জ্বলদর্চি

প্রেমকাব্য -অষ্টম পর্ব /মঙ্গলপ্রসাদ মাইতি

অষ্টম পর্ব
প্রেমকাব্য
মঙ্গলপ্রসাদ মাইতি

অনন্ত অনুরাগ ছেয়ে থাকে অনুক্ষণ তোমাকে ঘিরে- তাই অল্প ত্রুটিতেই অভিমানে বড়ো কাতর হয়ে পড়ি, দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে যা আসে মনে তাই বলে ফেলি, যা কখনো বলার নয় তাও মুখ থেকে বেরিয়ে আসে। কী করবো? তুমিই তো আমার সব কিছু গোলমাল করে দাও, আমার মাথা বিগড়ে দাও। হৃদয়ের মধ্যে এমন এক জায়গা করে নিয়েছ তুমি সেই তোমার সামান্য অবহেলা আমি সইতে পারিনা। আমার মাথায় তখন পাগলামি চেপে বসে, সেটাকে ভুল ভেবে তুমি যখন আমায় আঘাত দিয়ে ফেল আমার অভিমান আরো তীব্র হয়ে যায়-আর কী আশ্চর্য দেখো, সেই তোমাকে ঘিরেই আমার সব স্বপ্ন আবর্তিত হয়-একসময় সব অভিমান ভুলে তোমার কাছেই ছুটে যাই, আমার সব ভালোবাসা তোমাকেই উজাড় করে দিই। আমার অনন্তকালের ক্ষুধা নিবৃত্ত হল তোমার বুকে মুখ রেখে, তোমার রহস্যঘন বুকের উপত্যকা থেকে ঝরে পড়া সুধারস পান করে আমি বিমোহিত হলাম, গভীর তৃপ্তির স্বাদ অনুভব করলাম- এই স্বাদ ভোলার নয়। এ এমনই এক অমৃতের স্বাদ যা একবার পাওয়ার পর সেই স্বাদ বারবার পেতে ইচ্ছে করে, চির-কাঙাল করে তোলে; তাইতো তোমায় ছাড়তে মন চাইছিল না। সাধ জাগছিল জনম’ভর তোমার ওই অলৌকিক বুকের উপত্যকায়মুখ গুঁজে পড়ে থাকি, ঐখানে ফল্গুধারার মতো বয়ে চলা সুধারসে আকণ্ঠ নিজেকে নিমজ্জিত রাখি। তোমার বুকের সুধারস পার্থিব তো কোনো বস্তু নয়, এক অপার্থিব ভালোবাসার অক্ষয় সম্পদ, যা আমাকে কেবলই মাতাল করে। 
   মাপ করো – তোমার সব কথা আমি রাখতে পারিনি; রাখতে গিয়ে দেখলাম আমার কষ্ট বাড়ছে বই কমছে না, নিজেকে নিজের কাছেই ক্ষতবিক্ষত হতে হচ্ছে, বুকটা ব্যথায় ভেঙে খান খান হয়ে যাচ্ছে, থেমে যাচ্ছে হৃদয়ের যত গান। তুমি কী চাও – আমার মনের গভীরে যে স্বপ্নগুলো জন্ম নিয়েছে তাকে নির্মমভাবে মেরে ফেলি? নির্দয়ভাবে গলা টিপে শেষ করে দিই আমার প্রাণের ভালবাসাকে?স্বপ্নগুলোই যদি মরে যায়, ভালোবাসাই যদিচিরতরে শেষ হয়ে যায় তবে জীবনের থাকেকী? বাঁচার সে অর্থ কোথায়? মাপ করো, তোমার সব কথা আমি রাখতে পারিনি। ঘোরলাগা এক বিস্ময়ে তোমার দিকে তাকিয়ে আমি হারিয়ে গেলাম। আমার মনে হল এই তো আমার সেই ভালোবাসার ধন যা হীরের চেয়েও দামি। রাঙা মেঘের আঁচলখানি তোমার মুখে ঘোমটা টেনে দিচ্ছিল। বাতাস ছুঁয়ে ভাসছিল অপূর্ব এই রূপের ছটা। যেন সদ্য ফোটা এক গোলাপ সোনারোদে হাসছিল। যতই তোমায় দেখছিলাম আমি মোহিত হয়ে যাচ্ছিলাম। আহা! কি আপরূপ বেশ। অনুভব করলাম এই তো আমার কাছে প্রেম দাঁড়িয়ে আছে, যার শেষ নেই। তোমার অন্তর থেকে উত্সাূরিত প্রেম-সুধা রস আমার হৃদয়কে এমনভাবে মথিত করবে, এমন-ভাবে আবেগদীপ্ত করবে ভাবিনি কখনো। তাই তুমি আমার সামনে এসে দাঁড়ালে আমার মনে হয় আমার ভুবনচত্বরে শুধু ভালোবাসাই খেলে বেড়াচ্ছে। তোমার চোখের চাওয়ায় জাদু আছে, মুখের হাসিতে অনেক না বলা আছে – সেদিকে তাকালেই আমি তাই হারিয়ে যাই এক আনন্দময় জগতে। তোমার প্রত্যেক কিছুতেই এমনই রহস্যময়তার জাল বিছানো যাতে করে বুঝে নিতে অসুবিধা হয় না তোমার উপর আমার এক অধিকার আছে, আর এই অধিকারের জোরটুকু নিয়েই আমি যখন-তখন অত্যাচার করতে থাকি, ভালোবাসার অত্যাচার- তুমি সেইসব অত্যাচার সয়ে আমাকে নিবিড় করে কাছে টেনে নাও, নিজের অজান্তেই আমি কখন যেন তোমার আপনজন হয়ে উঠি। 
🍂
   পরম তৃপ্তির স্বাদ এখনো লেগে আছে আমার ঠোঁটে, এখনো বুকের গভীরে জলতরঙ্গ তুলে যাচ্ছে তোমার উষ্ণ পরশখানি, আমার স্পর্শানুভূতিতে ধরা দিচ্ছে তোমার নিটোল প্রেমের রমণীয় মাধুর্য। বহুদিন পরে মনে হল আজ যেন পেয়েছি সেই অমৃতময় ভালোবাসার স্বাদ – যার তরে আমার অন্তর ছিল বুভুক্ষু, কাঙাল। অনেক চাওয়ার চাওয়া আজ পূর্ণ হল, অনেক পাওয়ার পাওয়া আজ সার্থকতা পেল। আজ তুমি অকৃপণ ছিলে – তাই যা চেয়েছি তাই পেয়েছি, তোমার ভালোবাসার মধ্যে এত যে উত্তাপ রয়েছে তা আমার জানা ছিল, আজ যখন সেই উত্তাপ দিয়ে আমায় ভরে দিচ্ছেলে আমার সারা দেহ-মনে এক আশ্চর্য রকমের শিহরণ জাগছিল, আমার হৃদয়ের গহন প্রদেশ অপূর্ব ভালোলাগায় কেঁপে কেঁপে উঠছিল – স্বপ্ন জাগল এমনি করেই তোমাকে আজীবনকাল যেন পাই। 

