জ্বলদর্চি

প্রেমকাব্য /২৩ তম পর্ব /মঙ্গলপ্রসাদ মাইতি


প্রেমকাব্য
২৩ তম পর্ব
মঙ্গলপ্রসাদ মাইতি

   তুমি এলে – অথচ পরশখানি দিলে না, যেমন এলে নীরবে – তেমনি গেলেও চলে নীরবে। আমি যে তোমার জন্য ব্যাকুল ছিলামতার খোঁজ তুমি নিলে না। তোমার এই দূরে থাকার খেলা আমার ভালো লাগে না, আমার হৃদয় বেদনায় ম্লান হয় তুমি সরে দাঁড়ালে। তোমার বিরস বদনখানি বুকে তোলে ব্যথার ধ্বনি, তুমি না হাসলে আমারও হাসি আসে না, স্বপ্নের ফুলগুলি খালি শুকিয়ে যায় তুমি ভালোবেসে হাত না বাড়ালে। তোমার জীবন যেন আমারই জীবন, তোমার মরণ যেন আমারই মরণ-আকাশ আমার আঁধারে লুকায় তুমি না ভালোবাসলে। এলে যখন কেন দিয়ে গেলে না সব কিছু, আরো অনেক তো পাওয়ার ছিল তোমার কাছে- দিতে এসেও ফিরিয়ে নিলে তোমার সেই সম্পদ; আমার কাঙাল হৃদয় সেই কাঙালই থেকে গেল। তুমি জানতে আমি কি চাই নিভৃতে এলেও তা দিতে, কিছুটা দিলে বাকিটা বুকের মধ্যে ঢেকে নিয়ে ফিরে গেলে। দাও, অনেক কিছুই দাও তুমি তবে সম্পূর্ণ করে দাও না কখনো, যা দাও তাতে আমার অন্তর কখনো ভরাট হয় না, তাইতো আবার ইচ্ছে করে কবে কখন পাব তোমায়, যতক্ষণ কাছে থাকো বুঝি সব আছে – তুমি চলে গেলেই বুকের মধ্যে বিলাপ বাড়তে থাকে। আমি আজও জানিনা-তোমার মধ্যে এমন কি আছে যার জন্য আমি সততই ব্যাকুল। 

