জ্বলদর্চি

ক্যুইজ-৯৩/ সাগর মাহাত

ক্যুইজ-৯৩/ সাগর মাহাত

১. 'বুদ্ধচরিত' রচনা করেন—
কালিদাস
বাল্মীকি
অশ্বঘোষ
ভারবি

২. 'বুদ্ধচরিত' এ বর্ণিত হয়েছে—
শ্রীকৃষ্ণের জীবন
বলরামের জীবন
বুদ্ধের জীবন
মহাদেবের জীবন

৩. 'সৌন্দরানন্দ' যার লেখা—
ভারবি
অশ্বঘোষ
কুমারদাস
ভট্টি

৪. অশ্বঘোষের নাটকটির নাম—
বুদ্ধচরিত
সৌন্দরানন্দ
সারিপুত্তপ্রকরণ
কিরাতার্জ্জুনীয়

৫. বৈদর্ভ রীতিতে যে শব্দগুলোর ব্যবহার হয় না—
ট ঠ
ণ ন
ক খ
ম ছ

৬. অশ্বঘোষের সময়কাল—
প্রথম শতাব্দী
পঞ্চম শতাব্দী
ষষ্ঠ শতাব্দী
অষ্টম শতাব্দী

৭. অশ্বঘোষ যে নগরে থাকতেন—
সাকেত নগর
পুষ্প নগর
নাগের নগর
হরিহর নগর

৮. অশ্বঘোষ যার রাজসভায় স্থানলাভ করেছিলেন—
কনিষ্ক
অশোক
সিংহল
কুমার

৯. 'বুদ্ধচরিত' সর্গ রয়েছে—
২৫
২৪
২৬
২৮

১০. 'সৌন্দরানন্দ' এ সর্গ রয়েছে—
১৫
১৬
১৭
১৮

🍂

ক্যুইজ ৯২-এর উত্তর
১. বেদে
২. বেদ
৩. বিদ থেকে
৪. জাননা
৫. স্তুতি গান
৬. ছন্দময়
৭. মন্ত্র
৮. সমান
৯. দুটি
১০. দুটি

Post a Comment

0 Comments