প্রেমকাব্য
মঙ্গলপ্রসাদ মাইতি
মিথ্যে একটা ধারণা অন্তরে পুষে রেখে অভিমানে দূরে সরে থাকলে, নিজে কষ্ট পেলে – আমাকে কষ্টে রাখলে। যা কখনো বলিনি, তোমার সম্বন্ধে যা কখনো ভাবিনি – সেটাই নিজের মনের মধ্যে রচনা করে নিজে কাঁদলে, আমাকে কাঁদালে, নিজে দীর্ণ হলে ব্যথায়, সেই একই ব্যথায় আমাকেও দীর্ণ করলে। হ্যাঁ, বকেছি-ধমকেছি মানলাম – তবে সেটা তো ক্ষণিকের, আর তুমি ভেবে নিলে সেটাকেই চিরসত্য করে। যে ধারণা আমার কল্পনার মধ্যে ছিল না, সেটাকেই খাড়া করে তুমি নিজে যন্ত্রনা পেলে, আমাকে যন্ত্রনা দিলে। এ কষ্ট সইবো কী করে বলতে পারো?
হৃদয় নিংড়ে একদিন যখন তুমি তোমার সবকিছু দেবার ইচ্ছে প্রকাশ করবে, তখন হয়তো আমার তা গ্রহণ করার সাধই জাগবে না; আমার সামনে এসে দাঁড়ালেও আমিই হয়তো মুখ ফিরিয়ে রইবো তখন: সময়ের সাথে সাথে চাহিদাও বদলে যায় – এটা জীবনের এক চরম সত্য। আজ আমি যা চাইছি তোমার কাছে কালকেও যে তা চাইবো এমন নাও হতে পারে। যখন দিতে চাইবে তখন দেখবো বড্ড দেরি করে ফেলেছ, আমি নিতে অক্ষম কিংবা অপারগ। বুকে কষ্ট নিয়েও দেখতে হবে ভালোবাসা কেঁদে কেঁদে ফিরে যাচ্ছে।
নদীর সঙ্গে স্রোতের যা সম্পর্ক, পাখির সঙ্গে নীড়ের, ঝিনুকের সঙ্গে মুক্তোর, ফুলের সঙ্গে গন্ধের, ঘাসের সঙ্গে শিশিরবিন্দুর, সূর্যের সঙ্গে আলোর, চাঁদের সাথে জোছনার, গাছের সঙ্গে সবুজের, মেঘের সাথে বৃষ্টির, প্রাণের সঙ্গে বায়ুর, উর্মিমালার সঙ্গে সমুদ্রের, ঝরনার সাথে পাহাড়ের, পর্বতের সাথে শৈলচূড়ার, গানের সঙ্গে কথার, কথার সঙ্গে সুরের, সুরের সাথে ছন্দের, ছন্দের সাথে তালের, তালের সাথে বীণার, নৌকার সাথে পালের, পালের সাথে হাওয়ার, বসন্তের সঙ্গে নব কিশলয়ের, পলাশের সঙ্গে দখিনা বাতাসের, ভালোবাসার সাথে উত্তাপের – সেই সম্পর্ক তোমার সাথে আমার-আর সব মিছে।
তুমি শুধু আমায় সমুদ্রই দেখালে না-একই সাথে সেই সমুদ্রে অবগাহন করার আমন্ত্রন জানালে-অযুত বছরের লালন করা স্বপ্নকে সার্থক করে তুললে আশ্চর্য রমনীয়তায়। এই তুমি কতখানি সুন্দর হতে পারো, অতি কাছে থেকে তোমাকে দেখেই তা বুঝলাম, জানলাম। এর আগে তোমার মধ্যে বিশাল সরোবর দেখেছি, বেগবতী নদী দেখেছি- আজ দেখলাম উত্তাল এক সমুদ্রকে। দেখার চোখ থাকলে কত রূপেই না তোমার প্রকাশ ঘটতে পারে-আজ দেখলাম একটি নিটোল সমুদ্রকে – যার বুকে সাঁতার কাটলে জীবনের পরম পাওয়া হয়ে যায়, খুঁজে পাওয়া যায় মুক্তির চরম স্বাদ। এখন ভাবি তোমাকে ভালোবেসে কোনো ভুল করিনি।
