অন্তরা ঘোষ
বসন্তসন্ধ্যা
মুদ্রাদোষী একলাযাপনে বসন্তের বিলাপ।
বারান্দা জুড়ে অনুভূতির
বসন্তবাহারী আল্পনা।
আমার কাছে এ যেন–
আত্মার আবিষ্কার,
জাগরণের মহাকাব্য।
নিজেকে ভালোবাসতে চাই বলেই,
হলুদ বসন্তের সন্ধানে আমার ভ্রমণ সুখ।
অপ্রাপ্তির অভিমানে মেখে নিই বসন্তরোদ।
ক্ষত জুড়ে বর্ম হয় বসন্ত বাতাস।
মহাকালের ভগ্নাংশে আমি ভীষণ বাঁচি।
ফুসফুস জুড়ে ভরে নিই
বসন্তগান এক।
সুমিত্রা মাহাত
পলাশ
রুক্ষ লাল মাটির মিঠাস বুকে ভরে,
লাল রং ছড়িয়েছো চারিদিকে-
সারা বছর যার দিকে ,
নজর থাকে না কারো,
ফাগুনে তাকে ছাড়া চলে না!
এমন রং, রূপ আর কি কোথাও আছে!
পিঁদাড়ের কবিয়ালরা মিঠা ঝুমুর বাঁধে।
তোমার ভাষার স্তন্যদুগ্ধ , বাংলা ভাষার বুকে,
মিঠাস ভরে দিয়েছে।
তোমার আগুন, বার বার হেরে যাওয়া প্রাণে,
চেতনা জাগায়।
তোমার অপেক্ষায় কখন যে বছর ঘুরে যায়,
মনেই থাকে না -
আবার এসো , বীররসে মাখা সম্ভাবনার লাল ফুল নিয়ে,
একরাশ মুগ্ধতার ডালি উপহার দিতে চাই!
🍂
0 Comments