জ্বলদর্চি

চিত্রা ভটাচার্য্য ও মৌমিতা চ্যাটার্জী-র কবিতা

চিত্রা ভটাচার্য্য ও মৌমিতা চ্যাটার্জী-র কবিতা

চিত্রা ভটাচার্য্য
ব্যর্থ প্রয়াস


বিশ্ব জুড়ে নব্য সভ্যতার আবির্ভাবে চলেছে
সংগ্রাম শুধুই টিকে থাকার।
লড়াইয়ের হাতিয়ার নেই কোথাও? 
কে দেবে বঞ্চিত, 
স্তম্ভিত মৃতপ্রায় রিক্ত বসুন্ধরার বুকে
বাঁচার ক্ষণিক আশ্বাস ?  
তপ্ত কপোলে কোমল স্পর্শ
জীর্ণ পাঁজরে সান্ত্বনার স্নিগ্ধ প্রলেপ? 
                                                     
শ্বেত শুভ্র চাদরে ঢাকা, বেদনার বিষে জর্জরিত
নীল শীতল মৃত্যু অহর্নিশি খেলছে লুকোচুরি।  
হৃদয়ের অসমাপ্ত খেলা ঘরে অসহায়ের হাহাকার               
অন্নহীন বুভুক্ষের অন্তরে কে যোগাবে অন্ন? 

অব্যক্ত আকাঙ্ক্ষা রঙিন স্বপ্নের ফানুস 
উড়ে যায় দেশ কাল গণ্ডির বাঁধা পেরিয়ে।
অঙ্গীকার প্রতিধ্বনিত হয় দিকদিগন্তে—
পৃথিবীর তীর্থ পথে অকাল মৃত্যুকে করবে হরণ।
অনন্তের আশীর্বাদে হানবে আঘাত  
প্রতারকের মায়াজালে।

মৌমিতা চ্যাটার্জী
প্রলয়

খোলা জানলায় ঘিরে আসে কালো মেঘ,
প্রলয় গতি জরিপ করছে চোখ।
পাল্লায় বাড়ে দুঃসময়ের বেগ,
গুমরে উঠছে উদ্ধত বায়ু-রোখ।

মহাকাল মাতে নিয়ম ভাঙার খেলায়,
পতন আবহে শোকেদের বাতাবরণ।
ধূসর চাদরে বিগত আলোর ঘোর,
আঁধারের বুকে দানবীয় আস্ফালন।

বুঝিনি তো আগে ঝড়ের গতির তোড়,
সর্বনাশা-সর্বগ্রাসী রূপ।
মহাপ্রলয়ের সংহারকাল আগত ,
পড়ে গেল বেলা দিনকাল নিশ্চুপ।

🍂

Post a Comment

0 Comments