জ্বলদর্চি

গুচ্ছ কবিতা/ উজ্জ্বল মন্ডল

গুচ্ছ কবিতা

 উজ্জ্বল মন্ডল

 তব সৃষ্টির মাঝে

হে প্রভু, মনকে করো শান্ত
সুন্দরের ছায়াতলে,
তবেই হবে আমার জীবন
ধন্য এই ধরাতলে।

সৌন্দর্য হয়ে ফোটাও মোরে
তোমার সৃষ্টির মাঝে,
দেখতে চাই জগৎ কখন যেন
আমার হয়ে গেছে।

হে প্রভু, মন কে করো আবদ্ধ
তব সৌন্দর্যের কারাগারে,
দেখবো মন আসবে সেথায়
বারে বারে।

সুন্দর হবো আমি রূপে
এমন কথা নয়,
আঁধারে ফুল ফোটে
এ যেন বিপুল জয়।

হে প্রভু, মন কে করো অঙ্কন
শুভ্রতার রঙে,
আপন করে নাও মোরে
তোমার অনন্য সৃষ্টির সঙ্গে।


ভূমি থেকে এক আকাশ

খোলা আকাশে পাখি আমি
নেই'কো ওড়ার মানা,
মেঘের কোণে মেলে ধরেছি
বন্ধন-মুক্ত দুই ডানা।

দেশ-বিদেশে যাই আমি
নেই'কো ওড়ার শেষ,
আপন বেগে চলছি তাই
স্বপ্নে দেখা সেই দেশ।

যে দেশে যাচ্ছি আমি
নেই'কো কোথাও আর,
বাড়ি ভর্তি চাঁদের আলো
সোনায় গড়া প্রবেশ দ্বার।

মিথ্যে কথা বলছি নাকো
এমন দেশ কোথায় পাই,
পেতে গেলে এমন সুখ
সুন্দর একটা মন চাই।

রাত-দিন চলছি উড়ে
নেই'কো ওড়ার শেষ,
ভূমি থেকে এক আকাশ
ডানা মেলে আছি বেশ।

দিগ্বিজয়

আজ জাতি-বিদ্বেষ সব ভুলে ভাই,
এক হই যেথায় থাকি মোরা সবাই।
ফুলের মতো উঠি ফুটে ছড়াই গন্ধ,
থাকিবো না আর জীবন ব্যথায় বদ্ধ।

আকাশ নীলে হবো মোরা উড়ো মেঘ,
বক্ষ হবে স্নেহে ভরা, থাকবে আবেগ।
যত ঘৃণা ভয় আজ দূরে সরে রাখি,
সকল হৃদয় হোক সুখ-রানী পাখি।

জীবন হবে প্রস্ফুটিত ফুলের মতো রঙিন,
সকল মালিন্য এই ধরা হইতে হবে বিলীন।
তাই চলছে রঙিন ফুলের খোঁজ অবিরাম,
হৃদয়ে বসাতে চাই মোরা সৌন্দর্যের ধাম।

'আমরা মানুষ' এই হোক মোদের পরিচয়-
এই মন্ত্রে সবে একদিন করিবো দিগ্বিজয়।


হীরের হৃদয়-খনি

রাতের আকাশে ক্ষনে ক্ষনে জ্বলে ওঠে আলো
ঘুম ভেঙে যায় অকারণে, প্রভু আমি নেই ভালো।
তুমি কোথায় খুঁজি আজও হাজারো তারার মাঝে
তোমার স্বপ্ন কাছে এসে বসে ক্লান্ত পথিক সেজে।

ফুলের সুবাসে খুঁজেছি কতবার হারানো স্মৃতিগুলি,
হঠাৎ কেঁদে উঠি, প্রভু তোমারে আজও নাহি ভুলি।
স্বপ্নের রঙের তুলি নিয়ে এঁকেছি তোমাকে শতবার,
তোমার মতো রম্য প্রভু নাহি থাকে কপালে সবার।

