স্বস্তিকা ধর
অপরূপ আগুন
১৮ ই চৈত্র , ১৪৩১
অপরূপ আগুন,
জঙ্গলের বুকে তুমি একান্ত ব্যক্তিগত এক নক্ষত্রের জ্বালাপোড়া নামিয়ে এনেছো আজ
আর আমি , দেখছি, আমার দাউদাউ হৃদপিন্ড I
অপরূপ আগুন,
তুমি আমার আপনজন, তুমিই
আমার আপনজন!
তিনদিন ধরে পুড়তে থাকা জঙ্গলের দেবতার পা ধুয়ে যাচ্ছে খাদের নিচের নদীতে
মাথা আকাশ ছাড়িয়ে ডুয়ার্সের দিকে তাকিয়ে , দেখছে
আমার প্রেমিকের অবসাদে মলিন
একাকিত্বে ক্লান্ত -
মুখ -
দেখছে -
তিনদিন তিন রাত্র পুড়তে থাকা জঙ্গলের দেবতার হৃদয়ও তো, আমারই!
জেগে উঠছি ভিতরে ভিতরে
অন্যায় জেনেও… জেগে উঠছি
অপরূপ আগুন,
তোমার কি কাজ নেই কোনো?
তুমি কি আমায় জ্বালাবে বলে উড়ে এসে জুড়ে বসলে?
অপরূপ আগুন ,
করুনার দেবতা বুদ্ধের পায়ের কাছে বসে
আমার শরীর যেভাবে জেগে ওঠে,
তাকে তুমি হিংসে করো কি ?
তাই আজ জঙ্গল জ্বালাবার ছলে হৃদয় জ্বালাতে এলে?
পোড়া সব পশু পাখির গন্ধে ভারী হয়ে আসছে বাতাস
দয়া করো এবার
আমার হিংস্রতার শেষ দেখতে চাইনা আর
অপরূপ,
আমি এই ঘোর আগুন দেখে স্থির রাখতে পারিনা নিজেকে -
তুমি সুন্দর
আমাকে জাগিয়ে রেখে
দূর থেকে দূরে
হো হো করে হেসে ছড়িয়ে পোড়ো না আর
আমি সহ্যাতীত সহ্য করতে করতে আর পেরে উঠি না।
অপরূপ আগুন,
তোমার সমস্ত স্বভাব , আমাকে একমাত্র তার কথাই মনে করায়
বিপদে , বিপথে , যন্ত্রনায়
আমার শরীর জেগে ওঠে চাবুক মনের মতো
উফ, অপরূপ আগুন,
এবার তুমি ক্ষান্ত দাও
তুমি তো আর আমার হৃদয়ের মতো আত্মবিস্মৃত নও !
বাতিল বাতিল বাতিল
১৬ই চৈত্র , ১৪৩১
হৃদয় দিয়ে হৃদয় ছুঁতে এসে, সে কি হুলুস্থুল কান্ড !
কয়েক পরত আলগা মাখন চামড়ার নিচেই হঠাৎ বাটা লংকার চিড়বিড়ে চাদর
কিংবা বিছুটি ভাণ্ড
আদরে আদর
মেঘ এনে দেব চাঁদে
অর্বাচীন এই আস্ফালনে
হৃদয় পড়েছে নাঙ্গা ফাঁদে -
যা হয়না , যা হবেনা , যা হতে পারেনা -
এই তিন রকম সত্যের বাজুবন্ধ
মন্দ করেছে আমাকে
কি নাম ডেকে
বলবো তোমাকে ?
মিছরির হলেও , ছুরি ই তো কাতিল
তোমার নারীর কাছে পৌরুষের সত্য অভিমান
কত মিলি সেকেন্ড সময় নিয়েছিলে জান ?
বলেছিলে ? তিনবার ?
বাতিল , বাতিল , বাতিল ?
দিওয়ানা
১৬ই চৈত্র , ১৪৩১
চাবুকে, বমনে , নমনে
তিতিবিরক্ত নদী
মস্ত মজার রঙ্গে,
মেতে উঠে
যদি হাসিতে ঝর্ণা ফোটায় -
'সত্যি' !! এত্ত মিথ্যে ,
প্রেমিকেরা কোত্থেকে জোটায় ?
এইটুকু বলে , হো হো করে ভাসিয়ে দিয়েছে ইন্দ্রনাথের ভেলা
বোঝো ঠেলা
এইবার
নিজের দিকেই তাকাতে পারছে না আর , তাই তো ?
লজ্জা ঘৃণা ভয় - সকল জয়ের সেরা জয়
তোমার না জানা কি বা আছে ?!
পাচ্ছে কেউ ধরে ফেলে খেলা
সেই ভয়ে মুড়ে নিয়ে মেরুদন্ডখানা
ও ও জানে জানা
খুঁজছে তোমায় দিওয়ানা
🍂
0 Comments