ভাস্কর সেন
ভেতরে আসুন
আজ আসার সময় হয়েছে মনে হয়
আজ একা আছি
চলে আসতে পারো কাছাকাছি
কাছে এলে কী নতুন সুর্যোদয় হবে
রাত্রিশেষে
ফিরে যাবে নতুন এক দেশে
যাও, চলে যাও, তবু যাও কেনো?
উলঙ্গ থেকো না
ঢাকো বক্ষযুগল, ঢাকো কটিদেশ
নয়তো পাথর কাঁদবে, থেকে যাবে কান্নার রেশ।
তোমার ভিতরে কী আছে
মৃত্যুর ঠিকানা?
নাকি নিদারুণ প্রসব যন্ত্রণা?
সৃষ্টির জাদুকাঠি নিয়ে
ক্রমাগত পা দুটি এগিয়ে
এসে বসো এইখানে এই অবসরে,
বসো স্থির হয়ে, নৈ:শব্দে বসো।
শুনে নাও কি বলছি আমি
অন্তর্যামী তো নই আমি
আমি আজ আছি একা আছি
তবু বেশ আছি বেঁচে আছি।
মধু-র কলসে সুধা ভরে
আজ তুমি চলে আসতে পারো।
🍂
নতুন দিনের গান
ক্ষয় শুধু ক্ষয় চারিদিকে
কেন হবে এ অবস্থা কীসের নিরিখে
বেঁধে রাখব সম্ভাব্য সকাল বিকেল দিনরাত
কাঠের ভিতরে ঘূণ সংবাদ দেয় দৈবাৎ :
পথে নামো, পরোয়া কোরো না মৃত্যুর
জীবন কী হেরে যাবে, জীবন কী বেদনা-বিধুর
দিন নয়, এক একটা দুঃস্বপ্নের রাত
ভোগ নয়, একথালা শুধু ডালভাত
জীবন শিখাতে চায় সূর্য্য নতুন করে দেখা
জানি চলে যেতে হবে একা একা
তবু পথ সুদূরপ্রসারী হতে হতে
আকাশে বিলীন হয়ে ফিরে আসে নতুন ছন্দ নিয়ে সাথে
প্রশ্ন থেকেই যায়, প্রথম এবং অন্তিম
বিগত দিনের ভোর কবে হবে ফের রক্তিম
মুখ্খো
লুকিয়ে থাকার ইচ্ছে নিয়ে হারাই নিজের মধ্যে
অন্যদিকে পাহাড়চূড়োয় তখন ওঠে সূর্য্য
আলোর ছটায় হারিয়ে ফেলি 'আমি' আমার পদ্যে
শরীর কেন ঝলসে গেল, বসত কত দূর গো?
ছানাপোনা সাঁতার কাটে মাছের মায়ের বৃত্তে
দু' মণ ভারী পাথর কাঁধে মানুষ তখন যুদ্ধে
সময় কাটে নিজের সাথে নিজের লড়াই লিখতে
দুঃখটুকু সরিয়ে রাখে চোখ বোজানো বুদ্ধে
কবে যে আর সঠিক পথে চলতে মানুষ শিখবে
পথের শেষে পৌঁছে আবার জুড়বে নতুন দুঃখ
এমন করেই আগাগোড়া ভুল ইতিহাস লিখবে
সরবে বালু পায়ের নীচে, বলবে সবাই মুখ্খো।
0 Comments