পারমিতা রায়
রাত জেগে আমরা
রাতের পর রাত কেটে গেছে,
কেটেছে বহু অন্ধকার
বহু বিপদ ,বহু ঝড়,
চারিদিকে শুধুই আঁধার নেই আলো শুধুই অন্ধকার আছে চেপে,
রাস্তাতেই দিনগুলি কাটে
বৃষ্টি পড়ছে ঝেঁপে।
তবুও দেখো আমরা অনড় , অভয়ার দিব্যি মুহূর্তকে আঁকড়ে ডুবে, নিশ্চয়ই কেটে যাবে
এই অন্ধকার তমসা ,
লালচে ওই আকাশের পুবে।
আন্দোলনরত জনতা
আমার ভাইবোনেরা তোমাদের জানাই লাখো কুর্নিশ,
এভাবে আঁচলের মধ্যে নিয়ে অভয়াকে দাঁড়িয়েছো পাশে তোমরা বটবৃক্ষের ছায়ার মত,
ভেঙ্গেছো বহু বাধার প্রাচীর শত।
জানতে চাই তারিখ তারিখ
দীর্ঘ , ক্লান্ত পথ পেরিয়ে
কবে যে পাবে অভয়া বিচার
কালচক্র রথে।
তোমায় ভালোবেসে
তোমাকে ভালোবাসি , হে বন্ধু তোমাকে ভালোবাসি
ভালোবাসি তোমার পৌরুষকে, তোমার উদারতাকে , তোমার অসীমতাকে, তোমার নীরব শান্ত ভাষাকে , তোমার সৌখিনতাকে, ভালোবাসি তোমার মধ্যে খুঁজে পাওয়া আমি কে , ভালোবাসি তোমাকে এই কবিতায়, এই লেখায়, সহজ সরল ভাষায় , যদিও কবিতাগুলি বেশ অগোছালো , তবুও যেন
তোমার ভালবাসায় মত্ত আমি খুঁজে বেড়াই কলমের লেখা আচড় আমার , যা শুধুই
আমার আছে শুধু আমার
কবিতার খাতায়।
চোখের আড়ালে থাকলেও
তুমি আমার মনে
বিরাজমান সবসময় ।
মন জানে তুমি আমার একমাত্র প্রিয়জন, আপন জন,
তোমাকে দেখি বন্ধ চোখেও,
তোমায় ভাবি আনমনে
দূরে ঠেলে দিয়েও,
তোমাকে হৃদয়ে ধরে রাখি
আলতো ভালবাসায়।
চিরদিন থাকবে তুমি
আমার লেখায় , আমার কবিতায়।
হে আজকের সমাজ
হায়রে সমাজ কেন এত দুর্নীতি এখানে, কেন এ্যাতো সংঘর্ষ এখানে, কেন এ্যাতো লড়াই এখানে, কেন এ্যাতো হাহাকার এখানে? মানুষের মনে কেন এ্যাতো জটিলতা, কুটিলতা,
তবুও এই এই সমাজের বুকে বাঁচিয়ে রাখতে চাই সুবুদ্ধি সম্পন্ন যুবসমাজকে, বাঁচাতে চাই তাদের বিবেককে, সুবিচার বোধকে।
রামচন্দ্রের সততার সেই পঞ্চবটী বনে নির্বাসিত হতে চাই, যেখানে প্রভুর সততার, প্রবল মনোবলের , রাক্ষসের বিরুদ্ধে লড়াইয়ের স্মৃতি বিজড়িত আছে,
এই সমাজকে তাই গড়তে চাই সেই স্বপ্নের এবং স্মৃতির ইতিবৃত্ত দিয়ে।
🍂
0 Comments