জ্বলদর্চি

প্রেমকাব্য -৪২ তম পর্বমঙ্গলপ্রসাদ মাইতি


প্রেমকাব্য
৪২ তম পর্ব

মঙ্গলপ্রসাদ মাইতি

  আমার দু:খ জাগার রাতগুলির সঙ্গী আজ সেইতো তোমাকেই হতে হচ্ছে, বুক বিদীর্ণ করা হাহাকার সেইতো এখন তোমাকেই থামাতে হচ্ছে, অনেক কষ্টে বেরিয়ে আসা চোখের জল সেইতো আজ তোমাকেই মুছতে হচ্ছে, আমার কষ্টলাঘবে সেইতো তোমাকেই অসুস্থ শরীর নিয়েও কাটাতে হচ্ছে কত বিনিদ্র রজনী। তবু কেন দিলে আমাকে এত কষ্ট? সব জেনেও কেন আমাকে ঠেলে দিলে ব্যথাদীর্ণ সরোবরে? তুমি তো জানতেই-আমিই তোমার সব, তোমাকে ছাড়া আমার কোনোরকম অস্তিত্ব নেই, তোমার একটুখানি ভুল আমার কতবড়ো ক্ষতি করে দিতে পারে, সর্বনাশ করে দিতে পারে!
কেন এমন করলে তুমি! কেন?
   তোমাকে চাই-ভালোবেসেই তোমাকে চাই, হৃদয়ের সাথে হৃদয় মিশিয়ে তোমাকে চাই। তোমাকে চাই আলোর মতো ঝরণাধারায়, ফুলের মতো সুরভি ছটায়, নদীর মতো তরঙ্গমালায়। তোমাকে চাই পাকা ফসলের মতো সোনালি মায়ায়, সবুজ ঘাসের মতো শ্যামল শোভায়, হিমেল বাতাস-গানের মতো সুর লালিমায়। তোমাকে চাই গোধূলি মেঘের মতো রঙের আভায়, পাখির নীড়ের মতো শান্ত ছায়ায়। তোমাকে চাই পরম ভরসায়, বুকের কোণে প্রেম সুরমায়। 
   তোমাকে ছুঁলাম যেই আমার সামনে খুলে গেল এক সুনীল আকাশ-সেই আকাশের তলে দেখলাম দিব্যি হাসছে এক গোলাপ রাঙা সকাল। এই গোলাপ বাহারি সকাল আমাকে এতটাই মুগ্ধ করল আর অন্য দিকে তাকাবার অবকাশই মিলল না, তাকাবার ইচ্ছেও হল না, এই গোলাপ রাঙা সকাল তখন তোমার সারা শরীরজুড়ে খেলা করছে অনির্বচনীয় এক সৌন্দর্য তোমাকে যেন ভর করেছে-তুমি তখন এতটাই রমণীয় আর সব কিছু আমার কাছে তুচ্ছ হয়ে গেল - মনে হলতুমিই যেন একটা আস্ত পৃথিবী, তোমাকে দেখলে আর কিছু দেখার বুঝি কোনো প্রয়োজন নেই। 
   রাতেও খুঁজি, দিনেও খুঁজি তোমায় আমি সর্বক্ষণ খুঁজি। বড়ো আপনার জন ভেবে খুঁজি,বড়ো মায়ায় খুঁজি, হৃদয়-মন দিয়ে তোমায় খুঁজি। তোমায় আমি সুখেও খুঁজি-দুখেও খুঁজি, সুসময়-অসময় কোনো সময়েই তোমাকে আমার খোঁজার বাকি থাকে না; বড়ো আনন্দে খুঁজি, বড়ো বেদনায় খুঁজি। আমার প্রেমে খুঁজি, আমার ভালোবাসায়খুঁজি, আমার বুকের চাওয়া দিয়ে খুঁজি, চোখের দেখা দিয়ে খুঁজি, তোমায় আমি স্বপ্নে খুঁজি, আবেগভরা মন নিয়ে খুঁজি; তোমাকে বিরহে খুঁজি, মিলনে খুঁজি। তোমাকে খুঁজি আমি প্রকৃতিতে- নিবিড় বনছায়ায়, তারাভরা আকাশে তোমাকে খুঁজি, তোমাকে খুঁজি আমার প্রাণের সবটুকু গোপন ইচ্ছে দিয়ে, আমার অভিসারে তোমাকে খুঁজি। তোমার ভালোবাসার মধ্যে অপূর্ব এক টান আছে – সেই টানেই আমি বারবার তোমার কাছে ফিরে আসি, তোমার আঁচলতলে মুখ ঢাকি, তোমার বুকের গন্ধ মেখে আমি মাতাল হই। তোমার মুখের মিষ্টি হাসি দিয়ে তুমি আমার অন্তর ভরে দাও, চোখের তারার আলোকছটায় রাঙিয়ে দাও আমার মন-আমার সর্বাঙ্গ, তোমাকে পেলে আমার হৃদয় খুশির ঝাড়বাতি জ্বালে। তোমাকে পেলে আমার ভুবনে কৃষ্ণচূড়া রঙিন পাপড়ি মেলে, আসে পলাশরাঙা বসন্তবেলা, ফাগুন বাতাসের মধুর স্পর্শ অনুভব করি, চির উচ্ছলা-চঞ্চলা এক বেগবতী নদীর সান্নিধ্য পাই-যে নদীতে অবিরাম সাঁতার কাটলেও কোনোরকম ক্লান্তিবোধ আসে না।

