অষ্টপদ মালিক
দরজা জানালা বন্ধ ঘরে
কয়েকটি নর পিশাচ আর নারী পিশাচিনী মিলে
তার ফুলের মতো শরীরটার উপর
পাশবিক অত্যাচার চালিয়েছিল
সে কেঁদেছিল আর্তনাদ করেছিল
কিন্তু তারা তাকে শেষ করেই ছাড়লো !
তার চিৎকার বিফলে যায়নি
কোটি কোটি মানুষ তার চিৎকারে
জেগে উঠলো, কেঁদে উঠলো আর
তার শাস্তির বিচার চেয়ে আজও
পথে দাঁড়িয়ে সমস্বরে
বুকফাটা চিৎকার করে বলছে
অভয়ার হত্যাকারীদের চরম শাস্তি চাই
বিচার চাই বিচার চাই !
গদ্যময় পৃথিবী
একমুঠো ভাত জাত মানে না
ধর্ম আচার-বিচার কিছুই না
গদ্যময় পৃথিবী
শুধু বেঁচে থাকার আর্তি শোনায়
অগণন হা-ভাতের কানে কানে ।
🍂
প্রতিবেশী
সারা রাতের মধ্যে বাড়ির আশেপাশে
দু'চারটে প্যাঁচার কর্কশ ডাক শুনতে পাই
ওরা নিশাচর প্রাণী খাবারের সন্ধান করে
রাত শেষ হবার আগেই ওরা
গাছের কোটরে লুকিয়ে পড়ে
ওরা ইঁদুর ব্যাঙ পোকামাকড়
কি জানি কি পেল ,কি - বা খেল!
প্রতিবেশীরা কেউ কি খোঁজ নিয়েছে ওদের ?
ভালো আছি জীবন
ফাঁকা মাঠের মাঝে
তালগাছটি একা দাঁড়িয়ে
জল ঝড় বন্যা আর বজ্রপাত
সব বিপদ বাধা উপেক্ষা করে
ঠিক সে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ।
তালগাছটি এভাবে চিরকাল দাঁড়িয়ে থাকবে
কারণ তার লোভ নেই
সে প্রতিহিংসা জানে না
ভালো আছি জীবনে
তালগাছটি ছাড়া আর কেউ কি ভালো আছে ?
সময় কথা বলে
ক্ষয় হতে হতে
একসময় পাহাড় তার মাথা হারায়
নিয়মের বেড়াজাল ভেঙে
ঝরনা নদী হয়ে যায়
ভূগোলের পাতায় অক্ষর বীজ গুলি
ভুল প্রমাণিত হয়
তারপর সময় কথা বলে ।
0 Comments