জ্বলদর্চি

গুচ্ছ কবিতা / বিশাখা সেনগুপ্ত

গুচ্ছ কবিতা 
বিশাখা সেনগুপ্ত 

স্বপ্ন 

একটা,দু'টো অসংখ্য 
স্বপ্নের বীজ বুনেছিলে, 
কাপাস তুলোর মতো
উড়ে যাচ্ছে সেই সব স্বপ্ন
তুমি অগ্রাহ্য করেছো তখন। 
এক গুচ্ছ আশা বুকে নিয়ে
পরিপাটি করে সাজিয়েছো সংসার, 
তারপর একটু একটু করে
নিজেকে হারিয়ে ফেলেছো 
বুঝেও তুমি নিরূপায়।
কিন্ত, যখন আকাশ জুড়ে
মেঘের ঘনঘটা;আর
অঝোর ধারায় নামে বৃষ্টি,
সংসারী খুঁটিনাটি তুচ্ছ করে
বারান্দায় এসে দাঁড়াও তুমি,
বিদ্যুত চমকের মতো 
খুঁজে পাও নিজেকে
তখন, কাপাস তুলোর মতো স্বপ্নেরা 
ঘিরে ধরে তোমায়।


লেখার চেষ্টা

বন্ধু যখন ভালোবেসে
লিখতে বলে আমায়,
কলমখানা বাগিয়ে বসি
কার সাধ্য থামায়!

কাজকম্ম শিকেয় তুলে
যেই না বসি লিখতে,
কাব্য টাব্য পালিয়ে গেল 
আর পারি না ধরতে।

অবাধ্য সব শব্দগুলো
সাজিয়ে গুছিয়ে রাখি,
এলোমেলো ভাবনা চিন্তায় 
নিজেই ডুবে থাকি।

অনেক কষ্টে খেটেখুটে 
একটা কিছু লিখি,
বড়ো কবি নই যে আমি
লিখতে লিখতে শিখি।

আরও পড়ুন 👇
🍂

শান্তিনিকেতন 

খোয়াইয়ের ধারে
সোনাঝুরির হাট বসে,
রাঙামাটির বুকে
বাউলের একতারার সুরে
ইউক্যালিপটাসের গন্ধ মিশে যায়।
সাঁওতাল রমনীর নাচের তালে
শরীর আন্দোলিত হয় অজান্তেই। 
জমে ওঠে মেলাপ্রাঙ্গন।
মরচেপড়া অনুভূতিরা
প্রাণ খুলে হাসে,
বসন্তের পদধ্বনি শোনা যায়,
জানি,ফুটবে এবার শিমুল  পলাশ 
ঝিরঝির বাতাসে 
খুশির গন্ধে মাতোয়ারা মন;
'রবি ঠাকুর'--তোমার সঙ্গে জড়িয়ে থাকি আজীবন 
সুখে থাক তোমার শান্তিনিকেতন। 

    
জীবন যাপন 

তোমার সঙ্গে দেখা হল,
দিনক্ষণ নেই তো মনে
বছর কয়েক পরে দেখি,
তোমার ঘরে তোমার সাথেই 
আছি আমি,
ও ঘর তখন আমারও যে,
প্রথম প্রথম সবই ভালো
যেমনটি হয় স্বপ্নমাখা মায়াবী দিন;
তারপরেতে দায় দায়িত্ব বাড়লো অনেক, 
নতুন করে শিখতে হল অনেক কিছুই। 

সময় নদীর স্রোতের মতো
সত্যি বলে মানি,
এখন আমি মাঝে মাঝে
ঝগড়া করি খোস মেজাজে
ভাব করতেও হয় না দেরী
এমনি করেই চলছে তো ভাই 
নিত্য দিনের কর্মশালা,
আজও আমি তুলছি যে ফুল 
গাঁথবো বলে নতুন দিনের গল্পমালা।

Post a Comment

0 Comments