জ্বলদর্চি

আমার অনুভূতিরা - পর্ব ৬ /সুবর্ণা নাগ

আমার অনুভূতিরা - পর্ব ৬

সুবর্ণা নাগ


অসমতা

কান্নার যোগফলকে প্রত্যাশা
  দিয়ে ভাগ করবার পর, 
ইচ্ছের সাথে কৌনিক গুন করে
অজ্ঞাত এক্সের মান যদি
অসংজ্ঞায়িত হয়, 
অদৃষ্টের দোষ দিয়ে এগিয়ে
  যাওয়াই সহজ কাজ। 
 এ অংক সহজ নয়।
সমীকরণ মেলাতে কাল ঘাম ছুটে যায়। 
অসমতাই যেখানে প্রকট, 
 নিরন্তর সমতা বিধানের চেষ্টা সেখানে নিরর্থক। 

তবু ক্যালকুলাসের লিমিটে 
শূন্য থেকে অসীমেও 
উত্তর মেলে, 
যদি, যদি সূত্র জানা থাকে। 
 অংক তখন সহজ হয়।
কে না জানে, 
সহজ কিন্তু সহজ নয়।



অনুরোধ-অবরোধ

এ শহর আমায় থামিয়ে দেয়-
ফুটপাতে হাঁটা মানা,
ভিখারির বুকে উল্কি আঁকা
স্বপ্ন ষোলো আনা। 
তুমি সুখী হলে পাহাড়ে যাও
আমিও নাচি খালি পায়,
তুমি গঙ্গা নদী অঙ্গে ধরো
আবদারে দাও সায়।
আমি তবু রুক্ষ বুকের
শুষ্কতাকেই চাই,
হায়রোগ্লিফের হরফে যেন 
নামটা খুঁজে পাই।
কবিতা হারায় কথার ভাঁজে,
অলি গলি অবরুদ্ধ,
সময় এখনো সৈন্য বাহিনী
ঘটনারা করে যুদ্ধ।
তুমিও পথিক ভিড়ের মাঝে
চশমা ভেজে ঘামে,
ছাতার তলায় শুকনো দুচোখ 
বৃষ্টি যখন নামে।
তবু আছি, তুমিও থেকো
নীরব জনস্রোতে,
মরুভূমির একলা বুকে
কেউ কি চারা পোঁতে?

বিকল্প

তোমার ব্যবসায় বেচাকেনা চলে, 
আমি ভাবতাম দান-খয়রাত। 
লোভ ,লাভ ,লোকসানে
কাটে দিন আর যায় রাত। 
আমি বড় বাধ্য প্রতিবেশী
উঠোন দিয়েছি ছেড়ে, 
দেখো তোমার রানীর পায়ে 
রাজ্য আছে পড়ে। 
বাজারে কত জনসমাগম
সাজিয়েছ তাই পসরা। 
সামর্থ্যে আমি পিছিয়ে আছি 
কিনে নেবে কোনো 'দুসরা'।


তবুও বিশ্বাসী

কাঁটাতার দিয়ে মুড়িয়ে রাখা মন,
যদি কোনো অনুপ্রবেশ ঘটে যায়, 
বিধি নিষেধ ভাঙার প্রবণতায়
এক এক জন , অন্য হয়ে যায়।

এগিয়ে যেতে হলে, অন্যকে পিছু টানা,
উজ্জ্বল হতে গিয়ে, আঁধার ডেকে আনা,
কিম্বা, বিশ্বাসকে ফুৎকারে উড়িয়ে দিয়ে
মানুষের আজ ' মানুষ ' হতে মানা।

মনের ভেতর হিংসে উনুন জ্বালিয়ে, 
লুকিয়ে রাখে মানবিকতার ছাই, 
আমি তবু আজও বড্ড credulous
গিরগিটিদের ভিড়ে মানুষ খুঁজে যাই ।।


জল

কিছু ভেস্তে গেলে বলি, 
পুরো জল ঢেলে দিলে, 
কিম্বা হিসেবে গরমিল মানেই
তাতে জল মেশানো আছে।
বহু রাগ দেখেছি , একটু আদরেই   
গলে জল হয়ে যায়,
বা অনভিজ্ঞতার জেরে 
কত টাকা জলেই চলে গেছে।

বৃথা পরিশ্রম আসলে 
সবটাই জলাঞ্জলি, 
নেশাতুর মাতাল বন্দী হয়
লাল জলের কাছে।
জল, জীবনের আরেক নাম
তৃষিতের প্রাণ বারি, 
খবরের কাগজে আজ 
জলে ডুবে মৃতের খবর আছে।

রং হীন জলে ভেসে যায়,
রঙিন জলযান, 
জলো হয়ে যায় সম্পর্ক 
পদ্ম পাতায় জলের মতো।
জল মানে তো বহতা নদী
সময় স্রোতের ধারা, 
চোখের জল আজও ভাষাহীন 
তবু মুছে যায় কত ক্ষত!

Post a Comment

0 Comments