তোমাকে নিয়ে গেঁথেছি কতো কবিতা মনের আড়ালে,
সুরে সুর মিলিয়েছি, দোয়েল ও ফিঙে ডালে ডালে।
তুমি আঁধার রাতের বুকে উজ্জ্বল চাঁদের অহংকার,
তুমি ছাড়া বৃথা এই চন্দ্রিমা, তোমার রূপের বাহার।

তোমাকে নিয়ে আজও ভাবি একলা নদীর পাড়ে,
তুমি আজও রক্ষিত মোর সোনায় গড়া হৃদয়-দ্বারে।
যতদিন রবে এই মোর আবেগে ভরা কবিতাখানি,
চিনবে জগৎ সেদিন আমাদের এই হীরের হৃদয়-খনি।


স্বামী গিরিজাত্মানন্দ

তব চরণে নিজেরে করি অর্পণ,
সর্বদা মনে রাখি যেন তোমার স্মরণ।
পদ্ম হয়ে ফোটাতে চাই মম হৃদয়
তুমি বিশ্ববিধাতা তুমি দয়াময়।

হে প্রভু, আমি মূর্খ আমি অজ্ঞ
দান করো মোরে জ্ঞানের জ্যোতি,
বসাতে চাই হৃদয়ে তব ধাম
দাও প্রভু মোরে এই সম্মতি।

তব বাক্য কথামৃত
যেন পুষ্প বক্ষে সঞ্চিত অমৃত,
তব সৌন্দর্যে মেতেছে বসন্ত
চারিদিকে মধু উৎসব অনন্ত।

তুমি ছাড়া হে প্রভু
আমি মাতৃহীন অসহায়,
জানিয়ে দিও না মোরে
শেষ বিদায়।

আজ হোক তোমায় নিয়ে কাব্য লেখা,
যেন ছন্দে ছন্দে পাই তোমারে দেখা।
 প্রভু, তুমি শব্দের মিল তুমি কাব্যছন্দ,
তুমি স্বপ্ন, তুমিই  জগতের আনন্দ।


আজ হই প্রতিজ্ঞাবদ্ধ

ফুলের মতো উঠিবো সেজে, ছড়াইবো মিষ্টি সুবাস;
মেলিবো হৃদয়কলিকা মেতে উঠিবে আকাশ বাতাস।
চাঁদের মতো উঠিবো ফুটে আঁধার রাতের দ্বারে,
উজ্জ্বল হয়ে কিরণ দেবো সোনার আলোক তারে।
শত শত নক্ষত্রের ঝলক হোক যেন জীবন জ্যোতি,
শূন্য আকাশে হারিয়ে দেবো আছে যত মোর ভীতি।

পাখি হয়ে গাইবো গান গাছে গাছে মনের আনন্দে,
ভ'রে উঠবে এই বিশ্ব ভুবন নরম সুর ও ছন্দে।
প্রভাতের মতো হবো আমি স্নিগ্ধ,শীতল ও শান্ত;
গোলাপ হয়ে উঠিবো ফুটে--- আমি যে  বসন্ত।
নতুন রবি হয়ে উঠিবো আমি ঐ মেঘের কোণে,
জাগিয়ে তুলিবো যাহারা ছিলেন বিভোর শয়নে স্বপনে।

ঘৃণা, ভয়, ঈর্ষা, লালসা এমন দস্যু আছে মোর যত
যেন পুড়ে ছারখার ক'রে দিতে পারি উষ্ণ সূর্যের মতো। 
উঠিবো সেজে ফুলের মতো ছড়াইবো মিষ্টি গন্ধ,
গদ্যের নীরস মূলে খুঁজে নেবো জীবনে চলার ছন্দ;
আজ নিয়েছি অঙ্গীকার আমি প্রতিজ্ঞাবদ্ধ,
সঙ্গে আছে আশীর্বাদ স্বামী গিরিজাত্মানন্দ।

জ্বলদর্চি অ্যাপ ডাউনলোড করুন। 👇

Post a Comment

1 Comments

  1. সকল কবিবন্ধুদের প্রতি প্রীতি ও ভালোবাসা। সকলকে কবিতাগুলো পড়ার অনুরোধ রইলো। ভালো থাকবেন।

    ReplyDelete