জ্বলদর্চি

ক্যুইজ-৮৪/ সাগর মাহাত

ক্যুইজ-৮৪/ সাগর মাহাত

১. 'টাইগার ম্যান অফ ইন্ডিয়া'— বলা হয়—
কৈলাস শাংখলা
হরিমোহন চৌধুরী
শিবাজি চক্রবর্তী
রাহুল দাস

২. "সমাজে দুর্নীতি বেড়ে গেলে ধর্মচর্চা বেড়ে যায়"- কথাটা বলেন—
হুমায়ুন আজাদ
রবীন্দ্রনাথ ঠাকুর
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
সমরেশ বসু

৩. মরাঠি ভাষা যে ভাষা পরিবারের অন্তর্গত—
আর্য
ইন্দো ইউরোপীয়
ককেশীয়
চীনা তিব্বতী

৪. বীর বুধু ভগতের জন্ম—
১৭ ফেব্রুয়ারি ১৭৯২ সালে
১৮ মার্চ ১৭৯৩ সাল
২০ জানুয়ারি ১৮০০ সাল
২৪ আগস্ট ১৮৯৫

৫. বীর বুধু ভগত যে বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন—
সাঁওতাল
কোল
মুণ্ডা
হো


৬. বীর বুধু ভগতের মৃত্যু হয়—
১৩ ফেব্রুয়ারি ১৮৩২
১২ জুন ১৮৯৯
১৫ মার্চ ১৮৯৫
১৬ এপ্রিল ১৮৮০

৭. ঝাড়খণ্ডের রাজধানী—
জামশেদপুর
রাঁচি
ধানবাদ
গোমো

৮. পত্রাতু ভ্যালি রয়েছে—
পুরুলিয়া
রাঁচি
ধানবাদ
টাটা

৯. পুরুলিয়ার বলরামপুরের আগের নাম ছিল—
হিন্দোলপুর
বরাভূম
মানভূম
শিখরভূম


১০. সাধু রামচাঁদ মুর্মু ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়—
২০১৭ সালে
২০১৮ সালে
২০১৬ সালে
২০১৯ সালে

ক্যুইজ ৮৩-এর উত্তর
১. ২৩ শে সেপ্টেম্বর ১৯২৩
২. বড়দাহ
৩. মহেন্দ্র মাহাতো
৪. ১৯৭২ সালে
৫. শিবু সরেন
৬. বিনোদ বিহারি মাহাতো
৭. ১৮ ডিসেম্বর ১৯৯১
৮. বিনোদ বিহারি মাহাতো
৯. ২০০০ সাল
১০. শিবু সরেন

Post a Comment

0 Comments