জ্বলদর্চি

৩৩ তম পর্ব/প্রেমকাব্য /মঙ্গলপ্রসাদ মাইতি

৩৩ তম পর্ব
প্রেমকাব্য
মঙ্গলপ্রসাদ মাইতি

তোমার প্রেমের আলোকসুধা আমার চোখে এসে লাগল, মনকে ছুঁয়ে গেল, এক অপার্থিব সম্পদ হয়ে বুকের গভীরে সঞ্চিত হল। তোমার প্রেমের আলোকসুধা আমাকে অনেক সুখে সুখী করল, অনেক আনন্দে আনন্দিত করল, অনেক আহ্লাদে আহ্লাদিত করল অনেক ভালোবাসায় ভালোবাসলো। তোমার প্রেমের আলোকসুধা আমাকে অনেক রঙে রঙিন করল, অনেক বর্ণে বর্ণময় করল, অনেক ছন্দে ছন্দমুখর করল, অনেক স্বপ্নে স্বপ্নমুখর করল। তোমার প্রেমের আলোকসুধা অনেক আশায় আশান্বিত করল,অনেক গর্বে গর্বিত করল, অনেক কাব্যে কাব্যমুখর করল, অনেক আলোয় আলোকিত করল। 
   তুমি আমার প্রেমের অসীম আকাশ-অনন্য রূপকার, তুমি সাথি-প্রিয় সাথি মোর অনন্ত ভালোবাসার। তুমি সবুজ বনের সাথি, ঝলকে ঝলক মিঠে দখিনা হওয়া, তুমি কাননে ফোটা ফুলবাহার, তুমি নদী- চঞ্চলা বেগবতী, তুমি জোয়ার-অতল সাগর মালা। তুমি বন্ধন- কখনো বন্ধনহীন আনন্দময় পথযাত্রী, তুমি পড়ন্ত বিকেল, গোধূলির মায়া, রঙে রঙে রঙিন ভরা বসন্ত। তুমি ভোরের শিশির, তুমি শরতের শিউলি, তুমি বৃষ্টিমুখর শ্রাবণসন্ধ্যা, তুমি জ্যোত্‍স্নাভেজা রাত, তুমি চাঁদ-পূর্ণিমার স্নিগ্ধতা। তুমি সূর্য সকাল বেলার, তুমি পাখির গান ঘুমভাঙা ভোরের- তুমি আশা, তুমি প্রত্যাশা, এক বুক স্বপ্ন চোখের দু’টি তারায়।
   এসো হাতে হাত রেখে ভালোবাসার দেশে হারিয়ে যাই, রূপোলি চাঁদের ছায়ায় বসে হৃদয়ের গান গাই। তুমি বলবে তোমার কথা, আমি আমার; দু’জন দু’জনার কথা শুনতে শুনতে রচনা করবো এক স্বপ্নের বাসর, যে স্বপ্নের বাসরে নিভৃতে বসে আমি দেখবো তোমাকে, তুমি আমাকে। আমি দেখবো তোমার অতুলনীয় সৌন্দর্য- যে সৌন্দর্য রাশি তোমাকে করেছে অনুপমা, অন্যের থেকে আলাদা। আমার পাগল দু’চোখ তোমাকে ঘিরে ছবি আঁকবে, কাঙাল মন তোমার স্পর্শে পূর্ণ হবে। আকাশে জ্বলবে তারার দীপ, বনভূমি থেকে ভেসে আসবে পাহাড়ি ঝরনার কলতান, বুনোফুল ছড়াবে তার গন্ধ!তার মাঝে তুমি আর আমি - একসমুদ্র প্রেমে অবগাহন করবো।
   তোমার মনের অমলিন সৌন্দর্যসুধা, হৃদয়ের নি:স্বার্থ প্রেম, দেহবল্লরীর অনবদ্য রূপলালিমা-সবে মিলে তুমি আমাকে অপার ভালোবাসার বাঁধনে বেঁধে ফেলেছ; যে বাঁধন ছিঁড়ে বেরিয়ে যাবার সাধ্য আমার নেই, এ বাঁধন ছিঁড়তেও চাই না আমি। হৃদয় কাঙাল করে যে এতখানি ভালোবাসতে পারে সেই ভালোবাসার অবমাননা করি কী করে? তাই তোমার এই অপরিমেয় প্রেমের সাথে আমার বুকের সবটুকু প্রেম মিশিয়ে এক স্বর্গীয় প্রেমসাম্রাজ্য বানাতে চাই, যে সাম্রাজ্যে তুমি হবে সম্রাজ্ঞী, আর আমি হব তার অধীশ্বর।
   প্রজাপতির মতো পাখনা মেলে তুমি আমার কাছে এসো-আমি যে তোমারই জন্যে আমার হৃদয় বাগান খুলে রেখে বসে আছি। আমার বুকের মধ্যে যে জমা আছে অনেক কথা, হাজার কথা, কোটি কথা – আমি সেসব তোমায় শোনাতে চাই, প্রাণের করে নিয়ে বলতে চাই। কেন ধরা না দিয়ে শুধুই পালিয়ে পালিয়ে বেড়াও, আমার অন্তরের দু:খ-জ্বালা-যন্ত্রনার কথা তোমাকে ছাড়া কাকে আর বলবো? কাকেই বা শোনাবো? স্বার্থপরের মতো শুধু নিজের কথাই বলতে চাই না, শুনতে চাই তোমার কথাও, শুনতে চাই তোমার হৃদয়ের গানও। মাকড়সার মতো জাল বিছিয়ে আমায় ভক্ষণ করতে নয়, প্রজাপতির মতো তুলতুলে রঙিন পাখনা মেলে তুমি আমায় ধরা দাও। 
  প্রকৃতি সুন্দর - তাকে আমি ভালোবাসি, সেই প্রকৃতির মাঝে সৃষ্টি তুমিও-তাই তোমাকেও ঢেলে দিই আমার অন্তরের ভালোবাসা। বাগানের ফোটা ফুল সুন্দর-তুমিও আমার কাছে সেরকমই এক ফোটা ফুল-তোমার সৌন্দর্যে,বর্ণে-গন্ধে আমি বিমোহিত, মুগ্ধ হই-তোমাকে না ভালোবেসে থাকতে পারি না। আকাশের চাঁদ ভারি চমত্‍কার-সেই চাঁদের মতো তুমিও সুন্দর আমার কাছে – তোমার অপূর্ব রূপলালিমা, রমনীয়তা আমাকে বিভোর, বিহ্বল করে-আমার প্রাণের ভালোবাসা তাইতো উজাড় করে দিই তোমার জন্য। গোধূলির রাঙা মেঘ, তার স্বর্ণালি আভা, ছড়িয়ে পড়া রঙ এক মায়াময় জগতের সূচনা করে, তোমার মুখের হাসি সেরকমই মিষ্টি, লালিত্যময়-তোমার মধ্যে আমার ভালোবাসাকে খুঁজে পাই। নদীর বেগবতী চলা, তার ছন্দমুখর করে, অনেক খুশিতে মাতাল করে-তুমিও ঠিক আমার কাছে এক নদী; সীমাহীন ভালোবাসায় তোমার স্রোতে তাইতো অবগাহন করি। 


