জ্বলদর্চি

২৫ তম পর্ব /প্রেমকাব্য/মঙ্গলপ্রসাদ মাইতি

২৫ তম পর্ব
প্রেমকাব্য
মঙ্গলপ্রসাদ মাইতি

তোমার প্রেম হৃদয়ে জেগে আছে বলেই হতাশা আমাকে এখনো ছুঁতে পারেনি, কঠিন-কুটিল সময়ের ভ্রূকুটি আমার দুয়ার হতে অনায়াসে হটে যায়। তোমার প্রেম আমাকে মনের থেকে শক্ত করে রাখে, আমাকে চির বলীয়ান করে, গাঢ় অন্ধকারের মধ্য থেকেও আলোর স্বপ্ন দেখায়, যাতে কাঁটা বিছানো পথেও আমি সহজে চলতে পারি। তোমার প্রেমের অমলিন দীপশিখা আমার দু:খের মুহূর্তগুলিকে পুড়িয়ে খাঁটি সোনায় পরিণত করে, নিয়ে আসে রোদ ঝলমলে রঙিন প্রভাত- আমি বেঁচে থাকি মাথা উঁচু করে।
   বাইরের বাঁধন যতটা না আলগা হল, তার থেকে অনেক বেশি শক্ত হল ভিতরের বাঁধন – বিশেষ করে হৃদয়ের বাঁধন। হৃদয়ের এই বন্ধন এতটাই জমাট হল আরক্তিম লজ্জায় ঢেকে গিয়েছিল তোমার সারা মুখমণ্ডল, প্রশস্ত ললাট জুড়ে ছড়িয়ে পড়ছিল অপূর্ব এক জ্যোতির্ময়ী রূপ! যে রূপের ছটায়আলোকিত হল আমার বসার ঘর, আমার মনের ঘর - আমার সারা ভুবন চত্বর। তুমি রেঙে উঠেছিলে ভালোবাসার রঙে, তোমার সুদৃশ্য অঙ্গে দোল খাচ্ছিল তার মহিমান্বিত ছায়া, তোমাকে এতটাই সুন্দর লাগছিল আমার চোখ সরতেই চাইছিল তোমার থেকে – মন বলছিল এই তোমাকে নিয়ে কেবলই ছবি এঁকে যাই, আমার সব কাজ পড়ে থাক, আমি চুপটি করে বসে থাকি তোমার পাশে – তোমার স্পর্শে আমার ভালোবাসাও ওই সুন্দরের মতো রেঙে উঠুক। তুমি কাছে এলেই যতরকম দুষ্টুমি করার কথা মাথায় খেলে বেড়ায়, মনে হয় তোমাকে বিস্রস্ত, বেসামাল এলোমেলো করে দিতে পারলেই বুঝি আমার তৃষিত হৃদয় তৃপ্ত হবে, শান্ত হবে। কেন জানিনা তোমাকে দেখলেই আমার প্রচণ্ড ইচ্ছে জাগে তোমার প্রশস্ত ললাট, কাজলকালো দুই আঁখি-যুগল, গোলাপ রাঙা ঠোঁটের দুই কোণা – এক কথায় তোমার সারা অঙ্গে এঁকে দিই আমার ভালোবাসার চুম্বন। তোমার খোঁপাবাঁধা চুল ভেঙে দিই, ওই চুলের ভিতরে প্রাণের আবেগ নিয়ে বিলি কাটতে থাকি, আঁচলের তলা দিয়ে লুকিয়ে তোমার বুকের মাঝে আমার মাথা রাখি, তোমার আঙ্গুলের ভিতরে আমার আঙুল রেখে ইচ্ছে মতন খেলা করি। আর এইসব দুষ্টুমির মধ্য দিয়ে জয় করে নিই তোমার হৃদয়খানি। 
   ইদানিং যেন আরো অনেক বেশি তোমাকে দেখার ইচ্ছা বেড়ে গেছে, তোমার সাথে আরো বেশি সময় কাটানোর চাহিদা বেড়েছে, আমার মনের ঘরে আরো বেড়ে গেছে তোমার আসা-যাওয়া, তোমার আনাগোনা। স্বপ্ন তোমাকে নিয়ে দেখতামই- আজকাল আরো বেশি করে যেন পেয়ে বসেছে সেই স্বপ্নের নেশা, ঘোরলাগা বিস্ময় আরো যেন জমাট বাঁধা মেঘের মতো ঘনীভূত হয়েছে, তোমাকে একবার কাছে পেলে ছেড়ে যাবার আর ইচ্ছে জাগে না, মনে হয় - তোমাকে আরো অনেক কাছের করে রেখে দিই, হৃদয়ের গভীরে রেখে তালাবন্ধকরে দিই-জানিনা কেন এমন হচ্ছে। 
   আমরা পাশাপাশি আছি দেখলে, আমরা একসাথে গল্প করছি দেখলে লোকেরা তাদের মতোকরে কিছু একটা ভাবতেই পারে, কানাঘুষতে কথা চালাচালিও হতে পারে-তাদের তো দোষ নেই মানুষের স্বভাবই এই কিছু দেখলেই কিছু একটা বলা।  লোকে কিছু বলবে বলে তো আমাদের মেশামেশি বন্ধ থাকতে পারে না, আমাদের কথা বলাও বন্ধ করে দেওয়া যায় না। ভালোবাসা যেখানে সেখানে হৃদয়ের কথা কিছু থাকতেই পারে, থাকতে পারে অন্তরের ব্যথাও, তা এখনই শেষ করে নিতে না পারলে বলার সময় কী আর মিলবে? পরের জন্মের জন্য তো আর অপেক্ষা করে থাকা যায় না। 
   কেন জানি না – আমার যা কিছু ভালোলাগাকে তোমার সাথে ভাগ করে নিতে ইচ্ছে করে; যেটা আনন্দের, পরম সুখের মনে হয় সেটা তক্ষুনি তোমাকে জানাই। সব সময় তা হয় না বলে মন আমার খুব কষ্ট পায়, আমার নিজেকে বড়ো দু:খী দু:খী লাগে তখন, বিষন্নতার কালো মেঘ ভেসে যায় হৃদয়ের গায়। তুমি আমার কাছে এক সুন্দরের পৃথিবী- তাই তোমার সে সুন্দরের ঝরণা ধারায় আমার যা কিছু খুশিকে নিয়ে ভেসে যেতে সাধ জাগে, তোমাকে সাথে না নিলে আমার আনন্দের কোনো মজাই নেই। তোমার চোখের দিকে তাকালে আমি আমার ভালোবাসাকে খুঁজে পাই, দেখি তার মোহনীয় রূপ, সুন্দরের অনন্য প্রতিচ্ছবি! তোমার চোখের দিকে তাকালে আমার স্বপ্নেরা ডানা মেলে মুক্ত বিহঙ্গের মতো য়রে যায় অনন্ত আকাশে। তোমার চোখের দিকে তাকালে আমার বুকের প্রেম কথা বলে, দুরন্ত উচ্ছ্বাসে হৃদয় বিগলিত হয়। তোমার দিকে তাকালে মনের ভিতর প্রত্যয় জমা হয়, জন্ম নেয় আশার ফাগুন, অন্তরজুড়ে বেজে উঠে খুশির সানাই। তোমার চোখের দিকে তাকালে আমার আমিকে প্রত্যক্ষ করি তোমার মধ্যে। 

