জ্বলদর্চি

প্রেমকাব্য -৫৬ তম পর্ব/মঙ্গলপ্রসাদ মাইতি


প্রেমকাব্য
৫৬ তম পর্ব
মঙ্গলপ্রসাদ মাইতি

   আজ শুধু তোমাকে নিয়েই ভাববো কবি, শুধু তোমাকে নিয়েই ভাববো-তোমার আলোতেই স্নান করবো, তোমার স্নিগ্ধছটায় হৃদয় রাঙাবো, তোমার দর্শনের স্রোতে ভেসে যাব। আজ শুধু তোমাকে নিয়েই ভাববো কবি, শুধু তোমাকে নিয়েই ভাববো-তোমার অমলিন প্রেমের পরশখানি সারা অঙ্গে মাখবো, তোমার অমৃত-ময় বাণীর ঘ্রাণ নেব, তোমার 
ভালোবাসার ভূলোক-দ্যুলোক আমি ছুঁয়ে ছুঁয়ে দেখবো। আজ শুধু তোমাকে নিয়েই ভাববো কবি, শুধু তোমাকে নিয়েই ভাববো-তোমার বিরাট আকাশতলে দাঁড়িয়ে দেখবো তোমার আশ্চর্য রূপময়তা, খুঁজবো তোমার গহীন মনের কথকতা, 
শুনবো তোমার গান, ভাঁজবো তোমার সুর। আজ শুধু তোমাকে নিয়েই ভাববো কবি, শুধু তোমাকে নিয়েই ভাববো-আগামীকালের পথ ছন্দময় – গতিময় এবং চিরসুন্দর করবার জন্যই আজ শুধু তোমাকে নিয়েই ভাববো।

🍂
ad

   ভালোবাসার অকূল সাগরে ভাসিয়েছি ভেলা, তোমার টানে এগিয়ে চলেছি-যেখানেই পাব তোমায়-সেখানেই নৌকা আমার ভিড়াব, নোঙর ফেলব সেখানেই। তোমার জন্য নিশিদিন আমি স্বপ্ন দেখে চলেছি, তোমার সাথে দেখা না হওয়া অব্দি আমার এ স্বপ্ন দেখা ফুরোবে না। তুমি আমার জীবনজুড়ে সৃষ্টি করেছ এক আকাশ আলোর প্রত্যাশা।
আমি নিশ্চিত এ প্রত্যাশা আমার একদিন না একদিন পূরণ হবেই, তুমি তোমার ভালোবাসার ডালি নিয়ে আমার সামনে এসে দাঁড়াবেই, অকূল সাগর থেকে আমাকে তুলে নিয়ে তীরে পৌঁছে দেবেই।  
   আমার প্রেম আমাকে কখনো বঞ্চিত করেনি, আমার প্রেম আমাকে নিত্য-নতুন ভাবনায় ভাবিত করে, নতুন উদ্দীপনায় উদ্দীপিত করে, অবিরত স্বর্ণালি স্বপ্নে স্বপ্নমুখর করে, নতুন পথের দিশা নির্মাণ করে। আমার প্রেম আমাকে নিত্য-নতুন গান বাঁধতে সাহায্য করে, নতুন ছন্দে-সুরে ভাসিয়ে নিয়ে যায়, নতুন আলোয় আলোককময় করে। আমার প্রেম আমাকে জোয়ারবানে আন্দোলিত করে, অনেক তরঙ্গে তরঙ্গায়িত করে, অনেক আনন্দে আনন্দিত করে, অনেক আহ্লাদে আহ্লাদিত করে, অনেক আবেগে আবেগদীপ্ত করে, অনেক ভালোবাসায় মথিত-রঞ্জিত করে, অনেক রঙে রঙিন-বর্ণময় করে, অনেক সুরভে সুরভিত করে। আমার প্রেম আমাকে বিরহে দীপ্ত করে, মিলনে মহিমময় করে, অনেক 
সাহসে সাহসী করে, এনে দেয় জীবনের পূর্ণতা। 
   বাড়িয়ে রেখেছি হাত - ধরার ইচ্ছে থাকলে ধরতেই পারো, না ধরলেও রাগ করবো না। এই হাত আমার সূর্যকে ছুঁতে চায়, এই হাত আমার ফুলের কলি ফোটাতে চায়, এই হাত আমার চিরসবুজের মাঠ বানাতে চায়, এই হাত আমার নতুন ফসলের বীজ বুনতে চায়, এই হাত আমার শোষিতের চোখের স্বপ্ন হতে চায়, এই হাত আমার আকাশের নীল মেঘ হতে চায়, এই হাত আমার সব বাধা ঠেলে দৃঢ় অঙ্গীকারে আবদ্ধ হতে চায়, এই হাত আমার চাষির লাঙলের ইস্পাত ফলা হতে চায়, এই হাত আমার অনেক সুরে সাধা পিয়ানোর তার হতে চায়, এই হাত আমার অনেক ভালোবাসার নদী হতে চায়। তুমি আমার এই হাত ধরতে চাইলে ধরতেই পারো, না ধরলেও মনে কিছু করবো না।

56th Episode
Premokabyo (EROTIKA)
Mangal Prasad Maity 
Translated
By 
Chandan Bhattacharya

    Today I will think only of you, poet, I will think only of you - I will bathe in your light, I will paint my heart in your softness, I will be swept away in the flow of your philosophy.  Today, I will think only of you, poet, I will think only of you - I will spread the fragrance of your unconditional love all over my body, I will smell your nectar, your
 I will touch the world of love.  Today I will think only of you, poet, I will think only of you - I will stand under your vast sky and see your wonderful beauty, I will find the narration of your deep mind,
 I will listen to your song, I will fold your melody.  Today I will think only of you, poet, I will think only of you - tomorrow's path is rhythmic - I will think only of you today to make it dynamic and everlasting.
    I have floated in the deep sea of love, I am moving forward with your pull - wherever I find you - I will anchor my boat there, I will anchor there.  I've been dreaming for you day and night, not meeting you
 I will never be able to see this dream again.  You have created the hope of a sky light throughout my life.
 I am sure that this expectation of mine will be fulfilled one day or another, you will come and stand in front of me with the gift of your love, you will pick me up from the deep sea and take me to the shore.
    My love has never deprived me, my love makes me think of new things, inspires me with new stimuli, dreams of continuous golden dreams, builds a new path.  My love helps me to compose new songs, floats me in new rhythms and melodies, illuminates me in new light.  My love moves me in the tide, waves me in many waves, makes me happy in many ways, makes me happy in many ways, inspires me in many emotions, makes me happy in many loves, makes me colorful in many colors, makes me fragrant in many colors.  My love illuminates me in separation, glorifies me in union, a lot Courage brings courage, brings the fullness of life.
   I have extended my hand - if you want to hold it, you can hold it, even if you don't hold it, I will not be angry.  This hand wants to touch my sun, This hand wants to bloom my flower buds, This hand wants to make my evergreen field, This hand wants to sow the seeds of my new crop, This hand wants to be the dream of my exploited eyes, This hand wants to be the blue cloud of my sky,  This hand wants to push all my obstacles and be bound in a firm commitment, this hand wants to be the steel fruit of my farmer's plow, this hand wants to be my simple piano string in many tunes, this hand wants to be the river of my many loves.  If you want to hold my hand, you can hold it, even if you don't hold it, I won't do anything.

Post a Comment

0 Comments