তোমার প্রতি চুম্বনে আমি যেন সমুদ্র মন্থন করি-সেই মন্থনকালে যে অমৃত উঠে আসে তা কানায় কানায় ভরে দেয় আমার অন্তর,অসম্ভব এক সুখানুভূতিতে হৃদয়কে উদবেল করে তুলে, অনাবিল তৃপ্তির স্বাদ পাই।তোমার চুম্বনে এমন এক জাদু আছে যার স্পর্শ আমাকে প্রতিবারইনতুন নতুন এক অচিনপুরীর দেশে নিয়ে চলে যায় – সেখানে আমাকে মোহাচ্ছন্ন করে, অনেক স্বপ্নে স্বপ্নাবিষ্ট করে – আমি কেবলই অনুভব করতে থাকি নির্ভেজাল আনন্দের কলধ্বনি। মনের ঘরে তখন ভালোবাসার ছবি, চোখের সামনে ভালোবাসার নীল ঢেউ - আমার সারা ভুবন চত্বর জুড়েই যেন ঝলমল করতে থাকে ভালোবাসা আর ভালোবাসার সোনালি রোদ।
তুমি যেমন পারো না তোমার স্বপ্ন থেকে আমাকে মুছে ফেলতে, তেমনি আমিও পারি না আমার স্বপ্ন থেকে তোমাকে সরিয়ে রাখতে, তার বিচ্যুতি ঘটাতে। আমার স্বপ্নের বড়ো একটা অংশজুড়ে তুমি আছো – তাই আমার স্বপ্নের তরীখানা যখন ভাসিয়ে দিই আনন্দলোকের পথে, তুমি হও সে পথের আনন্দযাত্রী।তোমার সাথে ঘর বেঁধেছি ভালোবাসার, হৃদয়ের বন্ধনে বেঁধেছি তোমায় – তুমি আমাতে আবদ্ধ-আমি তোমাতে। তুমি তাই পালিয়ে যেতে পারো না, পালাবার পথও নেই। এক অমোঘ প্রেমের সত্য আমাদের জীবনকে করেছে মধুময়, পরস্পরের চোখে আলোক নাচে, মিষ্টি সোনারোদের আলো।
সোনার আলো অঙ্গে মেখে তুমি এলে, দাঁড়ালে আমার দুয়ারে, আমার ভুবনখানি সোনায় সোনাময় হয়ে উঠল। হৃদয়ের চরে দেখা দিল খুশির প্লাবন, মনোভূমি রঙে রঙে রঙিন হ’ল, দখিনা বাতাস বইল, বৃক্ষের শাখাগুলি দুলে উঠল, সবুজের আলপনা আঁকল ছোট্ট-নরম দুর্বাঘাস। তুমি আসার সঙ্গে সঙ্গে একযোগে বেজে উঠল গানের সুর, উথাল-পাতাল হ’ল অন্তর, ফুলের সৌরভ ছুটল দিক হতে দিগন্তে, নৌকা ভাসল জলে, আঁধার আকাশে দেখা দিল চাঁদ, তার স্নিগ্ধ-কিরণ ছটায় পৃথিবীর মাটি হেসে উঠল খিলখিলিয়ে, বুকে জন্ম নিল ভালোবাসার দুরন্ত ঢেউ। তোমার সোনালি আগমনে আমার স্বপ্নেরা প্রাণ পেল, আমি নিজেকে ফিরে পেলাম, সুন্দরের বলয় তৈরি হ’ল জীবন-অলিন্দে।
🍂
38th Episode
Premokabyo (EROTIKA)
Mangal Prasad Maity
Translated
By
Chandan Bhattacharya
If you keep a false idea in your heart and move away with pride, if you hurt yourself - if you hurt me. What I never said, what I never thought about you - that's what you compose in your mind when you cry yourself, when you cry me, when you linger yourself in pain, when you linger in the same pain. Yeah Al that sounds pretty crap to me, Looks like Al that sounds crap to me, Looks like Al that sounds crap to me, Looks like Al that sounds crap to me, Looks like Al that sounds crap to me, Looks like Al that sounds crap to me. The idea that was not in my imagination, you put yourself in pain, you hurt me. How can you tell this trouble?
