জ্বলদর্চি

রেবা সরকারের চারটি কবিতা

রেবা সরকারের চারটি কবিতা


কাঁচ

জানলার কাঁচ ভেদ করে আসে গোটা শহর
চারতলার কিনারের বেডরুমটা
ওর নিজস্ব আলোর দরকার হয় না
আকাশ নুয়েছে মাথা ওই পাহাড়টায়

সেখানে খসে-পড়া তারাদুটি জেগেছিল



যাও

কবিতা উপহার দিতে চেয়ে--
সূর্য পশ্চিমে

শক্ত হয়ে বৃষ্টির কাছে হাত বাড়ালাম

তোমার সময় নেই
যাও
ঘরে ফিরে


বসন্ত

ভাঙা জ্যোৎস্না-মাখা মায়ামেঘ বসন্ত

দীর্ঘ বিরতি

তারপর, পেলবতা ঝাউয়ের ঘন পথ
আমার প্রেম সোনার সকালবেলা
যদিও অনেকটা পথ এখনও বাকি
তাতে কী আসে যায়

তুমিতো আমার-ই প্রেম



রোদ

যাও রোদ 
পাঁচিল বেয়ে
মনে রেখো পিরিতি আঁধার
ঘর্মাক্ত আষাঢ়

যাও রোদ 
মেঘ ছুঁয়ে
এসো আবার পুরুষ হয়ে
বোবা মেয়ের কাছে বিরল ভাবনা
কিছুই বোঝে না

মৌসুমী দরিয়ায় কামোদ বিস্তার
সকাল সন্ধ্যা রাত অমানিশা

যাও রোদ --
কাঠের বাড়িটায়--

সংগ্রহ করতে পারেন 👇



Post a Comment

1 Comments

  1. ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ

    ReplyDelete