   তুমি এলে - যেন একটা প্রজাপতি আচমকা উড়ে এসে বসল, রঙ বাহারি পাখনা মেলা-আমার ভালোবাসার বাগানকে ভালোবাসার আলোয় আলোকিত করে গেল। দীর্ঘক্ষণ চলল তোমার এই ওড়াওড়ি-নাচানচি খেলা- অপার বিস্ময়ে দেখছিলাম তাআর হারিয়ে যাচ্ছিলাম এক অত্যাশ্চর্য ভালোলাগার জগতে। কী সুন্দরই না দেখাচ্ছিল তোমাকে- মনে হল এই যে অপরূপা করে তোমাকে গড়ে তোলা হয়েছে সে বুঝি আমার জন্যই। তোমাকে দেখে আমার চোখ জুড়িয়ে গেল, মন ভরে গেল- এমন ভালোবাসার প্রজাপতি হয়ে আবার আসবে কবে আমার হৃদয় বাগিচায়?
   তুমি এলোমেলো বলেই তোমার উপর আমার এত প্রাণের টান, অন্তহীন ভালোবাসার রস বয়ে যায় আমার অন্তরজুড়ে। তেমন সাজগোজ, পরিপাটি করে আমার সামনে তুমি দাঁড়ালে হয়তো সেই দুরন্ত আবেগ নিয়ে তোমার’পরে আছড়ে পড়তাম না-তুমি খোলা-মেলা সহজ-সরল থাকো বলেই বুঝি এতখানি হয়ে উঠেছো হৃদয়ের আপনজন। তুমি এলোমেলো বলেই তোমার মুখের হাসি এত সুন্দর, চোখের চাওয়া এত মোহময়, তোমার খোঁপাভাঙা চুল, ভাঁজহীন শাড়ির আঁচল, বুকের উপত্যকা এত রহস্যময়, তোমার ভালোবাসা এত প্রাণবন্ত। 
   তোমার নিপাট শাড়ির ভাঁজ একটুখানি এলোমেলো যদি হয়েই যায় – যাক না, তোমার খোঁপাবাঁধা চুল একটুখানি বিস্রস্ত যদি হয়েই পড়ে – হোক না। ভাববে দুষ্টু বাতাস এসে তোমার সাথে খেলা করে গেছে, তার অন্তরঙ্গ সখ্যতা তোমাকে বেসামাল করেছে। তুমি এলোমেলো থাকলে তোমাকে আরও সুন্দর লাগে, তোমার সৌন্দর্য আরও মাধুর্য নিয়ে প্রতিভাত হয়। তোমার অনুপম রূপলাবণ্য সাগরের ঢেউ হয়ে ছুঁয়ে যাক, আমার হৃদয়-মন রেঙে উঠুক তোমাতে সাঁতার কাটতে কাটতে। একটুখানি এলোমেলো না হয় হলেই।
   ভরা বর্ষার বৃষ্টির মতো তুমি আমায় আকুল করে ভালো না বাসলে আমি অনেক কিছুই পেতাম না, অনেক কিছুই দেখা হোত না আমার। তুমি আমায় ভালোবেসেছ-এটা আমার অনেক গর্বের, অনেক অহঙ্কারের-তুমি ভালোবেসেছিলে বলেই আমি এমন কিছু অক্ষয় সম্পদ পেয়েছি যা কোনকালেই ফুরনোর নয়। তোমার ভালোবাসায় কোনো খাদ নেই, যখনই যা চেয়েছি তখনই তুমি তা আমায় উজাড় করে দিয়েছ, আমার সুখে তুমি সুখী হয়েছ, আমার খুশিতে খুশি হয়েছ, কী পেলে আমি তৃপ্ত হই সে সবই দিয়ে গেছ অকাতরে, এতটুকু কার্পণ্য তুমি করনি। তোমার কাছে নতুন করে শিখেছি ভালোবাসার মর্ম, ভালোবাসার ধর্ম, প্রেমের রহস্যময়তা আপন অন্তরে ভরে তুমি সত্যিই চির-সুন্দর, চির মহীয়ান। 
   তাই অবুঝের মতো তুমি মুখ ফিরিয়ে রাখলে আমার মনের ঝড় থামবে কী করে? আনাড়ির মতো তুমি দূরে সরে থাকলে আমার বুকের আগুন নিভবে কীভাবে?যে উত্তাল তরঙ্গের ঢেউ আছড়ে পড়ছে আমার হৃদয় কিনারে, তুমি পাশে না থাকলে তাকে সামাল দেবে কে? সব বুঝেও তুমি না বোঝার ভান করছো, সব জেনেও তুমি না জানার অজুহাত খাড়া করছো – এতে আমার স্বপ্নগুলো যে একটু একটু করে ভেঙে যাচ্ছে, তা তোমাকে বোঝাই কী করে? তুমি তো অকৃপণ নও, তুমি তো অবুঝ নও তবে কেন দুর্বিষহ যন্ত্রনা সৃষ্টি করছো আমার অন্তরে, আমার চারপাশে রচনা করছো কষ্টের বলয়? এতে করে না ভালো থাকছো তুমি, না ভালো থাকছি আমি। আমরা কী আমাদের মতো করে বাঁচতে পারি না? তোমার ভালোবাসা ছুঁয়ে আছে বিরাট এক আলোর আকাশ, তোমার ভালোবাসা ছুঁয়ে আছে সুগভীর সমুদ্রতরঙ্গ – তাই তোমাকে বাদ দিয়ে আমি আমার পথ হাঁটার কথা ভাবতেই পারিনা। তোমার ভালোবাসা ছুঁয়ে আছে হিমভেজা ঘাসের দীপ্ত হাসি, ফুলের মিষ্টি সুবাস, মাটির ঘ্রাণ, সকালের আয়েসি নরম রোদ, সন্ধ্যার মেঘমালা, জোছনা ঢালা চাঁদের কিরণ – সেই তোমাকে অবহেলা করি এমন সাধ্য আমার কোথায়? তোমার ভালোবাসার সাথে ছুঁয়ে আছে আমার ভালোবাসা, আমার মনের যত কথা তোমাকে নিয়ে, বুকের যত গান তোমাকে ঘিরে, আমার যত স্বপ্নের পরিখা তোমাকে কেন্দ্র করে – তোমার ভালোবাসার এই বন্ধনকে তো আমি ছিন্ন করতে পারি না। তাই এসো, তুমি বাস করো আমার হৃদয়মন্দিরে।

