বিশ্ব ডাক দিবস (৯ ইঅক্টোবর)
দোলনচাঁপা তেওয়ারী দে
ডাক বা পোস্ট হল, পোস্টকার্ড, চিঠি এবং পার্সেল সরাসরি পরিবহনের একটি ব্যবস্থা। ডাক পরিষেবা সরকারি বা বেসরকারি দু’ধরনেরই হতে পারে, যদিও অনেক সরকার, বেসরকারি ব্যবস্থার উপর বিধিনিষেধ আরোপ করে। ১৯ শতকের মাঝামাঝি থেকে, জাতীয় ডাক ব্যবস্থা একচেটিয়া সরকারি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে পরিচালিত হয়, যারা অগ্রীম অর্থ পরিশোধের মাধ্যমে সেবা নিশ্চিত করে। অগ্রীম টাকার বিনিময়ে সাধারণত একটি আঠালো ডাকটিকিট সরবরাহ করা হয়, যা ডাক খামের উপর ব্যবহার করা হয়, তবে বেশি পরিমানে চিঠির জন্য ডাক মিটার ব্যবহৃত হয়।
ডাক কর্তৃপক্ষ বেশির ভাগ ক্ষেত্রে চিঠি পরিবহন ছাড়াও আরো কিছু কাজ করে থাকে। কিছু দেশে এটি ডাক, টেলিগ্রাফ এবং টেলিফোন (পিটিটি), আন্তর্জতিক ডাক পরিষেবা ব্যবস্থার তত্ত্বাবধান করে। কিছু দেশে ডাক কর্তৃপক্ষকে সেভিংস অ্যাকাউন্টে পরিচালনার অনুমতি দেয় এবং পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন তত্বাবধান করে।
১৮৭৪ সালে প্রতিষ্ঠিত হয়, ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন (ইউপিইউ), ১৯২টি সদস্য দেশকে অন্তর্ভুক্ত করে এবং একটি আর্ন্তজাতিক বিনিময়ের নীতি নির্ধারণ করে।
মানুষ এবং ব্যবসার দৈনন্দিন জীবনে ডাক পরিষেবার গুরুত্ব তুলে ধরার পাশাপাশি বিশ্বব্যাপী সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে এর অবদান তুলে ধরার জন্য ৯ই অক্টোবর বিশ্ব ডাক দিবস পালিত হয়। ৯ইঅক্টোবরকে দিন হিসাবে বেছে নেওয়া হয়েছিল কারণ,এই দিনে ১৮৭৪সালে ইউনিয়ন পোস্টাল সার্ভিস (ইউপিইউ) শুরু হয়েছিল।
১৮৭৪সালে ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নের (ইউপিইউ) সৃষ্টির বার্ষিকী উপলক্ষে টোকিওতে ১৯৬৯ সালের ইউনিভার্সাল পোস্টাল কংগ্রেস দ্বারা ইভেন্টটিকে ঘোষণা করা হয়েছিল।
বিশ্ব ডাক দিবসের ইতিহাস সম্পর্কে বলা যায় যে,
পোস্টের ইতিহাস তার লিখিত ইতিহাসের চেয়ে পুরানো। বলা হয় যে, রোমে অগাস্টাস সিজারের সময় (62 BCE - 14 CE) প্রথম ডাক পরিষেবা সংগঠিত হয়েছিল। ব্রিটিশ পোস্টাল মিউজিয়ামের মতে, স্কটল্যান্ডের সানকুহারের হাই স্ট্রিটে সবচেয়ে পুরনো পোস্ট অফিসটি রয়েছে। এই পোস্ট অফিসটি ১৭১২ খ্রিস্টাব্দ থেকে কাজ করছে।
🍂
৯ইঅক্টোবর প্রথম বিশ্ব ডাক দিবস ঘোষণা করা হয় ১৯৬৯ সালে জাপানের টোকিওতে ইউপিইউ কংগ্রেসে । ভারতীয় প্রতিনিধিদলের সদস্য শ্রী আনন্দ মোহন নারুলা প্রস্তাবটি পেশ করেন। সেই থেকে ডাক পরিষেবার গুরুত্ব তুলে ধরার জন্য সারা বিশ্বে বিশ্ব ডাক দিবস পালিত হয়ে আসছে । বিশ্ব ডাক দিবস ১৮৭৪ সালে সুইজারল্যান্ডের রাজধানী বার্নে ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন প্রতিষ্ঠার স্মরণে পালিত হয়। ১৫১টি দেশ জুড়ে উদযাপিত হয়, ১৯৬৯ সালে জাপানের টোকিওতে অনুষ্ঠিত ইউপিইউ কংগ্রেস দ্বারা এটিকে প্রথম বিশ্ব ডাক দিবস ঘোষণা করা হয়। তারপর থেকে, সারা বিশ্বের দেশগুলি বার্ষিক উদযাপনে অংশগ্রহণ করে। ভারতও ৯ই অক্টোবর থেকে১৫ইঅক্টোবর পর্যন্ত পালিত জাতীয় ডাক সপ্তাহের শুরুর তারিখটি স্বীকার করে।
বিশ্ব ডাক দিবস ২০২৩ সালের থিম ছিল,"ট্রাস্টের জন্য একসাথে: একটি নিরাপদ এবং সংযুক্ত ভবিষ্যতের জন্য সহযোগিতা।"
২০২৩ সালের থিমের অর্থ হল, সরকার এবং তাদের ডাক পরিষেবাগুলিকে একটি ডিজিটাল একক ডাক অঞ্চলের বিকাশে সহায়তা করার জন্য অনুরোধ করে যা শতাব্দী ধরে বিকাশিত বিস্তৃত শারীরিক নেটওয়ার্কের পরিপূরক।
ডাক অপারেটরগুলি বিশ্বব্যাপী প্রায় ১.৫বিলিয়ন লোককে মৌলিক আর্থিক পরিষেবা প্রদান করে (পেমেন্ট, অর্থ স্থানান্তর এবং সঞ্চয়)।বিশ্বব্যাপী ৬৫০,০০০ এরও বেশি অফিস এবং ৫.৩ মিলিয়ন কর্মী সমন্বিত একটি নেটওয়ার্ক এবং অনেক সরকারের কাছ থেকে একটি পাবলিক সার্ভিস ম্যান্ডেট সহ, পোস্টটি যেকোনও জায়গায়, যেকোনও ব্যক্তিকে পরিষেবা প্রদান করার ক্ষমতার ক্ষেত্রে অতুলনীয়।
বিশ্ব ডাক দিবস উদযাপন বিভিন্নভাবে হয়ে থাকে।
অনেক দেশের পোস্টগুলি নতুন পোস্টাল পণ্য এবং পরিষেবাগুলির প্রবর্তন বা প্রচার করতে ব্যবহার করে। সদস্য দেশগুলি দৈনন্দিন জীবনে ডাক পরিষেবার গুরুত্ব এবং দেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে এর অবদান সম্পর্কে সচেতনতা বাড়াতে বিশেষ প্রদর্শনীও করে। কিছু পোস্ট তাদের কর্মীদের ভাল পরিষেবার জন্য পুরস্কৃত করার জন্য বিশ্ব ডাক দিবসও ব্যবহার করে।
0 Comments