জ্বলদর্চি

৪১ তম পর্ব-প্রেমকাব্য/মঙ্গলপ্রসাদ মাইতি

৪১ তম পর্ব
প্রেমকাব্য
মঙ্গলপ্রসাদ মাইতি

তুমি সুন্দর-রূপময়ী-লাবণ্যলতা; নির্মল শিউলি সুগন্ধে তুমি আমাকে মাতাল করো, গোলাপ রাঙা হাসি ঢেলে আমার হৃদয় তুমি রাঙিয়েযাও, তুমি কাছে এলেই আমি তোমার মধ্যে খুঁজে পাই আমার স্বপ্নে দেখা ভালোবাসার নীলপরীটাকে। তুমি আমার আদরের ধন, অনেক খুঁজে অবশেষে পাওয়া মানিক রতন,তুমি এক কুড়িয়ে পাওয়া বৈদুর্যমণি তোমার ঔজ্জ্বল্যে আমি উদভাসিত হই, তোমার মধুর পরশ আমাকে অনেক প্রেমে প্রেমিক করে – আমি তোমার মধ্যে খুঁজে পাই আমার মানসপ্রতিমাকে। তোমার বর্ণময়তা সবার সেরা, অপার রহস্যেভরা তোমার দু’টি চোখের মধুরিমা সন্ধ্যাকাশের রহস্যকেও অনায়াসে হার মানায় – আমি তোমার মধ্যে খুঁজে পাই আমার একান্ত ভালোলাগার ঘন নীল সমুদ্রের উত্তুঙ্গ তরঙ্গমালাকে।
   আমার স্বপ্নবিলাসী মন তোমার স্বপ্নে বিভোর থাকে, তোমাকে কাছে পাওয়ার বাসনায় কাতর হয়। তোমার সুন্দর মুখ, রহস্যঘন চোখ, পেলব ঠোঁটের হাসি, ঘনমেঘ রঙা মাথার চুল, বুকের থেকে খসে পড়া রাঙা শাড়ির আঁচল- তোমার যা কিছু সব আমার স্বপ্নের আকাশে রামধনুর মতো ভাসতে থাকে। তুমি মুখোমুখি বসে আছো, কথা বলছো, বিকেলের আলো একটু একটু করে সরে যাচ্ছে, সন্ধে নামছে, একটা দুটো করে তারা ফুটছে দূর গগনে, তোমার হাত আমার হাতে, তুমি শোনাচ্ছো তোমার জীবনের গল্প-আমি মুগ্ধ-তুমি হালকা হচ্ছো তোমার সৌন্দর্যের গোপন লালিত্যটুকু খেলা করছে আমার ভুবনে-এই সব কত কি স্বপ্ন আমার মনে উদয় হয়। আমি স্বপ্নবিলাসী, তুমি আমার স্বপ্নের প্রিয়তমা। 
   আমার সব স্বপ্নগুলো, সব ভাবনাগুলো একসাথে জড়ো করে তোমাকে দিলাম-তোমার ইচ্ছে মতো তুমি তা নিয়ে নিও। তোমার যদি একটাও পছন্দের না হয় আমার দু:খ নেই, তবু জানবো আমি স্বপ্ন দেখেছিলাম, আমার অনেক ভাবনা ছিল-সে স্বপ্ন আমি এখনো দেখে যাব,সে ভাবনা আমি এখনো ভেবে যাব। স্বপ্ন দেখায় আমার কোনো ক্লান্তি নেই, 
ভাবনাতেও কোনো ক্লান্তি নেই – কেন আসবে ক্লান্তি? আমার যে সব স্বপ্ন তোমাকে নিয়ে, সব ভাবনা তোমাকে ঘিরে। আমার স্বপ্নের সাথে মিশে আছে প্রেম, নিবিড় ভালোবাসা, আমার ভাবনার সাথেও মিশে আছে সেই ভালোবাসার ঢেউ। আর আমার ভালোবাসা যে তুমি।
   সূর্য যেমন পৃথিবীকে অবিরত টানছে, সেই একই টান প্রতিনিয়ত আমিও অনুভব করি তোমার প্রতি।  তোমার-আমার মাঝে যেন এক অদৃশ্য বন্ধন-অথচ অচ্ছেদ্য এই বন্ধন অবিরাম কাজ করে চলেছে-যার থেকে আমরা কেউ একে অন্যের থেকে বিচ্যুত হতে পারছি না। হয়তো আমরা কেউই চাইছি না আমাদের এই বিচ্যুতি ঘটুক-না তুমি না আমি। আমরা চাইছি না নির্ভেজাল আনন্দ থেকে আমরা বঞ্চিত হতে, তিল তিল করে গড়ে ওঠা আমাদের প্রণয়ের ঘরখানি ভেঙে ফেলতে। আমাদের টান যে পরম ভালোবাসার, পরম সুখের, পরম তৃপ্তির, পরম শান্তির। এ টান কী তাই কখনো ছিঁড়তে পারে? না ছিঁড়ে ফেলা যায়?   
   বুকের ভিতরে ওঠে এ কোন সর্বনেশে ঝড়! চৈত্রের ঝরা পাতার মতো কেন ঝরে ঝরে যায় হৃদয়ের আবেগ-
স্বপ্নরাশি! এ কী তবে ভালোবাসার মৃত্যু? নাকি ভালোবাসা নতুন রূপে প্রতিষ্ঠিত হবে বলে এত আয়োজন, এত তার তোড়জোড়! আশায় আশায় যে বুক বাঁধতে চাই, তবু কেন প্রাণের মাঝে বয়ে যায় হাহাকারের প্লাবন? বন্যার স্রোতে দু’কূল ছাপিয়ে পড়ার মতো আমার দু’চোখে নামে অশ্রুর বন্যা! আমি শুনতে পাই পাড় ভাঙার গান। ফাগুন বেলায়, বসন্তের রঙিন মুহূর্তেও এ কোন আসন্ন বিপদের সংকেত? তবে কী দুর্যোগ আসছে-ঘনঘোর দুর্যোগের প্রহর?
   যারা সম্পর্কের বাঁধন খুলে ফেলেছো বা খুলে ফেলবার জন্য মনস্থির করেছ তাদের বলছি – তোমরা এটা ভুল করেছ না ঠিক করেছ তা বলব না, কারণ ওটা তোমাদের স্বাধীন চিন্তার ফসল, যে কেউ তার স্বাধীন মতামত নিয়ে স্বাধীন পথে হাঁটতেই পারে। তবে আমার কিন্তু সায় নেই একবিন্দু তাতে, আমি সম্পর্ক ছিন্ন করছি না, তোমাদের উপর থেকে আমার ভালোবাসা তুলে নিচ্ছি না; আগেও যেমন ভালোবেসেছি তোমাদের এখনো সেই ভালোবাসাই অটুট থাকবে। সবার জন্যই আমার শুভেচ্ছা রইল।  

