ক্যুইজ-৮৩/ সাগর মাহাত
১. বিনোদ বিহারি মাহাতোর জন্ম—
২৩ সেপ্টেম্বর ১৯২৩
২৪ সেপ্টেম্বর ১৯২৩
২৫ সেপ্টেম্বর ১৯২৪
২০ সেপ্টেম্বর ১৯২০
২. বিনোদ বিহারি মাহাতোর জন্ম যে গ্রামে—
বড়দাহ
বেগুনকোদর
সিলি
মালডি
৩. বিনোদ বিহারি মাহাতোর পিতার নাম—
মহেন্দ্র মাহাতো
সুনীল মাহাতো
রাম মাহাতো
জগু মাহাতো
৪. বিনোদ বিহারি মাহাতো JMM গঠন করেন—
১৯৭২ সালে
১৯৭৩ সালে
১৯৭৪ সালে
১৯৫৬ সালে
৫. ১৯৭৩ সালে JMM এর সম্পাদক ছিলেন—
শিবু সরেন
মনিকা সরেন
সুনীল মাহাতো
হরিমোহন টুডু
৬. "পড়ো আর লড়ো"— স্লোগান নির্মাতা হলেন—
শিবু সরেন
বিনোদ বিহারি মাহাতো
সাধু রামচাঁদ মুর্মু
হরিহর দাস
৭. বিনোদ বিহারি মাহাতো প্রয়াত হন—
১৮ ডিসেম্বর ১৯৯১
১৯ ডিসেম্বর ১৯৯১
২০ ডিসেম্বর ১৯৯২
২৩ ডিসেম্বর ১৯৭৫
৮. "ঝাড়খণ্ড রত্ন" বলা হয়—
রামচরণ
বিনোদ বিহারি মাহাতো
রঞ্জিত পাল
সুনীল মাহাতো
৯. ঝাড়খণ্ড রাজ্য প্রতিষ্ঠিত হয়—
১৫ নভেম্বর ২০০০
১৬ নভেম্বর ২০০১
১৯ নভেম্বর ২০০৫
১৯ নভেম্বর ২০০৬
১০. সোনোট সাঁওতাল সমাজ গঠন করেন—
শিবু সরেন
বিনোদ বিহারি মাহাতো
সুনীল মাহাতো
জগজীবন মাহাতো
ক্যুইজ ৮২-এর উত্তর
১. ১৩০৪ বঙ্গাব্দ ১৬ বৈশাখ
২. কামারবাঁদী
৩. মোহন
৪. কুনি
৫. মুগলি
৬. ঝাড়গ্রাম
৭. মজ দাদের
৮. দুবরাজ মুর্মু
৯. সবগুলো
১০. ১৩৬১ বঙ্গাব্দ ২৯ অগ্রহায়ণ
0 Comments