জ্বলদর্চি

শ্যামলকান্তি দাশ ও অজিত মিশ্র-র কবিতা

শ্যামলকান্তি দাশ ও অজিত মিশ্র-র কবিতা 

আমাকে আপনি
শ্যামলকান্তি দাশ

আমাকে আপনি যদি তিন মাস 
রেখে দেন-রাখতে পারেন, 
চাপাঢাকা দিয়ে খুব সঙ্গোপনে, 
যেন না বেরিয়ে পড়ি বুলি থেকে 
যেন না আমার গায়ে কাঁটাখোঁচা লাগে।

আমাকে তো আপনি চেনেন, 
দেখেননি সত্য কথা, কিন্তু চেনেন। 
আমি একটু বারমুখো, সাজগোজ ভালোবাসি, 
গোধূলির কলকাতা আমার পছন্দ খুব, 
লাফ দিয়ে আকাশ পাড়তে পারি, 
এই যা একটু দোষ-মানিয়ে নেবেন।

আপনার অজস্র বই, ভারী চওড়া, স্বাস্থ্যবান, 
ওই সব বইয়ের তলায়, চাপা দিয়ে 
রাখবেন, মাত্র তিনটে মাস, আমি ঠিক শুধরে যাব, 
যখন দরকার হবে অবতীর্ণ হবেন আসরে। 
দু'জনে দু'জনকেই যথেষ্ট গভীর চিনি, 
নিঃশব্দ রক্তপাতে রোমাঞ্চিত হব!

পাপীয়সী তোকে 
অজিত মিশ্র


খুব একটা বৃষ্টি হয়নি এবার। 
মাঝরাতে মোবাইল সুইচ অফ রাখার মতো 
সুইচ অফ থেকেছে বৃষ্টি দিন।

তবুও 
আশায় বাঁচে চাষা 
আল্লার কাছে দোয়া চায়। 
ফেরেববাজ প্রেমের মতো 
শুকনো খটখটে মাঠ। 
উত্তরে অজস্র ঢেলে দেবার পর 
দক্ষিণে মুখ ফেরায় মেঘ 
একটু দেরি হয়, এই যা।

দেরি হতে হতে, হতে হতে 
নৌকোর মাঝি হাঁক পাড়ে 
তল্লি তল্পা গুটিয়ে নিতে বলে। 
শুকনো ঠোঁট, শুকনো মুখ, শূন্য ঝুলি 
হাঁকের বদলে হাঁক দেয়: 
এই যে, যাচ্ছি—

🍂

Post a Comment

0 Comments