জ্বলদর্চি

ক্যুইজ-১০০/ সাগর মাহাত

ক্যুইজ-১০০/ সাগর মাহাত

১. আদিবাসী জনজাতির বছর শুরু হয়— 
(১) পয়লা মাঘ
(২) ১৩ ফাল্গুন
(৩) ১২ বৈশাখ
(৪) ১ লা বৈশাখ

২. টুসু পরব শুরু হয়—
(১) অগ্রহায়ণ সংক্রান্তি
(২) পৌষ সংক্রান্তি
(৩) মাঘ সংক্রান্তি
(৪) আষাঢ় সংক্রান্তি

৩. 'খুঁটান' শব্দটি যুক্ত—
(১) বাঁদনা পরব
(২) টুসু পরব
(৩) মাঘী পরব
(৪) রহইন

৪. মুখোশ গ্রাম বলা হয়—
(১) চড়িদা
(২) বনডি
(৩) মালডি
(৪) টনাডি

৫. রহইন পরব হর—
(১) ১৩ জ্যৈষ্ঠ
(২) ২৫ বৈশাখ
(৩) ৩০ মাঘ
(৪) ২৯ চৈত্র

৬. জিহুড় পরবটি হয়—
(১) আশ্বিন সংক্রান্তি
(২) মাঘ সংক্রান্তি
(৩) বৈশাখ ২৫
(৪) চৈত্র ২০

৭. বামনি ফলস রয়েছে—
(১) পুরুলিয়া অযোধ্যা
(২) উত্তরপ্রদেশের অযোধ্যা
(৩) শিবলি
(৪) সবগুলো

৮. ভাদু পরব হয়—
(১) ভাদ্র সংক্রান্তি
(২) মাঘ ২০
(৩) শ্রাবণ ৩০
(৪) চৈত্র ২০

৯. বেগুনকোদর স্টেশন—
(১) পুরুলিয়া
(২) বাঁকুড়া
(৩) চান্ডিল
(৪) টাটা

১০. ঘাঘরা পর্যটনকেন্দ্রটি রয়েছে—
(১) ঝাড়গ্রামে
(২) লোধাশুলিতে
(৩) বেলপাহাড়িতে
(৪) শিলদাতে

🍂

ক্যুইজ ৯৯ উত্তর—

১. ১৯২৫ ২. ছিন্নমূল ৩. ১৯৬৯ ৪. ১৯৬০ ৫. ১৯৭৬ ৬. ১৯২১ ৭. সবগুলো ৮. সত্যজিৎ রায় ৯. মৃণাল সেন ১০. মৃণাল সেন

Post a Comment

0 Comments