস্থিত—
সবরমতী
ব্রহ্মপুত্র
গঙ্গা
সিন্ধু
৫. ঝাড়খণ্ডের রাজধানী—
রাঁচি
পাটনা
আগরতলা
ভুবনেশ্বর
৬. সাত পাহাড়ের শহর বলা হয়—
সিমলা
রোম
হরিদ্বার
পুনে
৭. ভারতের বৃহত্তম শহর—
মুম্বাই
কলকাতা
এলাহাবাদ
হরিয়ানা
৮. হৃষিকেশ স্টেশনটি রে রাজ্যে—
বিহার
উত্তরাখণ্ড
উত্তরপ্রদেশ
মধ্যপ্রদেশ
৯. 'আলো ও ছায়া' কাব্যগ্রন্থটির রচয়িতা—
কামিনী রায়
জীবনানন্দ দাশ
রবীন্দ্রনাথ ঠাকুর
সুনীল গঙ্গোপাধ্যায়
১০. ঘাটশিলা যে রাজ্যে—
পশ্চিমবঙ্গ
বিহার
ঝাড়খণ্ড
ছত্রিশগড়
🍂
ক্যুইজ ৭৫-এর উত্তর
১. রাসসুন্দরী দেবী
২. পুরুলিয়া
৩. বাঁদনা
৪. ঝাড়গ্রাম
৫. মেঘালয়
৬. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
৭. বাঁকুড়া
৮. পুরুলিয়া
৯. সত্যজিৎ রায়
১০. ডুলুং
 
 
 
 
 
 
 
0 Comments