জ্বলদর্চি

বিশ্ব জনসংখ্যা নিয়ন্ত্রণ দিবস /দোলনচাঁপা তেওয়ারী দে

বিশ্ব জনসংখ্যা নিয়ন্ত্রণ দিবস
দোলনচাঁপা তেওয়ারী দে

আজ ২ জানুয়ারি, বিশ্ব জনসংখ্যা নিয়ন্ত্রণ দিবস। অনেক দেশেই জনসংখ্যা বৃদ্ধি রীতিমতো ভয়াবহ আকার নিচ্ছে। আবার কোথাও জনসংখ্যা বৃদ্ধি নয়, বরং হ্রাস পাওয়াটাই সমস্যা হিসেবে আবির্ভূত হয়েছে। এমন প্রেক্ষাপটে বিশ্বব্যাপী পালিত হচ্ছে দিবসটি।

আমাদের দেশে জনসংখ্যা নিয়ন্ত্রণে পরিবার পরিকল্পনা কার্যক্রম শুরু হয় স্বাধীনতার পূর্ব থেকেই। প্রথমে বেসরকারি পর্যায়ে এই কার্যক্রম শুরু হলেও পরবর্তীতে তা সরকারের নিয়ন্ত্রণে নেওয়া হয়। এক পর্যায়ে এই কার্যক্রমে বেশ সফলতা আসে। সাম্প্রতিককালেও এই কার্যক্রম চলছে। তবে বেশিরভাগ মানুষের মধ্যে এই ব্যাপারে সচেতনতা নেই বললেই চলে। অনেক ক্ষেত্রে শিক্ষিত-সচেতন দম্পতিও অধিক সন্তান নিচ্ছেন।

পরিসংখ্যান বলছে, এশিয়া মহাদেশের বাংলাদেশে প্রতি মিনিটে জনসংখ্যা বাড়ছে চার জন। ১লাখ ৪৭ হাজার ৫৭০ বর্গকিলোমিটার আয়তনের এই বাংলাদেশে প্রায় ১৮ কোটি মানুষের বসবাস। ১৯৬১ সালে যেখানে জনসংখ্যা ছিল তিন কোটির ওপরে। সেই জনসংখ্যা এখন বেড়েছে পাঁচগুণের বেশি। বিশেষজ্ঞরা বলছেন, এই ধারা অব্যাহত থাকলে জনসংখ্যা ২০ কোটিতে পৌঁছাবে কয়েক বছরের মধ্যেই।
পৃথিবীর মোট জনসংখ্যার ৬০ দশমিক ৭ শতাংশের বেশি মানুষ বসবাস করে শুধু এশিয়া মহাদেশে।

বিশ্বব্যাপী জনসংখ্যা ঊর্ধ্বমুখী গতিপথে রয়েছে এবং ১৯৫০সাল থেকে তিনগুণ বেড়েছে। তবে সাম্প্রতিক প্রবণতা এবং তথ্য অনুমানগুলি ভবিষ্যদ্বাণী করে যে জনসংখ্যার গ্রাফটি ২০৮৫ সালের দিকে শীর্ষে  উঠবে। তারপরে এটি সমতল না হলে সঙ্কুচিত হবে বলে আশা করা হচ্ছে। 

🍂

এই বিশ্ব জনসংখ্যা দিবসে, জনসংখ্যার প্রবণতা সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা বাড়ানোর পাশাপাশি আগামী কয়েক দশকে জনসংখ্যার বক্ররেখা কীভাবে রূপ নেবে এবং এর রূপান্তরমূলক প্রভাবগুলি জনসংখ্যা হ্রাস পাবে তা দেখা অপরিহার্য।

জনসংখ্যাবিদরা ভবিষ্যদ্বাণী করেছেন যে, বিশ্বব্যাপী জনসংখ্যা ২০৮০ এর দশকে  শীর্ষে উঠবে। ইতিমধ্যে অনেক দেশের জন্য উর্বরতার হার নিম্নগামী বক্ররেখা হয়েছে। এটি পরিবেশগত ক্ষতি এবং জীববৈচিত্র্যের ক্ষতি মোকাবিলায় সহায়তা করবে।  

সম্ভবত বিশ্বের জনসংখ্যা ২০৩৭ সালে ৯ বিলিয়ন এবং ২০৮৫ সালে ১০ বিলিয়ন স্পর্শ করবে। জীবনযাত্রার উচ্চ ব্যয় এবং স্বাস্থ্য ও শিক্ষার ব্যয় বৃদ্ধির ফলে পরিবারগুলি ছোট হয়েছে।

এই শতাব্দীর শেষ নাগাদ বিশ্বের জনসংখ্যা বৃদ্ধি বন্ধ হয়ে যাবে। জাতিসংঘের তথ্যের উপর ভিত্তি করে বিশ্লেষণে বোঝা যায় যে,২১০০ সালের মধ্যে বিশ্বের জনসংখ্যা ০.১% এর কম বার্ষিক বৃদ্ধির হার সহ ১০.৯ বিলিয়ন স্পর্শ করার সম্ভাবনা রয়েছে। এটি বর্তমান প্রবৃদ্ধির হারের তুলনায় অনেক কম। 

জনসংখ্যা বৃদ্ধির হ্রাস বিশ্বব্যাপী ল্যান্ডস্কেপ জুড়ে শিশু জন্মের পতনের সাথে জটিলভাবে বোনা হয়েছে,তবে উর্বরতা হ্রাস জীবনকাল বৃদ্ধির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। এতে বয়স্ক জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে।

Post a Comment

0 Comments