🍂

   আমার দু’চোখ তোমাকেই খুঁজছিল, তন্ন তন্ন করে খুঁজছিল, কোথায় কোন ভিড়ের মাঝে তুমি হারিয়ে আছো সেটাই দেখতে চাইছিল তোমাকে। এই হয়েছে আমার চোখের দোষ, মনের দোষ; চোখ তোমাকে দেখতে চায়, মন তোমাকে খুঁজে ফেরে। তোমাকে একটিবার দেখতে পেলেই দু’চোখ আমার শান্ত হয়, মনের মাঝেও প্রশান্তি নেমে আসে। তুমি এমন মায়ার টানে আমাকে টেনে রেখেছ, এমন ভালোবাসার ছায়ায় ছেয়ে রেখেছ-বারবার তোমার সেই প্রেম, স্নেহের আঁচলে মুখ রাখতে ইচ্ছে করে, তোমার সেই ভালোবাসার ছায়াতলে দাঁড়াতে সাধ জাগে। তোমার প্রেম আমার কাছে দুর্লভ আলোর জোয়ার, আরামের সুশীতল বাতাস। তোমার সান্নিধ্য পেতে তাইতো আমার দু’চোখ তোমাকেই পাগলের মতো খুঁজে মরে, শুধুই খুঁজে মরে। 
   তোমার দু’টি আঁখি পল্লবে অলৌকিক মায়াজাদু আছে, সেই মায়ার টানই আমাকে গভীরভাবে তোমার দিকে টেনে নিয়ে যায়, মন্ত্রমুগ্ধের মতো আবিষ্ট করে, আমি শুধু চেয়ে চেয়ে দেখি তোমাকে, শুধু তোমাকে। আমার এ চেয়ে দেখার শেষ নেই, নেই কোনোরকম ক্লান্তি আমার, আছে প্রশান্তি, আছে প্রাণের আরাম, আছে মনোমুগ্ধকর স্নিগ্ধ-শীতলতা। তাই তুমি যখন তোমার দু’চোখের কোনায় আমার ঠোঁট রাখতে দাও, আমি পাগল হয়ে যাই, আমি খুঁজে পাই আমার ভালোবাসার নীড়। ঘন নীল সমুদ্রের ঢেউ খেলে যাওয়া তোমার দু’চোখের তারায় সকালের সোনারোদ ঝলমল করে, ছড়িয়ে পড়ে তার আশ্চর্য দ্যুতি! আমি সেই দ্যুতিতে চমকিত হই, অপূর্ব রোমাঞ্চে রোমাঞ্চিত হই। তোমার দু’চোখের অপরূপ লাবণ্য আমার হৃদয়ের স্বপ্ন, প্রেমের স্বর্গ! 