One day when you express your heartfelt desire to give everything you have, I may not even wake up to accept it; Even if you stand in front of me, I may turn my back on you: Demand changes over time - it's an absolute fact of life. What I want today may not be what I want it to be tomorrow. When you want to give, I will see that you are too late, I am unable or unwilling to take. Even with the pain in the chest, you have to see love coming back crying.
The relation of currents with rivers, nests with birds, pearls with oysters, fragrance with flowers, dewdrops with grass, light with sun, moonlight with moon, green with trees, rain with clouds, wind with life, sea with urmimala, mountains with springs, Cliffs with mountains, words with songs, melody with words, rhythm with melody, rhythm with rhythm, harp with rhythm, sail with boat, sail with sail, wind with sail, new wind with spring, south wind with Palash, warmth with love - that relationship with you All my lies.
You not only showed me the sea - at the same time you invited me to bathe in that sea - you made the dream cherished for thousands of years come true with amazing beauty. This is how beautiful you can be, I understood it by looking at you from very close, I knew. Earlier I saw a huge lake in you, I saw a fast river - today I saw a rough sea. If you have eyes to see, how can you be manifested - today I saw a chubby sea - in whose chest you can find the ultimate life, the ultimate taste of liberation. Now I think I made no mistake in loving you.
As I churn the sea in your kisses - the nectar that rises during the churning fills my heart to the brim, fills my heart with an impossible feeling of happiness, tastes indescribable contentment. There is a magic in your kiss that touches me every time in a new country Taken away - enchanted me there, dreamed of many dreams - I can only feel the sound of unadulterated joy. In the house of the mind, then the picture of love, the blue wave of love in front of my eyes - the golden sun of love and love shines all over my world.
Just as you can't take me away from your dreams, I can't take you away from my dreams. You are in a big part of my dream - so when I float the dream of my dream on the path of bliss, you are the joy traveler of that path. I have built a house with you for love, I have bound you in my heart - you are bound to me - I am bound to you. You can't escape, there's no way to escape. The truth of an unmistakable love has made our life honeyed, the light dances in each other's eyes, the light of sweet gold.
When you came with golden light on your body, when you stood at my door, my world became golden with gold. There was a flood of happiness in the heart, the mood was colorful, the south wind was blowing, the branches of the trees were swaying, the small soft grass was drawing green. As soon as you came, the melody of the song rang out, the heart was in turmoil, the fragrance of flowers spread from the horizon to the horizon, the boat floated in the water, the moon appeared in the dark sky, the earth laughed with its soft rays, love was born in the chest. Strong waves. With your golden arrival my dreams came alive, I found myself back, a beautiful ring was made in the balcony of life.
I am not in your thoughts - but you are in my thoughts all the time. Even if you don't think about me, but I have to think about your thoughts, somehow you come to my thoughts. I don't know - what is my attraction towards you - what is my fascination. You keep playing in the depths of the mind like the south wind. Never climb the clouds of imagination, build your idol, float away in the raft of dreams, go to some distant unknown country, sit in the garden of love and bloom the flowers of love; Let's compose a paradise of reunion. A beautiful world of joy is created around you - I think you are the flower of poetry all the time.
I saw the sweet lake in my dream, at the same time I saw the pink lotus blooming in that lake. Ah! How beautiful, how enchanting - the mind was lost at the sight, the two eyes closed. She was dancing in the clear breeze of the lake, shaking her head to the beat of the boiling lotus-colored petals. She understood and called me. She wanted to fill me with her scent. I went to her with intense attraction. She turned me around. I could not sit well with her. No, with all my desires, I hugged him to my chest, kissed him on the lips of the lotus and bathed him in that sweet lake - as if I got eternal peace.
0 Comments