🍂

33rd Episode
Premokabyo (EROTIKA)
Mangal Prasad Maity 
Translated
By 
Chandan Bhattacharya


The light of your love came into my eyes, touched my heart, became an unearthly treasure and was stored deep in my chest.  The light of your love made me very happy, made me very happy, made me very happy, made me very happy.  The light of your love made me colorful in many colors, made me colorful in many colors, made me rhythmic in many verses, made me dream in many dreams.  The light of your love gave you hope in many hopes, made you proud in many ways, made you poetic in many poems, enlightened you in many lights.
    You are the infinite sky-unique embodiment of my love, you are the partner-dear partner of my eternal love.  You are the companion of the green forest, you are the sweet south of the gleam, you are the flower blossom in the garden, you are the river-chanchala begwati, you are the tide-abyss of the sea.  You are a bondage - a happy traveler without ever a bondage, you are a falling afternoon, the illusion of twilight, a colorful spring full of colors.  You are the dew of the morning, you are the hyacinth of autumn, you are the rainy evening, you are the moonlit night, you are the softness of the moon-full moon.  You are the sun in the morning, you are the song of the birds in the sleepy dawn - you are the hope, you are the expectation, the two stars of a book dream eyes.
    Let's hold hands and get lost in the land of love, sit in the shadow of the silver moon and sing the song of the heart.  You say your words, I am mine;  Listening to the words of two people, I will compose a dream basar, in which I will see you in secret, you will see me.  I will see your incomparable beauty - the beauty that has made you incomparable, different from others.  My crazy eyes will draw pictures around you, your poor mind
 Will be full of touch.  The light of the stars will shine in the sky, the murmur of the mountain springs will float from the forest, the smell of wildflowers will scatter!
    The immaculate beauty of your mind, the selfless love of your heart, the impeccable beauty of Dehballari - barely you have bound me in the bond of infinite love;  I don't want to break the bond that I can't get out of, I don't even want to break that bond.  How can I insult the love that can love so much with a broken heart?  So I want to mix this immense love of yours with all the love in my heart and make a heavenly love kingdom, in which you will be the empress, and I will be its overlord.
    Come to me with wings like a butterfly - I am sitting with my heart open for you.  There are many words, thousands of words, crores of words that are stored in my chest - I want to hear them from you, I want to say them with all my heart.  Why don't you just run away without getting caught, who else can I tell about my heartache and pain?  Who will I listen to?  I don't want to speak only about myself like a selfish person, I want to listen to your words, I want to listen to the song of your heart.  You don't catch me by spreading a web like a spider, you catch me with colorful wings like butterflies.
   Nature is beautiful - I love her, you are created in the midst of that nature - so I pour love on you too.  The blossoming flower of the garden is beautiful you too are such a blooming flower to me I am fascinated, fascinated by your beauty, color and smell-I cannot live without loving you.  The moon in the sky is very beautiful - you are as beautiful to me as that moon - your wonderful beauty, romance bewilders me, bewilders me - so the love of my soul is destroyed for you.  The red cloud of twilight, its golden hue, the scattering of color initiates an enchanted world, the smile on your face is so sweet, elegant  I find my love in you.  The speed of the river, its rhythmic, very happy drunk - you are just a river to me;  So I bathe in your stream of boundless love.

Post a Comment

0 Comments