42nd Episode
Premokabyo (EROTIKA)
Mangal Prasad Maity 
Translated
By 
Chandan Bhattacharya


    You have to be the companion of my waking nights today, you have to stop crying now, you have to wipe away the tears that came out with so much trouble, you have to spend so many sleepless nights with my sick body.  Yet why give me so much trouble?  Knowing all this, why did you push me into the painful lake?  You know - I am all yours, I have no existence without you, how much your little mistake can harm me, can destroy me!
 Why do you do that!  Why?
    I want you - I want you with love, I want you with heart to heart.  I want you in the stream like light, in the fragrance like a flower, in the waves like a river.  I want you in golden maya like a ripe crop, in greenery like green grass, in melody like the wind-song.  I want you in the color of twilight clouds, in the calm shade like a bird's nest.  I want you with absolute confidence, with love in the corner of my chest.
I touched you as a blue sky opened in front of me - under that sky I saw Divya smiling a rose red morning.  This rose-blossoming morning fascinated me so much and I didn't get a chance to look the other way, I didn't even want to look, this rose-red morning was playing all over your body as if an indescribable beauty filled you - you were so beautiful and everything was trivial to me.  Gone - I think you are the whole world, there is no need to see anything else when you see.
    I look for you at night, I look for you during the day, I look for you all the time.  I seek you with my heart, I seek you with my heart, I seek you with my heart and mind.  I seek you both happily and unhappily, in good times and in bad times I never find you;  Find with great joy, find with great pain.  I seek you in my love, I seek you in my love, I seek you in my bosom, I seek you in my eyes, I seek you in my dreams, I seek you in my passionate mind;  Find you in separation, find you in union.  I seek you in nature - in the dense forest, in the starry sky I seek you, I seek you with all the secret desires of my soul, I seek you in my affair.  There is a wonderful pull in your love - in that pull I come back to you again and again, I cover my face under your lap, I get drunk smelling your chest.  Fill my heart with the sweet smile of your face, paint my mind with the light of the stars of my eyes - my whole being, my heart burns with the chandelier of happiness when I find you.  When I find you, my world is full of black-colored petals, when the spring comes, I feel the sweet touch of the Fagun wind, I find the proximity of an ever-flowing, fast-moving river, in which I do not feel any fatigue even if I swim endlessly.
    My eyes were searching for you, looking for you, looking for you where you are lost in the crowd.  This has been the fault of my eyes, the fault of my mind;  The eyes want to see you, the mind finds you.  Once I see you, my eyes are calm, my mind is calm.  You have drawn me with such love, you have kept me in the shadow of such love - again and again that love of yours, wanting to keep its face in the realm of affection, wants to stand in the shadow of that love of yours.  Your love is a rare tide of light to me, a cool breeze of comfort.  That's why my two eyes find you like crazy, just to find you.
    There is miraculous magic in the twinkling of an eye, the pull of that magic draws me deeply towards you, enchanting me, I just look at you, only you.  There is no end to what I see, I have no fatigue, there is peace, there is comfort of life, there is enchanting softness-coolness.  So when you let me put my lips in the corner of your eye, I go crazy, I find the nest of my love.  The stars of your two eyes glistening with the waves of the deep blue sea, the golden light of the morning shines, its wonder shines!  I am dazzled by that radiance, I am thrilled by the wonderful thrill.  The beauty of your two eyes is the dream of my heart, the paradise of love!

Post a Comment

0 Comments