8th Episode
Premokabyo (EROTIKA)
Mangal Prasad Maity 
Translated
By 
Chandan Bhattacharya 

Either, the door of the mind opens, the heart develops in the springs.  If you are on the side, the love inside your soul, the voice of love, the words of life get language, your heart is excited.
   Infinite affection surrounds you - therefore, with a little error I become overwhelmed with pride, say what comes to mind without dimidic knowledge, which never comes out of the mouth.  What do i do  You are the one who messes everything up, shakes my head.  I can't take your little carelessness that you have taken such a place in your heart.  When you think of me as madness in my head, when you hit me wrong, my pride becomes even more intense — and what a wonder, all my dreams revolve around you — once I forget all pride, I run to you, all my love to you.  Destroy it  My everlasting hunger was restrained, with the mouth on your chest, I was enthralled by the mysterious chest falling from the valley, and I felt the taste of deep satisfaction - this taste was not forgotten.  This is the taste of an nectar that, once received, desires to get that taste again and again, making it perpetual;  So I didn't want to leave you.  I woke up to the valley of that miraculous chest of your birth, where I kept immersing myself in the stream of fruit that flowed like a stream.  Your chest is not an earthly object, but an inexhaustible wealth of unrequited love, which only makes me drunk.
   Measure - I couldn't keep all your words;  Keeping my eyes on the books is not diminishing, I have to wound myself, my chest is breaking down, my heart is breaking, my heart is stopped.  What do you want - to brutally kill the dreams that were born deep in my mind?  Brutally pressing the throat
 If the dreams die, if the love ends forever, then the rest of my life?  Where does he mean to live?  Please, I couldn't keep all your words.  Looking at you in a strange way I was lost.  I think this is the treasure of my love that is more precious than diamonds.  The glow of the Ranga cloud was pulling the veil over your face.  The air was floating in a spectacular manner.  It was as if the new blush was smiling at a rose gold.  As soon as I saw you, I was fascinated.  Oops!  What is seemingly quite.  I felt that love was standing there for me, which has no end.  Never thought that your heart-sourced love-juice would make my heart beat, in such a way.  So when you stand in front of me, I feel like I just love playing in the landscape.  You have magic in your eyes, and there is not much to say about the smile on your face - looking at it, I am so lost in a happy world.  I have a right over you, so as not to make it difficult for you to comprehend the secrets of mystique in everything, and whenever I am persecuted with the force of this right, the oppression of love, you drag me closer to those oppressions, unknowingly.  When do i become your relative
    The taste of absolute contentment is still in my lips, yet the warmth of the chest is lifting the waves of yours, your warm sensation, the touching sweetness of your pure love.  After a long time it seemed as if I had tasted the nectar of love today - the bottom of which was my heart-shaped bubukshu, kangal.  Many wants have been fulfilled today, getting a lot of power today.  Today you were impatient - so I got what I wanted, I knew all the warmth of your love, when today, with that heat filling my body, an amazing twinkle came into my mind, the heart of my heart trembled in wonderful love.  Waking up - dreaming like this so you can have a lifetime.

সংগ্রহ করতে পারেন 👇

Post a Comment

0 Comments