ভাস্কর সেন
প্রশ্নোত্তর
শুধু কী তোমারে শুধাই
আমার প্রশ্ন এই ঘরবাড়ি পথ
আর নির্জনতা নিয়ে
সবাই নির্লজ্জ আর বেহায়াও যারপরনাই
ঘোড়ার খুরের শব্দ
ক্রূড় এক হৃদপিণ্ড লাফায়
ভিতরে মন্ত্র গতি নদীর জোয়ার ভাটা
কত আঁকিবুকি ওই নকশীকাঁথায়। 
তাহারই সান্নিধ্য আমি পেতে চাই
আর বলিব না কিছু, কিছু শুধাব না
শুধিয়ে কি হবে বলো
যার কোনো উত্তর নাই। 
দেহ-কথা
আজ দেহ পড়ে আছে, কাল দাহ হবে
বিকেলের রোদ তাকে জড়িয়ে রেখেছে
পড়ন্ত বেলায় স্বেদবিন্দু ব্যাথাতুর
মুথাঘাসে কে আছে? সময় থেমে আছে
দেখেছে সে পথেঘাটে পতিত জমিন 
বেলাশেষে প্রশ্বাসের রূদ্ধ ধূলিকণা
থেকেও থাকেনি ঘরে, আঁধারে থেকেছে
এবেলার গিঠ খুলে ওবেলা বেঁধেছে
ওই মেঘমালা সবই ভেসে গেছে দূরে
নীচে পথ অন্ধকার ছড়ানো, জড়ানো
পাথরকুচির ভীড়ে ওই তো আগুন
স্টেশনের আলোটুকু জ্বালিয়ে রেখেছে
দেহ ছিল, পথ ছিল, কত শত গান
সমুদ্রও ছিল, ছিল অনন্ত যৌবন
কাছে নাই তীর, নীড়ে নীলরঙা পাখি
শুধু আছে দেহ আর অমৃত শ্মশান। 
🍂
কাছে যাও পাথরের
কে যেন বলেছিল কাছে যাও পাথরের
নিকটে দাঁড়াও, পাবে সবকিছু 
যাও, দূরে যাও, গভীরে লুকাও
এখানে অনেক দুঃখ অনেক যন্ত্রনা জ্বালা ক্ষত
নিবিড় জীবন তুমি এখানে পাবে না
এখানে অসুখ
তাই তুমি পাথরের কাছে যাও
পাথর নির্ভীক, শান্ত, ছোট নীল পাখি
সবুজ বনের সাথী পাথর, পাহাড়
তুমি শান্তি পাবে, অট্টালিকা পাবে, গৃহ পাবে, 
ঝরনাও
ওই দূরে আকাশ মিশেছে গ্রামে
পাখিদের কলতান সুদূরে বিহানে
ওখানে কলহ নেই, আলস্য নেই, 
উন্মনা মন নেই, ঘর আছে
গঞ্জ আছে, প্রচলিত কথা আছে, 
সুভাষিত বাণী আছে
প্রকাশ্যে প্রেম আছে, উনুনের কয়লার ধোঁয়া
দুচোখ ভরিয়ে দেয় জলে। এইসব, আরো কিছু, 
সব তুমি পাবে। 
2 Comments
অপূর্ব🙏
ReplyDeleteধন্যবাদ, কমলিকা।
Delete