জ্বলদর্চি

প্রদীপ্ত খাটুয়া ও পার্থ সারথি চক্রবর্তী-র কবিতা

প্রদীপ্ত খাটুয়া ও পার্থ সারথি চক্রবর্তী-র কবিতা 

প্রদীপ্ত খাটুয়া 
ভ্যালেনটাইনস ডে


একটি দিন একক কবিতা হয়ে উঠতে পারে। 
যেমন আজ। আজ ভ্যালেন্টাইনস ডে। 

ভালবাসার কথা বলার চেয়েও 
ভালোবাসাটা জরুরি এসময়।

একটি হলুদ গোলাপ বিনম্র বিনিময়ে
মুহূর্তেই ভালবাসা হয়ে উঠতে পারে।  
তবে, ভালোবাসাটা জরুরি এসময়।  

কোনো ছায়া, কোনো পথ, কোনো ফরমান 
আড়াল হবে না ভেবে-- 
কাঁধে হাত রেখে নদীর জলে 
পা ডুবিয়ে রেখে বসতে পারো। 

ভালোবাসতে পারলে, নিজেই বলে উঠবে--
ভালোবেসেছি বলেই এ-পৃথিবী এতো সুন্দর।
পার্থ সারথি চক্রবর্তী
তুমি তো আয়না হতে চাওনি


আমার দুঃস্বপ্নের রাতে তুমি হাত বাড়িয়েছিলে—
যে হাতের শিরাগুলো স্পষ্ট হয়ে উঠেছিল ভীষণভাবে,
রক্তশূন্যতা গ্রাস করছিল ক্রমশ।
আমি চমকাইনি, ঘাবড়ে যাইনি
কেননা, তোমার মধ্যে দেখেছিলাম  নিজেকে।

কিন্ত,  তুমি তো আয়না হতে চাওনি!

তুমি চেয়েছিলে ওই দুটো চোখ হতে—
যা দিয়ে অনায়াসে দেখা যাবে বহুদূর।
তুমি সেই মন হতে চেয়েছিলে
যা সামনের মনটি পড়তে পারবে সাবলীল ভাবে। 
কিন্ত তুমি কেমন আয়না হয়ে গেলে!

তোমার শেষ ইচ্ছে ছিল আগুন হবার—
আগুন হয়ে আগুন জ্বালাবার।
সেই তুমিই কিনা ছাই হয়ে গেলে!

দুঃস্বপ্নটা ভেঙে গেলেও রাত ফুরোল না!
মুষ্টিবদ্ধ ছাই সম্বল হয়ে রয়ে গেল।

🍂

Post a Comment

2 Comments

  1. AnonymousMay 27, 2024

    অপূর্ব কবিতা পড়লাম

    ReplyDelete
  2. AnonymousMay 31, 2024

    অসাধারন কবিতা সেই সাথে একরাশ শুভেচছা স্যার

    ReplyDelete