জ্বলদর্চি

এলোমেলো -৪ /মলয় জানা

এলোমেলো -৪
মলয় জানা 


১.

রাগতে সবার  ইচ্ছে করে,
ভাঙানোর কেউ থাকলে তবে।
তা না হলে??
রাগটা কেবল বেড়েই চলে।
রাগের জন্য রাগ হয় খুব,
একলা হওয়ার রাগ তখন।

দুঃখটা কেউ শখ করে  না,
ইচ্ছে সুখে তবুও কাঁদি।
একটি নরম হাতের ছোঁয়া,
সবাই মনে আশা করে। 
তা না হলে?
চোখের জলটাই দুঃখ দেয়।

স্বপ্ন দেখার শখ তো সবার,
ইচ্ছে সুখে গল্প গড়ে,
স্বপ্ন বলেই এড়াতে চায়।
তবুও যদি দেখা না মেলে, 
 স্বপন ভাঙার কষ্ট পায়।।

একলা আসি একলাই যাই,
মুখেও বলি, মানিও তা।
তবুও মনে একলা হলে,
ভালোবাসার হাত না পেলে,
মনের পরশ মন না পেলে,
তোমার জন্য কষ্ট হয়।।

২.

রাত গাঢ় হলে,
অপূর্ণ ইচ্ছে গুলো 
পেঁচাদের মতো
ডানা মেলে ভাসে।

রাত গাঢ়, গাঢ়তর হয়,
তারাও আকাশ জুড়ে 
ডানা ঝাপটায়।
ভেঙে যাওয়া স্বপ্নেরা 
সকালের আলো চায়।।

৩.

লেখ কেন এমনতরো??? 
মিলের কোন পাত্তা নেই,
ভালো কোন শব্দ নেই,
জমাট কোন ভাব নেই,
এগুলো তো ছড়া ও নয়,
দুঃখ দুঃখ কথা শুধু।
পদ্য লেখো???
কেমন যেন লেখা তোমার!!!
দুই চরণে যদিও মিল,
চার চরণে হঠাৎ ছাড়া।

দেখো না ওদের
কেমন লেখে!!!!
মিল মিলিয়ে,
ভাব জমিয়ে, 
জমপেশ সব শব্দ দিয়ে!!
তেমন তোমার মুরোদ নেই,
তুমি একটি আস্ত গাধা!!!

--- মেনে নিলাম,
সত্যি গাধা।
একটি কথা বলি শোন।
মিল মেলানোর অনেক বাধা। 
কাশীদাসের কথাই ধর,
"মান" এর সাথে " বান" মেলালেন,
বলতে চাওয়া অনেক কথা
রয়ে গেল মনের মাঝে।
মিল মিলল, মন রইল 
একা হয়ে।
বুকের জ্বালা রইল বুকে,
মিল মিলল কাব্য হোল।

----- কষ্ট ছাড়া কাব্য কি হয়???
কাব্য মানেই কষ্ট গাথা। 
ঠিক কথা??

----- এক্কেবারে। 
এক্কেবারে ঠিক।
কাব্য জুড়ে মিল খুঁজেছ,
জীবনে কোথাও মিল পেয়েছ??
এই দেখো না তোমার সাথে,
তোমার সাথে মিলন হবে, 
এটা তো প্রায় ঠিকই ছিল। 
আমার জীবন আমি জানি,
তোমার ও মিল মানি না,
জানতে চেয়ে তোমার ও আর
ভেজা চোখটি দেখব না।

---- কোথাও তুমি মিল দেখো নি??
কোত্থাও না????

---- দেখেছি তো!
দূর সাগরে মেঘের মিলন,
দু চোখ ভরে দেখেছি তো!! 
তোমার সাথে তাহার মিলন,
তাও দেখেছি দুচোখ ভরে।
আর শুনবে??
---- থাক সে কথা।
---- সেটাই বলো।
---  তবুও জানো তোমার লেখায়
কেন যে মন মিল খোজে!!!!
---- জীবন যাহার অমিল ভরা,
তার লেখাতে মিল খোজো!!!
অমাবস্যার নিশুত রাতে
জোছনা চানের স্বপন দেখো!!!!

---- আচ্ছা ছাড়, 
এবার বলো,
জমাট ভাবটা নেই কেন???
----- চেয়েছিলা হাতের ছোয়া,
" না না" বলে সরিয়ে ছিলে,
মনে আছে???
ভাবগুলোকে ধরতে গেলে,
তেমন করেই সরিয়ে দেয়।
বুকের মাঝে ধরতে যাব,
তখনি দেখি উধাও সব।।

---- ঘাট হয়েছে জিগেস করা,
যেমন খুশি থাক তুমি।
----  এক্কেবারে!!
গুছিয়ে থাক সুখে থাক।
আমায় দেখে মেপে নেবে,
কত্তখানি সুখে আছ।।

Post a Comment

0 Comments