🍂


23rd Episode
Premokabyo (EROTIKA)
Mangal Prasad Maity 
Translated
By 
Chandan Bhattacharya

If you come - but you do not give up, as if in silence - then you will go silent.  You didn't look for me that I was desperate for.  I don't like the game you have to stay away, my heart aches and you quit.  The sound of pain in your chest makes you cry, I don't even smile if you don't smile, the flowers of dreams just dried up. You didn't raise your hand in love.  Your life is my life, your death is my death.  When you did not give up everything, you had much more power - you came back to give back your wealth;  My poor heart remained that poor.  You know what I want to retire, but if you give something, then the rest is covered in your chest.  Give, give a lot. You never do anything, never give up, my heart never fills with what you give, so when will I get you again, as long as you have all that understanding - the lamentation in the chest increases as you go.  I don't even know today - what do you have that I am really desperate for?
   When you came - as if a butterfly came flying abruptly, the color of the bird feather fair - my garden of love shone in the light of love.  For a long time your play-dance-dance was astonishing and I was getting lost in a wonderful love world.  What a beautiful sight you didn't have - I think the fact that you were created in a different way is for me.  When I saw you, my eyes were filled, my mind was filled with such a butterfly - when will my heart garden again?
Because you are random, I am so drawn to you, the juice of endless love flows into my heart.  Likewise, if you were standing in front of me, you probably would not have stumbled upon you with that impulsive emotion - you have become so open-minded that you are open-minded and easy-going.  The smile on your face is so beautiful because you are random, your eyes are so glamorous, your frizzy hair, wandless hair
   Damn, the chest of the chest is so mysterious, your love is so lively.
 If your neat saris is a bit random - let's not, even if your curly hair is a bit worn out - no.  You will think that the naughty wind has come and played with you, its intimacy has betrayed you.  If you are random, you will feel better, your beauty is more luminous.  Let your unparalleled beauty reach the waves of the sea, let my heart and mind swim in you to swim.  Not a bit random.
 If you were not nice to me like a heavy rain, I would not get much, I would not see much.  Because you love me — it's a lot of pride, a lot of arrogance — because you love me, I have found some endless wealth that is never furious.  There is no shaft in your love, you have ruined me whenever I want, you are happy with my happiness, you are happy with my happiness, I am satisfied with what you have given all of you.  You have learned a new essence of love, the religion of love, the mystery of love, you are truly beautiful, everlasting in your heart.
So how do you stop my temper if you turn away like a fool?  How can I quench the fire of my chest if you move away like a jerk?  You are pretending not to understand everything, you are making excuses for not knowing at all - how can I make you understand that my dreams are being broken down a little bit?  You are not stupid, you are not stupid, but why are you creating troublesome troubles in my heart, writing around me?  You are not doing well, I am not good at it.  Can't we live like we do?  Your love touches a great sky, and your love touches the ocean of Sugavi - so I can't think of my way without you.  Your love touches the radiant smile of frosting grass, the sweet aroma of flowers, the scent of the soil, the soft sunshine of the morning, the cloudy evening sun, the rays of the pouring moon - Where can I neglect you?  Your love is touched by my love, as much as my mind talks about you, the music of the chest surrounds you, the dream of my dreams centers on you - I cannot break this bond of your love.  So come on, you live in my heart temple.

জ্বলদর্চি অ্যাপ ডাউনলোড করুন। 👇

Post a Comment

0 Comments