🍂
25th Episode
Premokabyo (EROTIKA)
Mangal Prasad Maity 
Translated
By 
Chandan Bhattacharya


The disappointment of my love is still in my heart, but the hard-nosed affliction breaks away easily from my door.  Your love keeps me strong, inviting me forever, and even dreaming of light in the dark, so that I can easily walk on the thorny path.  Your love-loving Amin Deepshikha burns my sad moments into pure gold, brings a dazzling morning of sunshine - I live high my head.
    The outer binding is much stronger than the loose, the inner binding - especially the heart's binding.  The bond of the heart was so tightly covered in reddish shame that your whole face was spreading across the wide front, a spectacular light!  The shapes that have been highlighted are my sitting room, the room of my mind - my entire building.  You rose in the color of love, Your magnificent shadow was swinging in your lovely limbs, You looked so beautiful My eyes wanted to move away from you - The mind was saying that I should only take pictures of you, All my work I read, I sat silently beside you -  May your love be as beautiful as your touch.  As soon as you come closer to playing the evil thing, I think if you can make me feel disoriented, unmotivated, then my thirsty heart will be satisfied and calm.  Why don't you see me in your fierce red face, two curly twigs, two elbows of rose-colored lips - in one word, kissing my love in your entire body.  I break your curly hair, spend the life with that passion inside the hair, hide my finger, place my head between your chest, put my finger inside your finger and play as you wish.  And I have not conquered your heart in these evil ways.
    As the desire to see you more and more has increased lately, the need to spend more time with you has increased, the room of my mind has increased, you have come and gone.  The dream I had with you - nowadays, as more and more of those dreams are getting intoxicated, the wandering wonder becomes more concentrated like a cloudless cloud, I do not want to leave you once you get closer, I think - leaving you much closer to your heart.  I do not know why it is locked in deep lock Being
    When we are together, when we look at the story together, people can think of something in their opinion, they may even be whispering - it is not their fault that it is human nature to say something.  If people say something, we cannot stop talking, we cannot stop talking.  Where there is love there can be something in the heart, even the heartache, if you can not finish it right now, what else can you say?  Can't wait for the next birth.
    Don't know why - I want to share some of my love with you;  Immediately I tell you what seems to be happiness, absolute happiness.  It doesn't always happen to me, my mind hurts a lot, when I find myself in great sadness, the black clouds of sadness dissipate.  You are a beautiful world to me - so you can enjoy whatever happiness I have in the stream of that beautiful stream, I have no pleasure in taking you with me.  Looking at your eyes I find my love, I see its charming form, the unique image of beauty!  When you look into your eyes, my dreams are like wings falling into the eternal sky.  When I look at your eyes, the love of my breast speaks, the heart is shattered in the instant of the high breath.  When you look at your mind, credibility accumulates in the mind, the hope is born, the heart of happiness rises in the heart.  Looking at your eyes, I see my mother in you.
    Who I love - I think everything is beautiful, nothing bad can happen to him, no need to embarrass him with unnecessary guilt.  The one whom he loves is always as pure as a flower, as transparent as a cloudless sky, without a clear, pure, delicate-scent.  He who loves - he is the heavenly flower of heaven, there can be nothing but fragrance inside his chest.  The one whom he loves is the wealth of life, the wealth of the heart - he can always be held in the gut of the heart, not pushed away.

Post a Comment

0 Comments