জ্বলদর্চি

গৌতম মাহাতো ও কৃষ্ণা গায়েন-এর কবিতা

গৌতম মাহাতো ও কৃষ্ণা গায়েন-এর কবিতা 

জাহান্নামের ঘোড়া : চার

গৌতম মাহাতো

ফিরব বললেই কি ফেরা যায় সুধাময়ী?
য্যামোন যাব বলেও যাওয়া আর হয়ে ওঠেনি তিন পাহাড়ের গাঁয়ে।সেখানে সময় পাশে এসে বসে।
  এই ফেরার আর যাওয়ার মাঝেই মাঠে বাঁধা গরুটিরও প্রেম হয় এক সময়

                 প্রেম

সেও চিনে ফ্যালে ও প্রান্তে থাকা খুঁটির খোয়াব
বাকি সবই তো আমাদের এই দড়ির জীবন সুধাময়ী, 
 ঘুমেও জড়িয়ে থাকে কন্ঠকমল
                    আমরা অতীব সাধারণ মাদারী

কে য্যানো রুহ্ কাঁপানো ডুগডুগি বাজিয়ে বলে --
 
       ইয়ে হ্যায় আসলি মাদারী কা খেল বাবু
                                মাদারী কা খেল

          বাচ্চে লোগ বাজাও তালি...



🍂

পটভূমি

কৃষ্ণা গায়েন 

দূর পটভূমে প্রলম্বিত দাবানল। 
অস্থির রাষ্ট্র, দেশ ভূমি; হিংসার কালিমায় মসিলিপ্ত মানবসমাজ। 
মহাযুদ্ধ, মারণাস্ত্রের আঘাত ভেঙে দেয় ধরিত্রীর পাজর। 
মানুষেরই সীমাহীন লোভ চোরাস্রোতে বয়ে আনে যুদ্ধের দামামা। 
তার পর সব আলো নিভে যায়, অন্ধকারে ব্যপ্ত চরাচর। 
তবুও মানুষ জেগে ওঠে, সংকল্প করে-  বয়ে নিয়ে যেতে হবে দায়ভার ।
আবার জাগবে মানবতা- দিগন্ত মাঝে  একফালি চাঁদের মত উজ্জ্বল নীল আকাশে। 
জীবনের নাম নিয়ে মানুষ খুঁজবে আলোর নিশানা; ধ্বংস নয় - শান্তি চাই, চাই মানবকল্যাণ সুন্দর পৃথিবীর মাঝে।

Post a Comment

0 Comments