জ্বলদর্চি

গুচ্ছ কবিতা/ শর্মিষ্ঠা বসু তরফদার

গুচ্ছ কবিতা 
শর্মিষ্ঠা বসু তরফদার 

স্বপ্ন

অবুঝ মনের সবুজ কথা কানে কানে,
তোমার গালে ওষ্ঠ ছুঁতে চাইছে মন।
 রাখবো ধরে বুকের মাঝে প্রবল টানে -
গভীর প্রেমের স্বপ্ন আঁকা রঙিন ক্ষণ।
 কিন্তু যখন স্বপ্ন ভাঙে - খিদের জ্বালা-
 দুমুঠো খাওয়ার জন্য স্বপ্ন বেচি।।
          

অভিলাষ

অনন্তকাল আমি হেঁটে যেতে চাই -
তোমার আকাঙ্খার পথ ধরে।
 বসন্তের বিকেলে আমি এঁকে যেতে চাই -
তোমার জীবনের রঙিন ছবি।
 জীবাশ্ম হয়ে আমি থেকে যেতে চাই -
তোমার হৃদয়ের পাললিক স্তরে।
          

বিস্মৃতি

 স্পর্শ সুখে হৃদয়ে তোলপাড়
 অনুভবের রং মশাল জ্বালা রাতে ।
নীরব চোখে জীবনের বোঝাপড়া,
স্বীকৃতির একগুঁয়ে সংঘাতে।
স্মৃতির ধূসর ক্যানভাসে আজ
 অনুভূতিহীন ব্যথার আঁকা কোলাজ।
    

আমার শহর

এ শহরের আনাচে-কানাচে
 ভিড় করে আসে স্মৃতি কতো।
 রক্ত শুকিয়ে ক্ষতরা কালচে
 ইতিহাস লেখে গল্প কাহিনী যতো।

 ক্ষুদিরাম প্রদ্যোত অনাথবন্ধু
 তাজা তাজা প্রাণ স্বাধীনতার বলি
 বিমল রামকৃষ্ণের নিংড়ে রক্তবিন্দু
ইংরেজরা এখানে খেলেছে মৃত্যু হোলি।


কাঁসাই পাড়ের ছোট্ট শহরে বাস,
মেদিনীপুর নামে গর্বে ভরে বুক 
এ শহর জানে অনেক দীর্ঘশ্বাস
 চোখ বুঝলেই ভেসে ওঠে সব মুখ।।
        

উত্তর নেই

ওই যে দেখছো প্রশ্নরা সারি সারি
 জিজ্ঞাসা নিয়ে তাকিয়ে আমাকে দেখে।
 অসাড় জীবনে কুয়াশার বাড়াবাড়ি 
সামনে পিছনে সব পথ আছে ঢেকে।

আনমনা পথে প্রশ্নরা ধরে হাত
সময় করে একটু যদি শোনো
 আমার সামনে অন্ধকারের রাত 
অসহায়তার উত্তর নেই কোনো।

উত্তর যদি নাই থাকে আজ কাছে 
প্রশ্ন কিসের? সেটা তো বলতে পারো।
 তাই তো বলছি, উত্তর খোঁজা মিছে
 কেনই বা কেউ প্রশ্নের ধার ধারো।।

Post a Comment

0 Comments