🍂

41st Episode
Premokabyo (EROTIKA)
Mangal Prasad Maity 
Translated
By 
Chandan Bhattacharya


You are beautiful-graceful-graceful;  You make me drunk with the fragrance of pure hyacinth, you make my heart red with rose red smile, as soon as you come near I find in you the blue fairy of love seen in my dream.  You are my darling treasure, Manik Ratan who was finally found after a lot, I am the one who picked up the Baiduryamani.  Your colorfulness is the best of all, the infinite mystery effortlessly beats the mystery of the sweet twilight of your two eyes - I find in you the lofty waves of the deep blue sea, my favorite.
    My dreamy mind is alive in your dreams, longing for you.  Your beautiful face, mysterious eyes, smile on your pelvic lips, thick red hair, red sari falling from your chest - all of you are floating like a rainbow in the sky of my dreams.  You are sitting face to face, talking, the light of the afternoon is fading a little, the evening is falling, one or two they are bursting in the distant sky, your hand is in my hand, you are listening to your life story-I am fascinated-you are light playing the secret elegance of your beauty  In my world, how many dreams come to my mind.  I am a dreamer, you are the darling of my dreams.
    I gathered all my dreams, all my thoughts and gave them to you - you take them as you wish.  I'm not sad if you don't like one of them, but I know I dreamed, I had a lot of thoughts - I will still see that dream, I will still think that thought.  I have no fatigue in dreaming,
 There is no fatigue in thinking - why fatigue will come?  All my dreams about you, all the thoughts surround you.  My dreams are mixed with love, intense love, my thoughts are mixed with that wave of love.  And my love is you.
    As the sun continues to pull the earth, I feel the same pull towards you all the time.  It is as if an invisible bond between you and me yet this inseparable bond  has been at work ever since, from which none of us can deviate.  Maybe none of us want this deviation to happen to us - neither you nor I.  We do not want to be deprived of unadulterated joy, to break the house of our love that has been built by sesame seeds.  Our pull is that of absolute love, absolute happiness, absolute contentment, absolute peace.  What is this tension?
 Can it tear?  Or can it be torn?
    This is a storm inside the chest!  Why does the emotion of the heart fall like the falling leaves of Chaitra-
 Dreamy!  What is the death of love?  Or so organized that love will be established in a new form, so much of its torjora!  I want to tie my chest in hope, but why the flood of wailing flows in the middle of the soul?  A flood of tears in my eyes like a flood of two shores!  I hear the song of breaking the bank.  In the case of Fagun, the colorful moment of spring is a sign of impending danger?  But what disaster is coming - the dawn of a catastrophic disaster?
    I say to those who have untied or intended to untie the knot - I will not say whether you have done it wrong or right, because it is the product of your free thought, anyone can walk the free path with his free will.  But I do not agree with one point, I am not severing the relationship, I am not taking my love away from you;  I wish you all the love that I have loved before.

Post a Comment

0 Comments