জ্বলদর্চি

মলয় সরকার ও মঙ্গলপ্রসাদ মাইতি-র কবিতা

মলয় সরকার ও মঙ্গলপ্রসাদ মাইতি-র কবিতা 

মলয় সরকার
বাসি ভাত


তুমি আর আমি রোজ ভোরে বাসি
ভাত খেতে খেতে ভাবি,
এই থালাতেই লুকিয়ে রয়েছে
সুখের ঘরের চাবি।
তুমি আর আমি ভোরের বেলাতে
দেখি মাঠে যেতে যেতে, 
উঠছে সূর্য, থাক চিরকাল
আলো আমাদের সাথে।
তুমি আর আমি সবুজ ধানের
দিকে চেয়ে চেয়ে ভাবি,
এর চেয়ে বেশি জীবনেতে আর
করিনি কিছুই দাবী।
তুমি আর আমি ছেঁড়া কম্বলে 
স্বপ্নে কাটাই রাত,
আমাদের ঘরে কিছু নাই থাক
থাক শুধু বাসি ভাত।
মঙ্গলপ্রসাদ মাইতি 
কবিতার কাছে নতজানু


একটি কবিতার জন্য, শুধুমাত্র একটি কবিতার জন্য 
প্রতিপল অনুক্ষণ ভয়মুক্ত আমার মন।
ঘন রাতের অন্ধকারে পথ চলাটাও 
অতি সহজবদ্ধ হয়ে উঠে,
বৃষ্টিবিঘ্ন কঠিন অবেলাও অবলীলায় সুন্দরের 
বৈদুর্যমণি হয়ে ধরা দেয় 
অনায়াসে করায়ত্ত হয় শ্বাপদসংকুল 
অরণ্যের ভয়াবহতা 
ভাঙাচোরা-নড়বড়ে বাঁশের সেতুটাও আর 
অগম্য থাকে না। 
কবিতার পথ আমাকে এভাবেই চিরপথিক করে  
সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, 
মানসিক জোরে আকীর্ণ রাখে সর্বক্ষণ। 
কবিতার কাছে আমি নতজানু।

🍂

Post a Comment

0 Comments