প্রতাপ সিংহ
মুক্তিকামী
অ্যাকোরিয়ামের মাছ মুক্তি চায়
মুক্তি চায় খাঁচার কোকিল
মুক্তি চায় চেনবাঁধা কুকুর
বারান্দার টবে সাজানো ছোট ছোট
বাহারি বনসাইও মুক্তির আকাঙ্ক্ষায় আকুল।
তারা তোমার একটু দয়া একটু স্নেহ
একটু ভালোবাসায় অভিষিক্ত
হতে চায়।
ওরা সকলেই স্বাধীনতাপ্রিয়।
তুমি ওদের সদম্ভে ধরে রেখেছ
বেঁধে রেখেছ, ওদের ছোট করে রেখেছ,
ওরা বাইরের আলো পাচ্ছে না।
ওরা মুক্তিকামী। ওদের মাথা
তুলবার স্বাধীনতা দাও।
সুব্রত দাস
চোরা স্রোত
প্রতীক্ষায় যারা থাকে
তাদের কারও দেখা হয়
কারও বা দেখা হয়না।
তাবলে কী আর জীবন থেমে থাকে!
তবে সেটাকে ঠিক বাঁচা বলে না।
নীল আকাশের দিকে চেয়ে
নক্ষত্রের ভেসে থাকা দেখি,
বাতাস চোখে দেখিনি
ঝরা পাতার উড়ে আসা দেখি।
আর আনমনে সে বাতাসে তোমার ছোঁয়াও অনুভব করি।
চোরা স্রোত বয়ে চলে জলের নীচে
অথচ উপরে কি শান্ত, ঠিক তোমারই মতন
আমি ডুবেছি বলেই আমি টের পাই
সে স্রোতে জোর কতখানি।
সেই চোরা স্রোতে আমি খেলি রোজ
তাই তো কারও চোখে পড়ারও কথা নয়
উপরে আমারও যে শান্ত নদী
তাই আমি বুঝি, আমার কতখানি ক্ষয়।
ভেবে যাই তাই
হবে হবেই জয়
প্রতীক্ষার হবে অবসান
প্রেম তো কেঁদেই মরে
সহজে হয় না আসান।।
🍂
0 Comments